শাওমিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশে সিম্ফোনি কোম্পানিটি প্রথমে আমাদেরকে কম মূল্যে অ্যান্ড্রয়েড ডিভাইসের স্বাদ নেওয়ার সুযোগ করে দিয়েছিলো। অন্যদিমে শাওমি আমাদেরকে সুলভ মূল্যে মিডরেঞ্চ এবং হাইরেঞ্চের পারফরমেন্সযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো ব্যবহারের সুযোগ করে দিয়েছিলো এবং দিচ্ছেও। আপনি মাত্র ১২ হাজার টাকাতেই স্ন্যাপড্রাগন অক্টা কোর প্রসেসরযুক্ত বেশ মানানসই ক্যামেরার শাওমির অ্যান্ড্রয়েড ডিভাইস পেয়ে যাবেন। আর সেজন্যই ভারত এবং বাংলাদেশে শাওমির ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি এবং দিনদিন সেটা বেড়েই চলছে।
আজ শাওমি ব্রান্ডের ব্যাপারে নতুন করে কিছু বলতে আসিনি। আজকের টিউনে সংক্ষেপে আমি জানিয়ে দিবো কোন কোন শাওমি ডিভাইসগুলো শীঘ্রই Android 8 এবং Android 9 আপগ্রেড পেতে যাচ্ছে। অক্টোবর ২৫ তারিখে MIUI অফিসিয়াল ভাবে তাদের ডিভাইসগুলোর Android O/P এর ব্যাপারে একটি রির্পোট প্রকাশ করেছে। সেখান থেকেই শাওমির কোন কোন ডিভাইসগুলো অ্যান্ড্রয়েডের নতুন সংষ্করণগুলো পেতে যাচ্ছে বা পেয়ে গিয়েছে সেটার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য যে পুরোনো বেশ কয়েকটি শাওমি ডিভাইস এখনো অ্যান্ড্রয়েড ৭.০ ব্যবহার করছে, তাদের জন্য অ্যান্ড্রয়েড ৮.০ আসছে কিনা সেটা এবং নতুন শাওমির ডিভাইসগুলোর মধ্যে কোন ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড ৯.০ আপগ্রেড পেতে যাচ্ছে সেগুলো আসুন এক নজরে দেখে নেই:
মডেল | অ্যান্ড্রয়েড সংষ্করণ | বর্তমান অবস্থা |
Xiaomi Mi 5 | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Mi 5s | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Mi 5s Plus | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে, বাগ ফিক্সড হবার জন্য পেন্ডিং রয়েছে |
Xiaomi Mi 6 | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Mi 8 | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Mi 8 SE | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Mi 8 Lite | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Mi 8 EE | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Mi 8 Pro | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Mi Mix | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Mi Mix 2 | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Mi Note 2 | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Mi Note 3 | অ্যান্ড্রয়েড অরিও | রিলিজ হয়েছে |
Xiaomi Redmi 5 | অ্যান্ড্রয়েড অরিও | অভ্যন্তরীন টেস্টিং চলছে |
Xiaomi Redmi 5A | অ্যান্ড্রয়েড অরিও | অভ্যন্তরীন টেস্টিং চলছে |
Xiaomi Redmi 5 Plus | অ্যান্ড্রয়েড অরিও | অভ্যন্তরীন টেস্টিং চলছে |
Xiaomi Mi 5X | অ্যান্ড্রয়েড অরিও | অভ্যন্তরীন টেস্টিং চলছে |
Xiaomi Mi Mix 2S | অ্যান্ড্রয়েড পাই | রিলিজ হয়েছে |
Xiaomi Mi 8 | অ্যান্ড্রয়েড পাই | রিলিজ হয়েছে |
Xiaomi Mi 8 EE | অ্যান্ড্রয়েড পাই | রিলিজ হয়েছে |
Xiaomi Mi 8 Pro | অ্যান্ড্রয়েড পাই | অভ্যন্তরীন টেস্টিং চলছে |
Xiaomi Mi 8 SE | অ্যান্ড্রয়েড পাই | অভ্যন্তরীন টেস্টিং চলছে |
Xiaomi Mi Max 3 | অ্যান্ড্রয়েড পাই | অভ্যন্তরীন টেস্টিং চলছে |
Xiaomi Mi Mix 2 | অ্যান্ড্রয়েড পাই আপগ্রেড পাবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে, অফিসিয়াল রিলিজ ডেট এখনো প্রকাশ পায়নি | |
Xiaomi Mi A1 | অ্যান্ড্রয়েড পাই আপগ্রেড পাবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে, অফিসিয়াল রিলিজ ডেট এখনো প্রকাশ পায়নি | |
Xiaomi Mi A2 | অ্যান্ড্রয়েড পাই আপগ্রেড পাবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে, অফিসিয়াল রিলিজ ডেট এখনো প্রকাশ পায়নি | |
Xiaomi Mi A2 Lite Xiaomi Redmi 6 Pro Xiaomi Redmi 6 | অ্যান্ড্রয়েড পাই আপগ্রেড পাবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে, অফিসিয়াল রিলিজ ডেট এখনো প্রকাশ পায়নি | |
Xiaomi Redmi Note 5 Pro Xiaomi Redmi Note 5 Ai Xiaomi Redmi Note 5 | অ্যান্ড্রয়েড পাই আপগ্রেড পাবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে, অফিসিয়াল রিলিজ ডেট এখনো প্রকাশ পায়নি | |
Xiaomi Redmi Note 4 | অ্যান্ড্রয়েড পাই আপগ্রেড পাবে কি না সে ব্যাপারে অফিসিয়ালি এখনো কিছু জানানো হয় নি | |
Xiaomi Redmi Y2/S2 | অ্যান্ড্রয়েড পাই আপগ্রেড পাবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে, অফিসিয়াল রিলিজ ডেট এখনো প্রকাশ পায়নি |
উল্লেখ্য যে, শাওমি এই রির্পোটের সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ এনাউন্স করেছে তা হলো, যেসকল শাওমি ডিভাইসগুলো ইতিমধ্যেই দুটি মেজর আপগ্রেড পেয়েছে সেগুলো Android Pie আপডেট পাবে না। কোন কোন ডিভাইসগুলো পাবে না সেটা নির্দিষ্ট করে বলা হয় নি। তবে অতি পুরোনো শাওমি ডিভাইসগুলো যেগুলো Android 6.0 অপারেটিং সিস্টেম কিংবা তাদের আগের অ্যান্ড্রয়েড সংষ্করণ দেওয়া ছিলো সেগুলো Android Pie আপডেট পাবে না। এই এনাউন্সের সাথে বোঝা যায় যে বর্তমানে যে সকল নতুন শাওমি ডিভাইসগুলো Android 8.1 দিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে সেগুলোতে আপনি ভবিষ্যৎতে দুটি মেজর আপগ্রেড পাবেন (Android P এবং Android Q পর্যন্ত)।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!