রিলিজ পেতে যাচ্ছে! দেশের প্রথম আন্তর্জাতিক ও মাল্টিকারেন্সি পেমেন্ট নেটওয়ার্ক – Techtunes Pay

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

টেকটিউনস Techtunes একটি Cloud, Web, Internet ও Technology কোম্পানি যা ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়।

অর্থাৎ টেকটিউনস Techtunes

  1. Cloud Based Product তৈরি করে।
  2. Web Based Service ডেভেলোপ করে।
  3. Internet Oriented Business তৈরি করে।
  4. Cutting Edge, Ultra Modern, State of the Art, Highly Scalable ও Mass Level Technology ডেভেলোপ করে।

টেকটিউনস Techtunes এর Specialized এরিয়া গুলো হলো

  1. Cloud Computing
  2. Mass Clustering
  3. Large Scale Web, Mobile and IoT Application
  4. Machine Learning
  5. AI
  6. Block Chain ও Crypto
  7. Iaas (Infrastructure as a Service)
  8. SaaS (Software as a Service)
  9. PaaS (Platform as a Service)
  10. CaaS (Container as a Service)
  11. BaaS (Business as a Service)
  12. MaaS (Marketing as a Service)

Dot Tunes Group

টেকটিউনস এর সকল কার্যক্রম মূলত Dot Tunes Group দ্বারা পরিচালিত হয়। Dot Tunes Group এর তিনটি Business Area রয়েছে।

  1. Techtunes Network - এর মাধ্যমে Social Networking & Web Services Business পরিচালিত হয়।
  2. Techtunes Kaizen - এর মাধ্যমে বিভিন্ন Business, Organization এর  Business Automation ও Team Productivity Business পরিচালনা করা হয়।
  3. Techtunes Xilux - এর মাধ্যমে টেকটিউনসের Machine Learning, AI, IoT, Blockchain & Crypto Business পরিচালিত হয়।

Techtunes Network

Techtunes Network এর মাধ্যমে Social Networking & Web Services Business পরিচালিত হয়।

Techtunes Network এর অধীনে টেকটিউনস তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড়

  • টেকনোলজি সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস https://www.techtunes.io এবং
  • এড নেটওয়ার্ক - টেকটিউনস এডস - https://ads.techtunes.io
  • কন্টেন্ট নেটওয়ার্ক - টেকটিউনস সুপ্রিম - Techtunes Supreme
  • পেমেন্ট নেটওয়ার্ক - টেকটিউনস পে - https://pay.techtunes.io
  • কন্টেন্ট সৌশল নেটওয়ার্ক - Techtunes Xen

Techtunes Kaizen

টেকটিউনস Business, Brand, Startup, Team ও Entrepreneur দের  তৈরি করেছে টেকটিউনস কাইজেন Techtunes Kaizen https://kaizen.techtunes.io

Techtunes Kaizen - এর মাধ্যমে বিভিন্ন Business, Organization এর  Business Automation ও Team Productivity Business পরিচালনা করা হয়। Techtunes Kaizen Business, Brand, Startup, Team ও Entrepreneur দের Rocket Level ও Hyper Performing Business ও Team তৈরিতে সাহায্য করে।

Techtunes Kaizen Product Family

Techtunes Kaizen এর রয়েছে ৯ টি Product Family. এই ৯ টি Product Family এর Under এ রযেছে টেকটিউনস এর মোট 40 টি প্রোডাক্ট।

  1. Techtunes Marketo - Techtunes Cloud Product Family তে রয়েছে Web Marketing করার অনন্য সব Products.
  2. Techtunes Cloud - Techtunes Cloud Product Family তে রয়েছে টেকটিউনস এর সকল Cloud Based Product.
  3. Techtunes Xox -  Techtunes Xox Product Family তে রয়েছে High End ও Ultra Scalable সার্ভিস তৈরি করার জন্য সকল ধরনের সার্ভিস ও টুল।
  4. Techtunes Team - Techtunes Team Product Family তে রয়েছে Ultra Modern, Super Productive, Team তৈরির জন্য Effective সকল Solution ও Good Practice.
  5. Techtunes Cocktail - Product Building System
  6. Techtunes IT - Information Technology System
  7. Techtunes Services - Tremendous Services
  8. Techtunes Program - Special Program

Techtunes Kaizen Products

Techtunes Kaizen এর ৯ টি Product Family এর Under এ রযেছে টেকটিউনস এর মোট 40 টি প্রোডাক্ট।

Techtunes Marketo

  • Techtunes ADs
  • Techtunes Slash
  • Techtunes SMS
  • Techtunes Sparrow
  • Techtunes Magnet

Techtunes Cloud

  • Techtunes Drive
  • Techtunes Jargon
  • Techtunes Password
  • Techtunes Siphon
  • Techtunes Spray

Techtunes XoX

  • Techtunes Zillion - Clustering
  • Techtunes DevOps - DevOps
  • Techtunes Knox - CI/CD
  • Techtunes Flamingo - Design System
  • Techtunes Neutrino - JAM Stack

Techtunes Team

  • Techtunes Electron - Team Work Flow
  • Techtunes Hire - Team Hiring Work Flow
  • Techtunes Spray - Instant Team File Sharing

Techtunes Cocktail

  • Techtunes Domain
  • Techtunes Hosting
  • Techtunes Web Design
  • Techtunes App Design
  • Techtunes Graphics Design
  • Techtunes UI/UX Design

Techtunes IT

  • Techtunes Phone
  • Techtunes Internet
  • Techtunes Deploy
  • Techtunes Networking
  • Techtunes Attendance
  • Techtunes Surveillance

Techtunes Program

  • Techtunes Tycoon
  • Techtunes Invest
  • Techtunes Venture

Techtunes Service

  • Techtunes Thunder Bolt
  • Techtunes Stat
  • Techtunes Consulting
  • Techtunes Work

Techtunes Xilux

Techtunes Xilux - এর মাধ্যমে টেকটিউনসের

  1. Machine Learning
  2. AI
  3. IoT
  4. Blockchain
  5. Crypto

Business পরিচালিত হয়।

রিলিজ হতে যাচ্ছে টেকটিউনস এর Payment নেটওয়ার্ক Techtunes Pay

টেকটিউনস এর এই সকল প্রোডাক্ট ও সার্ভিস সঠিক ভাবে Purchase Renew এর জন্য একটি সেন্ট্রাল পেমেন্ট ব্যবস্থা বেশ জরুরি। সেই ধারাবাহিকতায় টেকটিউনস রিলিজ করতে যাচ্ছে টেকটিউনস এর Payment নেটওয়ার্ক Techtunes Pay.

সবচেয়ে দ্রুত ও Destruction Free পেমেন্ট অভিজ্ঞতা

Techtunes Pay কে ডিজাইন করা হয়েছে কাস্টমার ও ইউজারের সবচেয়ে দ্রুত পেমেন্ট অভিজ্ঞতার জন্য।  Techtunes Pay এর ডিজাইনে যোগ হয়েছে Non-Destruction ডিজাইন পদ্ধতি। যার মাধ্যমে কাস্টমার ও ইউজাকে পেমেন্ট করতে কোন ধরনের অপ্রয়োজনীয় স্টেপ এর প্রয়োজন হবে না। সেই সাথে টেকটিউনস পে তে যোগ হয়েছে। Non-Redirection মেথড যার ফলে  কাস্টমার ও ইউজাকে পেমেন্ট করতে থার্ড পার্টি পেমেন্ট প্রসেসর এ রিডাইরেক্ট হতে হবে না। সব সকল পেমেন্ট Techtunes Pay এর সিংগেল SAP বা সার্ভিসে থেকেই করা যাবে।

দেশি ও আন্তর্জাতিক পেমেন্ট মেথড

Techtunes Pay তে দেশি সকল পেমেন্ট মেথড এর পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট মেথড Paypal, Apple Pay, Strip, Venmo, Paytm, Phone Pay, Payza, Debit/Credit Cards ও যুক্ত হয়েছে।  যার মাধ্যমে দেশি বিদেশি প্রকৃত পক্ষে পৃথিবীর যে কোন দেশ থেকে পেমেন্ট করা যায় অনায়েসে। এছাড়া অনন্য দেশের আরও পেমেন্ট মেথড যোগ হচ্ছে প্রতিনিয়ত।

বাংলাদেশী টাকা সহ ২০ টি কারেন্সিতে পেমেন্ট

যেহেতু Techtunes এর ক্লায়েন্ট বেইস বাংলাদেশ সহ আন্তর্জাতিক পরিশরে তাই Techtunes Pay সম্পূর্ণ আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক হিসেবে তৈরি করা হয়েছে। টেকটিউনস পে এর মাধ্যমে বাংলাদেশী টাকা সহ মোট ২০ টি কারেন্সিতে পেমেন্ট করা যায়। বর্তমানে টেকটিউনস পে যেসব কারেন্সি সাপোর্ট করে।

  1. Bangladeshi Taka (BDT)
  2. US Dollar (USD)
  3. Euro (EUR)
  4. British Pound Sterling (GBP)
  5. Chinese Yuan (CNY)
  6. Polish Zloty (PLN)
  7. Swedish Krona (SEK)
  8. South African Rand (ZAR)
  9. Swiss Franc (CHF)
  10. Brazilian Real (BRL)
  11. Russian Ruble (RUB)
  12. Australian Dollar (AUD)
  13. Canadian Dollar (CAD)
  14. Hong Kong Dollar (HKD)
  15. Singapore Dollar (SGD)
  16. New Zealand Dollar (NZD)
  17. Danish Krone (DKK)
  18. Hungarian Forint (HUF)
  19. Czech Koruna (CZK)
  20. Indian Rupee (INR)

স্বয়ংক্রিয় ট্যাক্স ক্যালকুলেশন

টেকটিউনস পে তে রয়েছে নির্দিষ্ট দেশ অনুযায়ী স্বয়ংক্রিয় ট্যাক্স ক্যালকুলেশন অপশন যার মাধ্যমে নির্দিষ্ট দেশ অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেশন হবে Techtunes Pay এর পেমেন্ট নেটওয়ার্কেই।

Built-in কুপন কোড ফিচার

কুপন কোড ও রেফারেল ফিচার Techtunes Pay তে Built-in ভাবেই যোগ রয়েছে। যার ফলে কাস্টমার ও ইউজাররা কুপন কোড এর মাধ্যমে, Techtunes Pay এর ইন্টারফেস থেকে ডিস্কাউন্ট Apply করতে পারে। আলাদা থার্ড পার্টি কোন সার্ভিস বা রিডাইরেক্ট এর প্রয়োজন নেই।

Built-in রেফারেল ফিচার

Techtunes Pay তে রয়েছে বিল্টইন রেফারাল ফিচার যার মাধ্যমে 'টেকটিউনস টাইকুন' Techtunes Tycoon মেম্বাররা তাঁর নিজেস্ব রেফারাল কোড এর মাধ্যমে, তাঁর Techtunes Tycoon একাউন্টে রেফারাল ইনকাম জমা করতে পারে সরাসরি। ফলে অন্য কোন রেফারাল সিস্টেম বা সার্ভিসের প্রয়োজন নেই, রেফারাল এর সমস্ত কিছু Built-in রয়েছে Techtunes Pay তেই।

'টেকটিউনস টাইকুন' Techtunes Tycoon হলো টেকটিউনস এর Special Program যার মাধ্যমে টেকটিউনসের বিভিন্ন প্রোডাক্ট সেল এর মাধ্যমে 'টেকটিউনস টাইকুন' Techtunes Tycoon মেম্বাররা মাসে ৫ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে।

Techtunes Pay, টেকটিউনস এর Techtunes Zillion Cluster এ চালিত

টেকটিউনস এর সকল সার্ভিস পরিচালিত হয় Techtunes এর তৈরি করা Kubernetes, Docker চালিত Cluster প্রযুক্তি Techtunes Zillion এর মাধ্যমে। যার মাধ্যমে টেকটিউনস এর Techtunes এর প্রায় ৪০ টি প্রোডাক্টের প্রায় ১০০ টেরাবাইট ট্রেফিক সার্ভ করা Fast, Resilient ও Nearly ১০০% Up Time এ। টেকটিউনস বাংলাদেশের প্রথম ও একমাত্র কোম্পানি যারা নিজেস্ব Kubernetes, Docker চালিত Cluster প্রযুক্তি Techtunes Zillion তৈরি করেছে। এছাড়া Techtunes Zillion Cluster প্রযুক্তি দেশি বিদেশে অনেক প্রতিষ্ঠান, কোম্পানি ও ব্রান্ডে ব্যবহৃত হচ্ছে।

Techtunes Pay ও এর ব্যতিক্রম নয়। টেকটিউনস এর আরও অন্যান্য Super High Available ও State of the art সার্ভিসের মত Techtunes Pay ও Techtunes এর Techtunes Zillion Cluster এ চালিত। যার ফলে Techtunes Pay টেকটিউনস এর অনন্য সার্ভিসের মত Secure, High availableএবং Fast.

Latest ও Greatest Technology তে তৈরি

টেকটিউনস এর প্রতিটি সার্ভিসেই ব্যবহার করা হয় Latest ও Greatest Technology. Techtunes Pay ও  এর ব্যতিক্রম নয়। টেকটিউনস পে তে ব্যবহার করা হয়েছে টেকটিউনস এর তৈরি JAM Stack প্রযুক্তি 'Techtunes Neutrino' টেকটিউনস নিউট্রিনো ও টেকটিউনস এর Ci/CD  প্রযুক্তি 'Techtunes Knox' টেকটিউনস নক্স।

Secure, Authorized ও Trusted পেমেন্ট

যেহেতু টেকটিউনস পে তে ব্যবহার করা হয়েছে Techtunes Zillion ক্লাস্টার প্রযুক্তি, Techtunes Neutrino ও Techtunes Knox প্রযুক্তি যাতে implement করা হয়েছে Security এর Best Practice, তাই Techtunes এর প্রতি ট্রানজাকশন ও ইউজার ডেটা যথেষ্ট Secure, Authorized ও Trusted।

টেকটিউনস এর Payment নেটওয়ার্ক Techtunes Pay রিলিজ হচ্ছে এই মাসেই

খুব শীঘ্রই টেকটিউনস এর Payment নেটওয়ার্ক Techtunes Pay এ মাসের শেষের দিকে রিলিজ হতে যাচ্ছে।

টিউনটি জোস করুন

বাংলাদেশকে স্বনির্ভর প্রযুক্তি দেশ হিসেবে গড়ে তুলতে টেকটিউনস কাজ করছে নিরলস ভাবে প্রতিনিয়ত। টেকটিউনস এর এই বিশাল কর্মযজ্ঞ কে সাপোর্ট করতে টিউটি জোসস করুন। তালতে টেকটিউনস এর টিউন র‌্যাংকিং টিউনটি পৌঁছে যাবে বেশি টিউজার ও টিউডারদের কাছে।

টেকটিউনস কে ফলো করুন

টেকটিউনস এর অফিশিয়াল ঘোষণা ও আপডেট গুলো আপনার 'টিউন স্ক্রিনে' দ্রুত জানতে টেকটিউনস এর ফলো বাটন ক্লিক করুন ও টেকটিউনসকে ফলো করুন।

টিউনটি শেয়ার করুন

বাংলাদেশেকে একটি প্রযুক্তি সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠায় টেকটিউনস ১ যুগের ও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। টেকটিউনস এর এই মিশনে আপনিও যোগ দিতে টিউনটি যত বেশি পারুন Facebook, Twitter, LinkedIn, Instagram, Whatsapp এ শেয়ার করুন।

জানান আপনার মতামত ও পরামর্শ

টেকটিউনস এর Payment নেটওয়ার্ক Techtunes Pay সম্বন্ধে আপনার মতমতা কী? বা আপনার কী পরামর্শ রয়েছে? টিউমেন্ট করে আমাদের জানান। আপনার মতমত ও পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
-

ছবি By Shutter Stock Paisit Teeraphatsakool

ছবি ছবি By Shutter Stock PopTika

ছবি  By Shutter Stock Full Vector

 

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সব আছে হাত নাই, তেমনি গুগুল প্লে স্টোর এর পেমেন্ট, গুগুল পে নাই।

    ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। গুগল পে ও যোগ করা হবে।

আপনারাই বাংলার সম্পদ ভাই! এগিয়ে যান!

    অনেক ধন্যবাদ আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য। টেকটিউনস এর সাথেই থাকুন। আসছে আরও অনেক কিছু ইনশাল্লাহ।

অনেক সুন্দর একটা উদ্দোগ। পাশে আছি অয়াশে থাকবো সব সময়।

    অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য।

অনেক ভালো উদ্যোগ, আশা করি আরো অনেক কিছু পাবে। এগিয়ে যান আপনারা সাথেই আছি।

    জি অবশ্যই, টেকটিউনস আরো দারুন কিছু উদ্যোগ নিয়ে আসছে। সাথেই থাকুন টেকটিউনসের এবং নিয়মিত টিউন করুন।

সবকিছুই বাকওয়াস টেকটিউনস কে ভালোবাসি বলে টেকটিউনস এর খারাপ দিকগুলো বলবোনা এটা কি হয় অন্য সেবা গুলা দেওয়ার আগে অবশ্যই টেকটিউনস কে শক্ত করতে হবে কারণ যে হারে টেকটিউনস হ্যাক হচ্ছে তাতে অন্যান্য সেবাগুলো কিভাবে ঠিকঠাক ভাবে দিবেন সেটাই বুঝে উঠতে পারতেছি না সর্বপ্রথম আগে আপনাদের মেইল সাইট টেকটিউন্স আগে শক্তিশালী করুন তারপর অন্য সেবাগুলো দেওয়ার কথা বলুন তাহলে বিশ্বাস করবো এর আগে না আপনাদের ভুলের কারণে টেকটিউনস থেকে আমার 55 টি পোস্ট ডিলিট হয়ে গেছে আগে আপনাদের সাইট নিরাপদ করুন সিকিউর করুন তারপর অন্য সেবা দেওয়ার কথা বল ধন্যবাদ পারলে আমার আগের 55 টি পোস্ট ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন

    ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনার টিউন ডিলিটের সাথে হ্যাকিং এর কোন সম্পর্ক নেই। আপনি টেকটিউনসে ডেস্কে জানান। টেকটিউনস সাইট অপস (টিম) আপনার সমস্যা পর্যাচলোনা করবেন ও আপনাকে জানাবেন।

ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য

    আপনাকেও অনেক ধন্যবাদ সাথেই থাকুন টেকটিউনসের।

akbar post korar por id keno block kore deha oy plzz ans me

    আপনি টেকটিউনসে ডেস্কে জানান। টেকটিউনস সাইট অপস (টিম) আপনার সমস্যা পর্যাচলোনা করবেন ও আপনাকে জানাবেন।

ডেস্কে ask করলে ans পাবার আগে id. ব্লক হয়ে যায় পরে আর id টিক করে দেয়া হয় না কেন ans me।

Amar id nam priyap please tik kore din jeno r block na oy

খুব ভালো একটি উদ্যোগ….ধন্যবাদ টিম টেকটিউনস