শারীরিকভাবে অক্ষমদের জন্য এক্সবক্স এডাপ্টিভ কনট্রোলার এনেছে মাইক্রোসফট

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

ভিডিও গেমস খেলতে কে-না ভালোবাসে? ছোট বড় আমরা সবাই ভিডিও গেমস খেলতে ভালোবাসি। কিন্তু আমাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছেন যারা শারীরিকভাবে অক্ষম। তাদের কথা মাথায় রেখেই টেক জায়ান্ট মাইক্রোসফট নতুন একটি বিশেষ গেমিং কনট্রোলার আনতে যাচ্ছে। এই কনট্রোলারের নাম Xbox Adaptive Controller। নামে এক্সবক্স থাকলেই যে এটি শুধুমাত্র মাইক্রোসফটের এক্সবক্স গেমিং কনসোলে ব্যবহার করা যাবে এমনটি ভাবলে ভুল হবে। নতুন এই ডিভাইসটি আপনি এক্সবক্স ওয়ান কনসোলের পাশাপাশি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমযুক্ত কম্পিউটারেরও ব্যবহার করতে পারবেন। ডিভাইসটিতে রয়েছে Bluetooth প্লাগ-এন্ড-প্লে সিস্টেম। এছাড়াও এই ডিভাইসটি অনান্য এক্সবক্স ওয়্যারলেস কনট্রোলারের ফিচারগুলো সার্পোট করে যাদের মধ্যে রয়েছে বাটন রিম্যাপিং, এক্সটার্নাল বাটনের সাথে কানেক্টের সুবিধা, বাটনের সাথে সুইচ, জয়স্ট্রিক এবং মাউন্টস এর সাথেও কানেক্টের সুবিধা রাখা হয়েছে এই বিশেষ কনট্রোলারে। টেক জায়ান্ট মাইক্রোসফট সরাসরি কয়েকটি হাই প্রোফাইল গ্রোবাল সংস্থার সাথে পার্টনারশীপে গিয়ে এই বিশেষ কনট্রোলারটি তৈরি করার সিদ্ধান্ত নেয়। এদের মধ্যে রয়েছে The AbleGamers Charity, THe Cerebral Palsy Foundation, Craig Hospital, SpecialEffect এবং Warfighter Engaged। এছাড়াও কনট্রোলারটি ডিজাইন এবং তৈরির সময় সরসারি কিছু অক্ষম গেমারদের সাথে যুক্ত হয়ে ডিভাইসটি নির্মাণ করা হয়েছে। এ বছরের মে মাসে ডিভাইসটির খবর এবং প্রি-অর্ডার নেওয়া শুরু করে মাইক্রোসফট। Xbox Adaptive Controller এই বছরের সেপ্টেম্বর মাসে বাজারে ছাড়বে মাইক্রোসফট। ডিভাইসটি দাম রাখা হয়েছে ১০০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ৮, ৪৫০ টাকা।

প্রথম দেখাতে আপনার এই ডিভাইসটিকে একটি DJ ধাঁচের রিদম গেম কনট্রোলার মনে হতে পারে। কারণ এখানে রয়েছে বড় মাপের দুটি কালো রংয়ের ডিক্স।  এই ডিক্সগুলোকে অক্ষম প্লেয়াররা তাদের ইচ্ছেমতো করে সেটিংস করে নিতে পারবেন। এগুলোকে তারা আঙ্গুল, হাত কিংবা শরীলের অন্য অঙ্গ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর ডিভাইসটির পেছনের দিকে রয়েছে ডজন খানেক 3.5mm পোর্টস, একটি USB-C পোর্ট এবং একটি 5V/2A পাওয়ার এডাপ্টার কানেক্টর। ডিভাইসটির প্রত্যেকটি 3.5mm পোর্টসগুলো এক একটি নির্দিষ্ট গেমপ্যাডের ইনপুট হিসেবে কাজ করবে। এদের মধ্যে অধিকাংশগুলোই যেকোনো ৩.৫মিমি বাটন বা সুইচের সাথে কাজ করবে। তবে মাঝখানে দুটি পোর্টসগুলো এদের থেকে আলাদা। মাঝখানে দুটি পোর্টসগুলো এন্যালগ স্টিকস সংযুক্তের জন্য নির্মিত হয়েছে।

প্রত্যেকটি বাটন ভিক্তিক ইনপুটগুলোকে আলদা ট্রিগারে আপনি ডিভাইসটিতে কানেক্ট করতে পারবেন। এই ট্রিগারগুলো অক্ষর প্লেয়ারের সুবিধামতো বেছে নেওয়া যাবে। যেমন বড় বাটন, ফুট পেডাল, রিবন সুইচ, প্রক্সিমিটি সেন্সর ইত্যাদি। মাইক্রোসফটের পার্টনার সংস্থা AbleNet এই সমস্ত ট্রিগারগুলো সরবরাহ করবে।

Xbox Adaptive Controller হচ্ছে একটি সম্পূর্ণ ওয়্যারলেস ডিভাইস যেখানে বিল্ট-ইন রিচার্জেবল ব্যাটারিও রয়েছে। এছাড়াও ডিভাইসটি তারযুক্ত USB কানেক্টশনের সাথেও কাজ করবে। ব্যাটারি ছাড়াও কনট্রোলারটিতে আলাদা ডেডিকেটেড পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনি কাজ করাতে পারবেন। বিশেষ করে বেশি ইনপুট ব্যবহার করলে বেশি পাওয়ার খরচ করতে হবে তাই আলাদা পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে ডিভাইসটিতে। ডিভাইসটি কেনার সময় Xbox Adaptive Controller এর সাথে আপনি একটি এক্সট্রা Xbox Wireless Controller ও পাবেন।

তবে ডিভাইসটি যে শুধুমাত্র অক্ষম গেমারই ব্যবহার করতে পারবেন তা-ই নয়। যেকেউ কনট্রোলারটি ব্যবহার করতে পারবে। তবে সক্ষম গেমাররা এই ডিভাইসটি ব্যবহার করলে গেমিংয়ে আলাদা Unfair সুবিধা পেতে পারেন বলে বিশ্বের গেমিং কমিউনিটিগুলোতে বলা হচ্ছে। দেখা যাক আসলেই কতটুকু কাজে আসে নতুন ৯ হাজার টাকার এই স্পেশাল এক্সবক্স গেমিং কনট্রোলারটি।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অস্তির হয়েছে ভাই