আশাকরি ভালো আছেন।
আজ একটা বিষয় জানতে এসেছি। যদি এই ব্যপারে কেউ অরিজিনাল তথ্যটা জেনে থাকুন থাহলে প্লিজ জানাবেন আমার অনেক উপকার হবে।
আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলা ২০১৭ সালের নভেম্বরে। অর্থাত ১বছরের উপড়ের হলো.২ মাস কন্টিনিউ করার পর আর চালায় নি। এতদিন বন্ধই ছিলো। আমার সাবস্ক্রাইবার ছিলো ৩০৪ আর ভিউ টাইম ছিলে ৩৭০০ মিনিট।
এখন ভাবছি আবার কন্টিনিউ করবো। বাট আমার প্রশ্ন হলো। এখন যদি আবার কন্টিনিউ করি তাহলে কি আমি মনিটাইজেশন পাবো ১০০০ হাজার সাবস্ক্রাইবার আর ৪০০০হাজার ঘন্টা ভিউ টাইম হলে?
যদি কেউ এই ব্যারে জেনে থাকুন প্লিজ হেল্প মি.।
আমার চ্যানেল লিঙ্ক
https://www.youtube.com/channel/UCicYzZ-XHSSmkg83tmlhnXQ?sub_confirmation=1
আমি নাহিদ কেএইচ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Online Marketplace in Bangladesh, Online Free Marketplace in Bangladesh, e commerce site in Bangladesh, online marketing in Bangladesh, bd Online Shopping, best online shopping in Bangladesh, online shopping bd websites online shopping bd Dhaka, best online shop in Bangladesh, used cars for sale, car shopping online, Online car showroom, best...
অবশ্যই মনিটাইজেশন পাবেন। কারণ, আপনি যেদিন মনিটাইজেশন এর জন্য আবেদন করবেন সেদিন থেকে আগের 365 দিন তারা হিসাব করে দেখবে যে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1 হাজার সাবস্ক্রাইবার আছে কিনা। যদি থাকে সে ক্ষেত্রে আপনি অবশ্যই মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার ভিডিওগুলি ইউনিক হয়ে থাকে আর আপনার চ্যানেলে কোন প্রকার কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে।
প্রয়োজনে ভিজিট করতে পারেন।
http://www.youtube.com/creativeBangladesh