পেটের ভিতর জন্মালো গাছ VIDEO

টিউন বিভাগ খবর
প্রকাশিত

Ron Sveden নামক এক ব্যক্তির ফুসফুসে জন্মালো একটী মটরের গাছ।

আমেরিকায় বসবাস করা Ron Sveden এর বয়স ৭৫ বছর।

EMPHYSEMA নামক একটী মেডিক্যাল কন্ডিশনে সে ভুগছিলো যার কারনে সে ভালো ভাবে নিশ্বাস নিতে পারছিলোনা।

হঠাত একদিন তার দম আটকে যাচ্ছিলো সে নিশ্বাস নিতে পারছিলোনা।

তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো ডাক্তার রা অনেক পরিক্ষা নিরিক্ষা করেও তার এই অসুবিধার কারন খুঁজে পাচ্ছিলোনা।

অবশেষে তারা বিভিন্ন সিম্পটমস অনুসারে রিপোর্টে বলেছে যে সে লাংস ক্যান্সারের লাস্ট ষ্টেজে আছে।

তার পুরো পরিবার ভেঙ্গে পড়ছিলো।

ডাক্তার রা তাদের পরিক্ষা নিরিক্ষা চালিয়ে যেতে থাকলো অবশেষে ৩ মাসের দীর্ঘ পরিক্ষা নিরিক্ষার পর জানা গেলো তার ফুসফুসে একটি মটরের বীজ আটোকে আছে যেটী ৩ মাস পর্যন্ত সেখানে একটী আধা ইঞ্চির গাছে পরিনত হয়েছে। সবাই তো অবাক হয়ে গেলো।

মটরের বীজ ফুসুফুসে কিভাবে আসলো? আর আসলেও গাছ হলো কিভাবে?

 

আসলে Ron Sveden খাবার খাওয়ার সময় একটী মটরের বীজ কে আস্ত গিলে ফেলেছিলো এবং খাবার খাওয়ার সময় সে নিশ্বাস ও নিচ্ছিলো তাই সেটি তার গলা দিয়ে ভুল পথে মানে ফুসফুসের রাস্তায় চলে গেলো এবং তারপর এতোদিনে সেটী একটী গাছে পরিনত হয়েছে।

অবশেষে সার্জারি করে সেটিকে বের করা হয় এবং কিছুদিন হাসপাতালে থাকার পর সে সম্পুরন সুস্থ হয়ে যায়।

গাছ পালা বড় হবার জন্য দরকার  কার্বনডাইঅক্সাইড এবং অক্সিজেন এর নিয়মিত এক্সচেঞ্জ, আদ্রতা এবং সঠিক তাপমাত্রা।

যেগুলোর সবটাই ফুসফুসের ভিতর বিদ্যমান ছিলো। তাই এটী মোটেও কোনো চমকে যাওয়ার মতো ঘটনা নয়।

এটা যেকারো সাথেই হতে পারে।

এধরনের অসুবিধা থেকে বাচার জন্য খাবার কে অবশ্যই চিবিয়ে খাওয়া জরুরি।

সম্পূর্ণ জানতে ভিডিও টী দেখতে পারেন।

 

 

Level 0

আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস