আমি কম্পিউটারে তেমন পারদর্শী নই, ইন্টারনেটের বিভিন্ন বিষয়েও তেমন একটা ধারণা নাই । তবু ব্লগে লেখালেখি করতে ভাল লাগে তাই শুধুমাত্র ব্লগে মাঝে মাঝে লিখি ও বিভিন্ন টিউনারের টিউন পড়ি ও মন্তব্য করি । এতে করে আমি আমার জ্ঞানের পরিধি কিছুটা হলেও বাড়াতে পারছি । টেকটিউনস ছাড়াও আমি আর দুটি ব্লগে লিখি । তবে আমার লেখাগুলো প্রথম পোষ্ট করি আমার সবচেয়ে প্রিয় ব্লগ টেকটিউনসে । আজ গুগলে একটি বিষয় সার্চ করতে গিয়ে একটা জিনিস চোখে পড়ল যা দেখে কিছুটা মন খারাপ হল । কারণ টেকটিউনসে আমার পোস্ট করা লেখা হুবহু কপি পেস্ট করা হয়েছে । দেখুন -
এরকম কয়েক জায়গায় আমার ম্যাজিকে ম্যাজিকে বিজ্ঞান শিখ এর প্রত্যেকটি পর্ব কপি পেস্ট করা হয়েছে আমার অনুমতি ছাড়া । কপি পেস্ট করাতে আমার কোন আপত্তি নাই কিন্তু তাতে যদি উৎস ও লেখকের নাম উল্লেখ করা না থাকে তখন ব্যাপারটা একটু খারাপ লাগে। এখন আপনারা বলুনতো আমার কি করা উচিত ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
ভাইয়া আমি আপনাকে বুঝাই এটির নাম কপি পেষ্ট আর এটি কেবল কুরুচি সম্পন্ন মানুষের দ্বারাই করা সম্ভব। তবে এটির প্রাচুর্য বাঙ্গালীদের মধ্যে বেশি দেখা যায়।