প্রথমেই টেকটিউনসের সমস্ত টেকটিউনার, পাঠক বৃন্দ এবং মডারেটর বৃন্দ- কে আসছে- 'পহেলা বৈশাখ' এর শুভেচ্ছা জানাচ্ছি। তথ্য প্রযুক্তির খবর নিয়ে আজকে একটি টিউন করলাম যা সম্পূর্ণভাবে উৎসর্গ করলাম আমাদের বড় ভাই অর্থাৎ টেকটিউনের টপটিউনারদের জন্য। কিছু দিন আগে তাদের জন্য আলাদা মিট-আপের ব্যবস্থা করা হয়েছে টেকটিউনের পক্ষ হতে। আমরা ছোটরা তো আর যেতে পারলাম না। তাই কিছু না পারি একটি টিউনতো আলাদাভাবে উপহার দিতে পারি বড় ভাইদের জন্য কেননা আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। শুধু তাই নয় শিখতে পারছি এবং ইনশা আল্লাহ শিখতে পারব।
সোশ্যাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক এবার কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায় হাত বাড়িয়েছে। অন্যান্য টেক জায়ান্টের সঙ্গে মিলিতভাবে ‘ওপেন কম্পিউটার প্রজেক্ট’ চালু করছে ফেসবুক।
টাইমস অফ ইন্ডিয়া সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি ফেসবুক কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে বড়ো নাম করা হিউলেট প্যাকার্ড কোম্পানি, ডেল ইনকর্পোরেটেড, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস এবং ইনটেল কর্পোরেশনের সঙ্গে মিলে প্রকল্পটি হাতে নিয়েছে।
ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট ডিজাইনের বিদ্যুৎসাশ্রয়ী কম্পিউটার তৈরি করা, যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে সুবিধা হবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পলো আল্টোতে এক মিডিয়া ইভেন্টে জুকারবার্গ জানিয়েছেন, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ডিজাইন বিনিময়ের মাধ্যমে এই বিশেষায়িত সার্ভারের চাহিদা বাড়বে এবং সহজলভ্য হবে।
আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love technology.
কপি পেস্ট না করলে হত না? http://tech.bdnews24.com/details.php?shownewsid=2037