এক দিনেই নতুন ফায়ারফক্স নিয়েছে ৫০ লাখ মানুষ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

চালু করার এক দিনের মাথায় মজিলার ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের নতুন সংস্করণটি ইন্টারনেট থেকে নিয়েছে (ডাউনলোড) ৫০ লাখেরও বেশি মানুষ। তবে অনেক বেশি মানুষ ডাউনলোড করলেও ফায়ারফক্স ৪ তার আগের সংস্করণের তুলনায় অনেক ধীরগতিতে ডাউনলোড হচ্ছে বলে ব্যবহারকারীরা দাবি করছে।
সার্চ ইঞ্জিন গুগলের ওয়েবসাইট দেখার সফটওয়্যার গুগল ক্রোমের আধিপত্যের কারণে গত বছর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ফায়ারফক্সের দাম অনেক পড়ে গিয়েছিল। শীর্ষ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন ইন্টারনেট এক্সপ্লোরার ৯ চালু করার এক মাসেরও কম সময়ের মধ্যে ফায়ারফক্স ৪ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হলো। তবে এটি এক্সপ্লোরার ৯ কে ছাড়িয়ে যেতে পারবে কি না, সে ব্যাপারে বিশ্লেষকেরা এখনই কোনো মন্তব্য করেননি।
ফায়ারফক্স ৪ তার প্রতিদ্বন্দ্বীর মতো এইচটিএমএল ৫ ব্যবহার করছে। এইচটিএমএল ৫ হচ্ছে ওয়েবসাইট বানানোর জন্য প্রধান প্রোগ্রামিং ভাষা। ফায়ারফক্স তৈরি করা হয়েছে গেকো ২.০ ইঞ্জিনের ওপর ভিত্তি করে। এতে নতুন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনও সংযোজন করা হয়েছে। গত বুধবার চালু করার প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ৫৫ লাখেরও বেশি মানুষ ফায়ারফক্স ৪ ডাউনলোড করে। তবে ২০০৮ সালে ফায়ারফক্স ৩ চালু করার দিনই তা আট লাখেরও বেশি মানুষ ডাউনলোড করে। ২০০৪ সালে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার প্রথম বাজারে আসে। এর পর থেকে দিন দিনই এর চাহিদা বাড়ছে।

PUBLISHED IN--http://www.prothom-alo.com/detail/date/2011-03-24/news/141058

Level 0

আমি সাইদুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Md.Sahidul Islam ! I am in !!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফায়ারফক্স ৪ টা ধীরগতি তাই আনইন্সটল করে দিলাম…..ধন্যবাদ আপনাকে।

3.6.13 ভার্সন ব্যবহার করি। 🙂

আমার কাছেও স্লো মনে হচ্ছে, দেখি আরেকটু ব্যাবহার করে – খারাপ লাগলে পুরাতনে চলে যাব।
ডাউনলোড লিংক <a href="http://www.mozilla.com/products/download.html?product=firefox-4.0&amp;os=win&amp;lang=en-US">এখানে</a&gt;

Ata sob add on support kora na

আগের থেকে অবশ্যই slow . কিন্তু এতার সমাধান হয়ত খুব তারাতারি আসবে নতুন কোন update দিয়ে ।
তবুও ভাই এটা ছারতে পারব না । কারন এরকম add-ons কেও use করতে দিবে না ।
পুরা browser ভরে এক এক সুবিধা নিয়ে বসে আছি । এটা যদি কেও কনদিন দেয় তবেই ছাড়বো ।

মজিলা ছেড়ে দিতে বাধ্য হয়েছি শূধু এড অন এর জ্বালায়।

বেশ কিছু Plug-in সমস্যা করছে।

টিটি সাইট খুলতে মজিলা 4 ১.২৫মিনিট সময় নেই, কিন্তু কমেটবার্ড মাত্র ১৮ সেকেন্ড। তাই কমেটবার্ড সবচেয়ে দ্রুত ব্রাউজার।

Level 0

opera mini টিটি সাইট খুলতে মাত্র 15 সেকেন্ড। তাই opera mini is the best.