অনেক নাটকিয়তার মাঝে দিয়ে জমে উঠেছে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮। কাল থেকে শুরু হতে যাচ্ছে এই আসরের ২য় রাউন্ডের বা নক আউট পর্বের সকল খেলা। ২য় রাউন্ডের খেলা গুলো চলবে ৩০/০৬/২০১৮ থেকে ০৪/০৭/২০১৮ পর্যন্ত। চলুন জেনে নেই কোন দল কার সাথে কত তারিখ কয়টায় খেলবে? নক আউট পর্বের সকল খেলা নিজের মোবাইলে লাইভ দেখতে এই লিখার উপরে ক্লিক করুন।
৩০/০৬/২০১৮= আর্জেন্টিনা বনাম ফ্রান্স (রাত ৮টা) ০১/০৭/২০১৮= স্পেন বনাম রাশিয়া (রাত ৮টা) ০১/০৭/২০১৮= উরুগুয়ে বনাম পর্তুগাল (রাত ১২ টা) ০২/০৭/২০১৮= ব্রাজিল বনাম মেক্সিকো (রাত ৮ টা) ০২/০৭/২০১৮= ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক (রাত ১২টা) ০৩/০৭/২০১৮= সুইডেন বনাম সুইজারলেন্ড (রাত ৮টা) ০৩/০৭/২০১৮= বেলজিয়াম বনাম জাপান (রাত ১২ টা) ০৪/০৭/২০১৮= কলম্বিয়া বনাম ইংলেন্ড (রাত ১২ টা) নক আউট পর্বের সকল খেলা নিজের মোবাইলে লাইভ দেখতে এই লিখার উপরে ক্লিক করুন।
আমি আতিকুর রহমান। Partner, IT Company, Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।