• আজ আমি আপনাদের সাথে Skitto সিমের
ব্যালেন্স নিয়ন্ত্রণ নিয়ে একটি টপিক শেয়ার করবো
• এই টপিক অনেকেই জানেন না যার ফলে
সিমের টাকা থাকলে কেটে নেওয়া হয়।
• তো আজকের মূল বিষয় হলো আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি এবং এমবি শেষ হয়ে গেলে আমাদের ব্যালেন্স এ যদি টাকা থাকে তাহলে কেটে নিয়ে যায়। এখন থেকে আপনি চাইলে আপনার এমবি ফুরিয়ে যাওয়ার পর আপনার সিম থেকে টাকা কাটা বন্ধ করতে পারেন। কিন্তু কিভাবে?
• এই টাকা কাটা বন্ধ করতে হলে আপনাকে একটা সেটিং করতে হবে। Skitto সিমের যে অ্যাপসটি ইন্সটল করা রয়েছে আপনার মোবাইলে অ্যাপস টি ওপেন করুন থ্রি ডট লাইন এ যান এবং সেটিংস এ যান।
pay as you go অপশন অন থাকবে অফ
করে দিন।
• এছাড়াও, pay as you go সেটিং অন রেখে
আপনি আরেকটি কাজ করে রাখতে পারেন সেটা
হল।
daily use limit in tk হ্যা আপনি চাইলে এই অপশনটি তে 1 টাকা থেকে 5 টাকা পর্যন্ত লিমিট সেটাপ করে দিতে পারেন এর ফলে যদি কখনো আপনার সিমের এমবি ফুরিয়ে যায় সেই মুহূর্তে এক টাকা সেটআপ করা থাকলে অথবা পাঁচ টাকা সেটআপ করা থাকলে ওই টাকা কেটে নেবে এবং কেটে নেওয়ার পর টাইম ওভার হয়ে গেলে অটো- মেটিক ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যাবে।
এবং আপনার সিমে ব্যালেন্সে টাকা থাকলেও
সেটা কাটবে না।
• যদি টিউন টি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক এবং টিউমেন্ট করে জানাবেন কেমন উপকারে এসেছে আজকের এই টিউটোরিয়াল।
• সবশেষে, রিকুয়েস্ট করবো আমাদের পেজে লাইক
দিয়ে এক্টিভ থাকুন নতুন সব সিক্রেট টিপস পেতে।
More.
আমি মোশারেফ হোসেন। , Comilla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 30 টিউনারকে ফলো করি।