শেষ হয়ে যাচ্ছে ‘উইন্ডোজ 7’ এর সাপোর্ট

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ২য় টিউন। ঈদ মুবারাক।

সম্প্রতি মাইক্রোসফ্ট তাদের একটি টিউনে ঘোষণা করেছে, ২০২০ সালের ১৪ জানুয়ারির পরে মাইক্রোসফ্ট ‘উইন্ডোজ 7’ চালিত পিসিগুলির জন্য আর সিকিউরিটি আপডেট বা সাপোর্ট সরবরাহ করবে না।

মাইক্রোসফ্ট জানুয়ারী ২০১৫ সালে ‘উইন্ডোজ 7’ এর মূল ভার্সন সাপোর্ট শেষ করলেও, সফ্টওয়্যার জায়ান্ট এখন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বছর অপারেটিং সিস্টেম (ওএস) এর জন্য ফ্রি সিকিউরিটি প্যাচগুলির রোল-আউটকে চূড়ান্তভাবে বন্ধ করে দিবে।

মাইক্রোসফ্ট পুরানো অপারেটিং সিস্টেম এর সাপোর্ট শেষ করার পরেও ব্যবহারকারীরা এটিতে কাজ করতে সক্ষম হবে তবে কোনও সিকিউরিটি এবং সফ্টওয়্যার আপডেট পাবেন না।

মাইক্রোসফ্ট বলেছে, আপনি ‘উইন্ডোজ 7’ ব্যবহার চালিয়ে যেতে পারবেন, তবে সাপোর্ট শেষ হয়ে গেলে আপনার পিসির সিকিউরিটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।  তবে ‘উইন্ডোজ 7’১৪ জানুয়ারী, ২০২০ এর পরে ইনস্টলেশন ও অ্যাক্টিভেশন করা যাবে।

অ্যাপ্লিকেশনের তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনের তথ্যের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার জানিয়েছে, গত জুলাই মাসে পুরো পিসি বাজারে উইন্ডোজ ৭ ব্যবহারের পরিমাণ ৩ দশমিক ৬ শতাংশ কমে বাজার দখল ৩১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।  এ সময় উইন্ডোজ ১০–এর ব্যবহার বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। ডেস্কটপের বাজারে মাইক্রোসফটের সাম্প্রতিক অপারেটিং সিস্টেমটির বাজার দখল দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৯ শতাংশ।

তাই মাইক্রোসফ্ট সিকিউরিটি রিস্ক এবং ভাইরাসগুলি এড়াতে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 এ আপগ্রেড করার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছে।

‘উইন্ডোজ 7’ তার পূর্বসূরি উইন্ডোজ ভিস্তার মুক্তির তিন বছরেরও কম সময়ের পরে ২০০৯ সালের অক্টোবরে প্রকাশিত হয়েছিল।

তাই আর দেরী না করে আপনার পিসিকে উইন্ডোজ 10 এ আপগ্রেড করাটাই সবচেয়ে ভালো হবে।

সূত্র: http://www.thenewsminute.com

Level 0

আমি সাইফুল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস