“সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে “
বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান দিয়ে শুরু করলাম আজকের টিউন _
আমরা বেশির ভাগ মানুষ সেনাবাহিনী এর চাকরি বলতে অই সৈনিক এর চাকরি কেই বুঝি (গ্রামের মানুষ এটা বেশি ভাবে) যাই হোক আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো।
পুরুষ
মহিলা
NCO – সৈনিক – এস এস সি S.S.C (সর্বনিম্ন)/এইচ এস সি (H.S.C)
[রেজাল্ট * SSC অথবা HSC -GPA -3.00 মিনিমাম]
(H.S.C পাশ প্রার্থিদের একটু বেশি অগ্রাধিকার দেয়া হয়)
CO – ল্যাফটেনেন্ট /এইচ এস সি (H.S.C)
[রেজাল্ট * SSC-GPA-5 এবং HSC -GPA-4.50 মিনিমাম]
J.C.O- ওয়ারেন্ট অফিসার (Education JCO) /বিবিএ/ডিগ্রি/অনার্স (BBA/degree/honors)
[রেজাল্ট * SSC-3.00, HSC 3.00, BBA/degree/honors – 2.00]
C.O- ক্যাপ্টেন/এব বি বি এস (M.B.B.S)
[রেজাল্ট SSC/HSC -GPA -5 (মিনিমাম) M.B.B.S ইন্টার্নশিপ সম্পূর্ণকারী]
C.O- মেজর /এফ সি পি এস (F.C.P.S)
[রেজাল্ট SSC/HSC -GPA -5 (মিনিমাম)FCPS
বি এস সি ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ার, সিগন্যালস, ইএমই এবং, আরভি এফসি ও এইসি কোর) সার্কুলার এর নির্দিস্ট সাবজেক্ট এ বি এস সি করার পড় সরাসরি (ইঞ্জিনিয়ার, সিগন্যালস, ইএমই)উক্ত কোরের ক্যান্ডিডেট গত ট্রেনিং এর পড় সরাসরি ক্যাপ্টেন এবং (আরভি এফসি ও এইসি) কোরের ক্যান্ডিডেট গন ট্রেনিং এর পড় সরাসরি লেফটেনেন্ট (লেঃ) এ জয়েন করবে।
[বিদ্রঃ গ্রামে প্রচলিত টাকা দিয়ে দালাল দিয়ে চাকরি হয় এটি থেকে বিরত থাকুন আর্মি তে দালাল টাকা দিয়ে চাকরি হয় না আপনি নিজের যোগ্যতা দিয়ে চাকরি পেলে দালাল তখন নিজে চাকরি দিয়েছে বলে দাবি করে তবে হ্যাঁ – আপনার যদি কোন আত্মীয় থাকে আর্মি তে সে যদি ইচ্ছা করে আপনার জন্য সামান্য সুপারিশ করতে পারবে এর থেকে বেশি কিছু না]
(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)
। এবং পরবর্তীতে কোন বিষয় এ টিউন চান সেটি বলতে পারেন আমি চেষ্টা করবো শেয়ার করার।
(আমি বিভিন্ন চাকরী সম্পর্কে বিস্তারিত সহ আপনাদের সাথে আলোচনা করবো)
যে কোন সমস্যায় আমার মেসেঞ্জার গ্রুপ এ জয়েন করতে পারেন (লিংক – Career Messeges)। যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্ উওর দিবো।
(কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন)
ভালো থাকবেন
(আল্লাহ্ হাফেজ)
আমি রাকিব খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।