আমি ঠিক বুঝতে পারছিনা, এগুলো কি ?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমি কম্পিউটারে তেমন পারদর্শী নই, ইন্টারনেটের বিভিন্ন বিষয়েও তেমন একটা ধারণা নাই । তবু ব্লগে লেখালেখি করতে ভাল লাগে তাই শুধুমাত্র ব্লগে মাঝে মাঝে লিখি ও বিভিন্ন টিউনারের টিউন পড়ি ও মন্তব্য করি । এতে করে আমি আমার জ্ঞানের পরিধি কিছুটা হলেও বাড়াতে পারছি । টেকটিউনস ছাড়াও আমি আর দুটি ব্লগে লিখি । তবে আমার লেখাগুলো প্রথম পোষ্ট করি আমার সবচেয়ে প্রিয় ব্লগ টেকটিউনসে । আজ গুগলে একটি বিষয় সার্চ করতে গিয়ে একটা জিনিস চোখে পড়ল যা দেখে কিছুটা মন খারাপ হল । কারণ টেকটিউনসে আমার পোস্ট করা লেখা হুবহু কপি পেস্ট করা হয়েছে । দেখুন -

এরকম কয়েক জায়গায় আমার ম্যাজিকে ম্যাজিকে বিজ্ঞান শিখ এর প্রত্যেকটি পর্ব কপি পেস্ট করা হয়েছে আমার অনুমতি ছাড়া । কপি পেস্ট করাতে আমার কোন আপত্তি নাই কিন্তু তাতে যদি উৎস ও লেখকের নাম উল্লেখ করা না থাকে তখন ব্যাপারটা একটু খারাপ লাগে। এখন আপনারা বলুনতো আমার কি করা উচিত ।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আমি আপনাকে বুঝাই এটির নাম কপি পেষ্ট আর এটি কেবল কুরুচি সম্পন্ন মানুষের দ্বারাই করা সম্ভব। তবে এটির প্রাচুর্য বাঙ্গালীদের মধ্যে বেশি দেখা যায়।

    আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য ।
    বাঙ্গালী বলতে কাদের বুঝিয়েছেন ? বাংলাদেশী বাঙ্গালী না ইন্ডিয়ান বাঙ্গালী ?
    আপনি কি বাঙ্গালী ?

    বলতে লজ্জা লাগতেসে

    সহমত

    ভাই আমাদের মাদারীপুরের লোক ব্যাটায়। নাম জানতে পারলে জানাব

আমরা এই সব ব্লগের তীব্র নিন্দা জানাই…

অকৃতজ্ঞ চোরদের কঠিন শিক্ষা দেয়া উচিৎ।

কপি পেস্ট কর ভাল কথা কিন্তু আমার দু:খ লাগছে কেন আসল টিউনারের নাম এবং লিঙ্ক দেয়া হল না। তারা কি এতই খারাপ।

Level 0

প্রথমটা তো দেখে মনে হয় টেক্টিউন্স এর স্ক্রিপ্ট ও কপি করা

copy paste চেক করার ওয়েবটা কেউ দিতে পারবেন? আমি ভুলে গেছি।

চোরের কাজ চুরি করা …. তবে স্যার আমরা জানি আসল এবং খাঁটি সোনার সন্ধান …..

আশা করব মন খারাপ করে থেমে যাবেন না ….. চালিয়ে যান

পাশে আছি 🙂

টেকটিউনসের অনেক টিউন কপি পেস্ট করে অন্য ব্লগে তুলে ধরা হয়, তাই বলে যারা আসল পাঠক তারা ওখানে না গিয়ে বরং আপনার কাছেই ফিরে আসবে… প্রথম প্রথম অনেক মন খারাপ হওয়ার কথা… ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে…

Level 0

এগুলো সত্যিই খারাপ ……………

আমিও ঠিক বুঝতে পারছিনা……………….আমি শুধু techtunes এ লিখি…..
আমি স্বপ্নেও অন্যকোথাও লিখিনা…তাহলে এটা কি আমাকে বোঝাতে পারবেন….??
http://waridcellbazar.blogspot.com/2011/02/blog-post_21.html

আর উদাহরন লাগবে কি?

ব্যাপার না। আমারও প্রায় ৫০টি টিউনই হুবহু কপি করা হয়েছে।
আমার মতে কপিপেষ্ট আটকানো সম্ভব না।
এইগুলা বিষয়ে মন খারাপ কইরেন না। হতেই পারে। আপনার আমার তেমন কিছুই করার নেই।

আপনার যুক্তিসংগত টিউনগুলি কিন্তু আমার প্রিয়। চালিয়ে যান। 🙂

sotti kothabolte ki jara nijer mathata kothao khatate pare na tara ei kaj ta kore.tara eisob copy kore tar relatives der dekhai je uni sob janta.asole je unar mathai gobor thake ta uni nijeo janen na.so ami apnake onurodh korbo dome jaben na.aro tothobohul tune korben .

Bai Jati ki amna picichy, cori ta kory kory abar baro golay kotha bolay.Tech tune aro akjon bai acay jini ai daroner kaj daky(web guru/Shekhor Biswas bai)tune kora komai disay.Jai hok somman na korata projonmo thakay projonmo colay aschy ki korben.

Level 0

ভাই জান, আমি তিন লাইন লিখলে ৫টা বানান ভুল হয় (বাংলা টাইপের কারনে), আমার সেই লেখা ও কপি করে অন্য জায়গায় পেষ্ট করা হয়েছে। !!!!! এই গুলো হবেই……. কিছু করার নাই। আপনি আপনার লেখা লিখে যান। ধন্যবাদ আপনাকে।

আমার এত চিন্তা নাই স্যার! আমি এত খারাপ লিখি যে আজ পর্যন্ত কোন দিন কপি পেস্ট হয় নাই! আমি গুগলে সার্চ করে হতাশ হই 🙁

Level 0

ভাইয়া,অসুবিধা নাই,আপনি আপনার যেকোনো পোষ্টে কয়েকটা লাইন পরপরই "টেকটিউন্স বন্ধুরা" এই কথাটি লিখে সম্বোধন করবেন। আর "আমি পোষ্ট করলাম বা করি" না লিখে "আমি টিউন করি" লিখবেন। লেখার মাঝে মাঝে যতবার সম্ভব টেকটিউন্স কথাটা আনবেন,তাই বলে একঘেয়ে করবেন না,বিভিন্নভাবে টেকটিউন্স কথাটা ইউস করবেন। কোন ব্যাটার এত টাইম আছে যে, এই লেখাটা অন্য জায়গায় কপি করার সময় টেকটিউন্স শব্দটা আপনার টিউন থেকে বারবার মুছবে!!!! তখন দেখবেন আপনার লেখা কপি করা বন্ধ হইছে। আর ভুল করে যদি কেউ এরকম একটা শব্দও না মুছে কপি করে তাহলে টেকটিউন্স এর থেকে কপি করা হইসে এটা সবাই বুঝবে। ধন্যবাদ। 😉

    খুব চমৎকার একটা পরামর্শ দিলেনতো ।
    অনেক ধন্যবাদ ।

    Level 0

    🙂

    Level 0

    ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, প্রতিটা টিউনের প্রথমেই অর্থাৎ ভুমিকায় আপনি আগের টিউনের লিঙ্ক দিয়ে দিবেন "টিকটিউন্স বন্ধুরা, গত পর্বে আমি লিখেছি ………………" শুণ্যস্থানে আপনার টেকটিউন্সের আগের টিউনের লিঙ্ক দিয়েন আর লিঙ্কটির কালার লেখার কালারের সাথে ম্যাচ করে দিয়েন যাতে বুঝা না যায় এটি টেকটিউন্সের অন্য পেজে লিঙ্ক করা। যার ফলে এই পোষ্টটি কপি করলেও লিঙ্কটি বুঝা না যাওয়ায় এটির লিঙ্ক এড্রেস পরিবর্তন করবে না,ফলে কপি করা টিউনের লিঙ্কে ক্লিক করলেও তা টেকটিউন্সের পেজে এসে পড়বে। 😉

আমি আর কি বলবো? http://community.uraadhura.com/showthread.php?t=297
http://community.uraadhura.com/showthread.php?t=295
আরো কয়েকটি লিঙ্ক পেয়েছিলাম কিন্তু হারিয়ে ফেলেছি।

সম্পুর্ণ কপি পেষ্ট নীচু মানসিকতারই পরিচয় বহন করে।