ডয়চে ভেল এর সেরা ব্লগ বাচাই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে শীর্ষে রয়েছে বিভিন্ন বাংলা ব্লগ। আশা করছি ১১ এপ্রিল পর্যন্ত এই অবস্থান ধরে রাখবে তারা...
আমি খুব আনন্দিত যে বাংলা এখন বিশ্বের বিভিন্ন ভাষার প্রতিদ্বন্দী নয়, জোরালো প্রতিদ্বন্দী হয়ে দাড়িয়েছে... এভাবে যদি আমরা বাংলা কে ইন্টারনেট বিশ্বে ছড়িয়ে দিতে পারি তাহলেই আমরা সাফল্য অর্জন করতে পারব। পাব আমাদের বাংলা ভাষার সর্বত্র বিস্তারের পূর্ণাঙ্গতা ।আর তার জন্যই আমাদের প্রয়োজন বাংলা ভাষায় ব্লগিং। আর তাই করছেন আমাদের দেশের কিছু মেধাবী তরুণ তরুণীরা।
আসুন দেখে নেই ডয়চে ভেল এ সেরা ব্লগ প্রতিযোগিতায় বাংলা ভাষার অবস্থানঃ
বেস্ট বাংলা ব্লগ ক্যাটাগরির পরিসংখ্যানঃ
উপরোক্ত পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে, সবাই লড়ছে প্রাণপনে। শুধু মেহেদী হাসান খান এর ব্লগ রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং উন্নয়ন টিভি রয়েছে চতুর্থ অবস্থানে, কিন্তু সময় এখনো শেষ হয়ে যায়নি... সামনে ১১ এপ্রিল পর্যন্ত প্রতি ২৪ ঘন্টা অন্তর অন্তর একটি ফেসবুক ও একটি টুইটার আইডি থেকে একটি করে ভোট দেওয়া যাবে। তাই আসুন মেহেদী হাসান খান কে এগিয়ে নিতে আমরা প্রত্যেকে প্রতি ২৪ ঘন্টা অন্তর অন্তর একটি করে ভোট দেই।
অপরদিকে সাবরিনা আপুর ব্লগ, অমিপিয়াল এর ব্লগ, আবু সুফিয়ানের ব্লগ, আদিবাসী বাংলা ব্লগ... এরা রয়েছে শীর্ষ পর্যায়ে। এবং তাদের এই অবস্থান ধরে রাখতে আমরা তাদেরও প্রতি ২৪ ঘন্টা অন্তর অন্তর একটি করে ভোট দেই...
ভোট দেওয়ার নিয়মাবলীঃ
TheBobs ঠিকানায় গিয়ে লগ ইন করুন ফেসবুক বা টুইটার আইডি দিয়ে৷ এরপর ‘ইন দ্য ক্যাটেগরি' ঘরে বাছাই করুন ‘‘আপনার পছন্দের ক্যাটাগরি' আর ‘আই ভোট ফর' ঘরে বেছে নিন "আপনার পছন্দের ব্লগ" ব্যাস, ঠিকঠাক বাছাইয়ের পর চেপে দিন ভোট বোতামটি৷ প্রতি ২৪ ঘন্টা পর পর একবার করে ভোট দেওয়া যাবে৷
ধন্যবাদ সবাইকে... এতক্ষণ সাথে থাকার জন্য।
আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাহ্ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...
নেওয়াজ ভাই আমি এখুনই লগিন করছি প্রতি দিন ১ টা করে ভোট দেব ।ও আপনাকে কি বল্লে খুশি হবেন এত সুন্দর টিউন এর জন্য …….