গোপন তথ্য ফাঁস করে আলোচিত ওয়েবসাইট উইকিলিকস সাইবার আক্রমণের মুখে বন্ধ থাকার পর আবার সচল হয়েছে৻
উইকিলিকস নতুন একটি সুইস ডোমেইন ব্যবহার করে সচল হয়েছে৻
এতদিন পর্যন্ত যারা উইকিলিকসকে ডোমেইন ব্যবহার করতে দিয়েছে সেই EveryDNS.net ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে বলেছিল, যেভাবে সাইবার আক্রমণ সংগঠিত হচ্ছে তাতে তাদের সামগ্রিক কার্যক্রম ব্যাহত হতে পারে৻
উইকিলিকস বলেছে, গোপন মার্কিন কূটনীতিক ও সামরিক তথ্য ফাঁস করতে শুরু করার পর থেকেই তাদের আক্রমণের নিশানা বানানো হয়েছে৻
কীভাবে বন্ধ হলো
ওয়েবসাইট চালাতে হলে প্রয়োজন ডোমেইন নাম যাকে ইন্টারনেট ঠিকানা বলা হয়৻ ঐ ওয়েবসাইটে যাওয়ার জন্যে ব্রাউজারে টাইপ করতে হয় ইনটারটে ঠিকানা৻
এই ডোমেইন নিতে হয় কোনো একটা প্রোভাইডারের কাছ থেকে৻ উইকিলিকস ডোমেইন পেয়ে আসছিলো বিনামূল্যে, মার্কিন একটি কোম্পানির কাছ থেকে৻ হঠাৎ করেই ওই কোম্পানি উইকিলিকসে দেওয়া তাদের সার্ভিস বন্ধ করে দেয়৻
EveryDNS.net নামের ওই কোম্পানিটি বলছে, গত কয়েকদিন ধরেই হ্যাকাররা ওই ডোমেইনের ওপর তীব্রভাবে সাইবার হামলা চালিয়ে আসছিলো৻ এর ফলে আরো যারা তাদের কাছ থেকে ডোমেইন নিয়ে ওয়েসবাইট পরিচালনা করছিলো তারাও অসুবিধায় পড়ছিলো৻ ফলে তাদেরকে এটা বন্ধ করে দিতে হয়েছে৻
আবার সচল
ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার পর পর উইকিলিকসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারের আশ্রয় নেওয়া হয়৻ সেখানে তারা জানায় যে তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে৻ শুধু তাই নয়, তারা যাতে ওয়েবসাইটটি সচল রাখতে পারেন সেজন্যে তহবিলেরও আহবান জানায়৻
এরমধ্যে তারা আগের ডোমেইন পরিবর্তন করে সুইজারল্যান্ডভিত্তিক নতুন একটি ডোমেইনের নাম wikileaks.ch নেওয়ার পর সেটা আবার সচল হয়েছে৻
তবে আপাত দৃশ্যে মনে হচ্ছে যে উইকিলিকসের পক্ষে অনলাইনে থাকাটা যেনো বেশ কঠিন হয়ে পড়েছে৻
উইকিলিকসের ওপর চাপ
গত কয়েকদিন ধরে মার্কিন কূটনীতিকদের লাখ লাখ গোপন তারবার্তা ফাঁস করে দিয়ে এই ওয়েবসাইট চাঞ্চল্যের সৃষ্টি করে৻ উইকিলিকস বলছে যে, এ ধরনের কূটনৈতিক ও সামরিক তৎপরতার বহু গোপন খবর ফাঁস করে দেওয়ার পর থেকেই তারা চাপের মুখে আছে৻
গত এপ্রিল মাসে ওই ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিলো যেখানে দেখা যায় যে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন একটি হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে কীভাবে অন্তত ১২জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে৻
এই চাপটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে৻ পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এই ওয়েবসাইটের তীব্র সমালোচনা করেছেন৻
নিউ ইয়র্কের কংগ্রেসম্যান পিট কিং এটর্নি জেনারেলকে বলেছেন উইকিলিকসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে গুপ্তচরবৃত্তির অভিযোগে এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসঞ্জের বিচার করার জন্যে৻
মি. আসঞ্জ অন্য একটা দিক থেকেও চাপের মুখে আছেন৻
তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সুইডিশ কৌশুলীদের থেকে গ্রেফতারি পরোয়ানা আছে৻
এই অভিযোগ মি. আসঞ্জ প্রত্যাখ্যান করে বলেছেন যে, তার নিজের এবং উইকিলিকসের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে এই অভিযোগ আনা হয়েছে৻
মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের বিবেচনায় রয়েছে৻
Main Link:-http://www.bbc.co.uk/bengali/news/2010/12/101203_mrkwikileaks.shtml
আমি বিলালউদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।