চালু হল মাস্টারকার্ড থেকে সরাসরি বিকাশে টাকা পাঠানোর/ক্যাশইন সুবিধা

টিউন বিভাগ খবর
প্রকাশিত
এখন বাংলাদেশে ইস্যুকৃত মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট, প্রিপেইড কার্ড থেকে যেকোন সময়, যেকোন স্থান থেকে সরাসরি বিকাশ একাউন্টে টাকা পাঠানো যাচ্ছে। এক্ষেত্রে তাৎক্ষণিক ও নিরাপদ ট্রান্সফার নিশ্চিত করতে সাউথইস্ট ব্যাংকের মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে ব্যবহৃত হচ্ছে। আজ (১১ মার্চ ২০১৯) রাজধানীর একটি হোটেলে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ, মাস্টারকার্ড এবং সাউথইস্ট ব্যাংক যৌথভাবে এক অনুষ্ঠানে এই সেবা উদ্বোধন করে।

এখন থেকে এই সেবার মাধ্যমে বিকাশ গ্রাহকরা নিজের একাউন্টে অথবা অন্য যেকোন বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ক্যাশ-ইন সীমা প্রযোজ্য হবে। টাকা পাঠাতে বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ নির্বাচন করতে হবে। এরপর বিকাশ একাউন্টের তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে মাস্টারকার্ডের তথ্য দেয়া হলে গ্রাহক তার মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম-পাসওর্য়াড (ওটিপি) পাবেন। ওটিপি প্রবেশ করিয়ে টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ করতে হবে।

বিকাশ একাউন্টে সার্বক্ষণিক, দ্রুত, নিরাপদ এবং ঝামেলাবিহীন টাকা সংযুক্ত করার সেবা নিশ্চিত করতে সাউথইস্ট ব্যাংকের মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ের সাথে বিকাশ অ্যাপ সংযুক্ত করা হয়েছে। নিরবিচ্ছিন্ন এই সেবার কল্যাণে যেকোন ধরনের মাস্টারকার্ড থেকেই এখন কয়েকটি ক্লিকেই বিকাশ একাউন্টে টাকা ক্যাশ-ইন হয়ে যাবে।

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাটি উদ্বোধন করেন।

বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর, সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম কামাল হোসেন এবং মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ প্রতিষ্ঠানগুলোর উর্দ্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিকাশের সিইও কামাল কাদীর বলেন, ক্যাশলেস সোসাইটি তৈরির যাত্রায় মাস্টারকার্ড থেকে বিকাশে ফান্ড ট্রান্সফারের সুবিধা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ‘লাস্ট মাইল সল্যুসন্স প্রোভাইডার’ হিসেবে বিকাশকে ব্যবহার করে মাস্টারকার্ড এবং ব্যাংকগুলো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আরো উপযোগী ও কার্যকর সেবা সংযুক্ত করতে পারবে।

সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কামাল হোসেন বলেন, সাউথইস্ট ব্যাংক অত্যাধুনিক প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে ব্যাংকিং সেবা দিচ্ছে। সাউথইস্ট ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফার সেবা চালু হল, আশা করছি খুব শীঘ্রই বিকাশ থেকে কার্ডে টাকা ট্রান্সফার সেবা চালু হবে।

মাস্টারকার্ড বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার, সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “মাস্টারকার্ড আরো নতুন একটি সেবা সংযুক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত। ক্যাশলেস সোসাইটি বিনির্মানে যুগ যুগ ধরে কাজ করে চলেছে মাস্টারকার্ড। কার্ড থেকে বাংলাদেশের এমএফএস এ টাকা পাঠানোর এই প্রক্রিয়ায় বিকাশের সাথে আমাদের যাত্রা সত্যিকার অর্থেই একটা যুগান্তকারী সুচনা। আমাদের বিশ্বাস এই পদক্ষেপের ফলে এমএফএসের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে কার্ড গ্রহণের প্রবণতা আরো বাড়বে। ”

বিকাশ সম্পর্কে:
ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের মোবাইল/ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড সম্পর্কে:
সাউথইস্ট ব্যাংক লিমিটেড হচ্ছে দেশের একটি দ্বিতীয় প্রজšে§র ব্যাংক, যেটি বিশ্ব অর্থনীতিতে উদারিকরণের পরিস্থিতিতে ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এই ব্যাংকের অনুমোদিত মূলধন হচ্ছে ১৫, ০০০.০০ মিলিয়ন টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যšত এসইবিএলের মূলধন ও রিজার্ভের পরিমাণ ২৭, ২৬২.০৯ মিলিয়নে উন্নীত হয়। বাংলাদেশে এটি অল্প এমন কয়েকটি ব্যাংকের মধ্যে একটি, যারা ‘গতানুগতিক ব্যাংকিং’-এর পাশাপাশি ‘ইসলামী ব্যাংকিং’ কার্যক্রমও পরিচালনা করে থাকে। বর্তমানে সারা দেশে এই ব্যাংকের ৫টি ইসলামিক ব্যাংকিং ও ২টি মহিলা শাখাসহ মোট ১১৮টি শাখা, ১১০টি এটিএম বুথ এবং ২টি অফ-শোর ইউনিট রয়েছে। দেশের প্রত্যšত গ্রামাঞ্চল পর্যšত আধুনিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এসইবিএল সম্প্রতি ‘টেলি ক্যাশ’ নামে নতুন মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে।

মাস্টারকার্ড সম্পর্কে:
মাস্টারকার্ড (এনওয়াইএসই: এমএ),  http://www.mastercard.com,  হচ্ছে বিশ্বব্যাপী একটি আধুনিক প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ইলেকট্রনিক প্রক্রিয়ায় লেনদেনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন নেটওয়ার্ক হলো মাস্টারকার্ডের; যেটি ২১০টিরও বেশি দেশ ও অঞ্চলে ভোক্তা বা গ্রাহক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী, সরকার ও ব্যবসায়ীদের সেবা দিয়ে থাকে। মাস্টারকার্ডের পণ্য ও সলিউশনগুলো বিশ্বজুড়ে সব মানুষের জন্য দৈনন্দিন কেনাকাটা, ভ্রমণ-পর্যটন, ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও অর্থায়ন ব্যবস্থাপনা প্রভৃতি কর্মকান্ডকে অধিকতর সহজ, নিরাপদ ও কার্যকর করে তুলেছে। টুইটারে মাস্টারকার্ডের সার্বিক কার্যক্রমের চিত্র দেখতে পারেন। যেভাবে দেখবেন @MastercardAP। এছাড়া আলোচনায় অংশ নিন এই ব্লগে Beyond the Transaction Blog, আর সর্বশেষ সংবাদের জন্য সাবসক্রাইব করুন Engagement Bureau

আরো জানুন

Level 3

আমি TechsamirBD। MD, Blogger, Bogura। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টাকা ট্রান্সফার এর চার্জ সম্পর্কে কিছু লিখেননি।