কালের আবর্তনে মুসলমানদের মাঝে ঢুকে গেছে শক্তিশালী ঈমান বিধ্বংসী ভাইরাস

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিছমিল্লাহির-রহমানীর রহীম

বর্তমানে আমাদের মুসলমান সমাজে একটা শক্তিশালী ভাইরাস ঢুকেছে ।যেই ভাইরাসটা মুসলমানদের একেবারে শেষ করে দিয়েছে।

সেই ভাইরাসের মূল লক্ষ্য হচ্ছে মুসলমান নারী পুরুষদেরকে কুরআনের বিরোধীতা করিয়ে দেয়া এমন সুকৌশলে যা মুসলমানরাও টের পাবেনা যে তারা কুরআনের বিরুদ্ধে চলে গেছে ।সেই ভাইরাসের নামটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলা  মানে দিন বদলের ডাক কিংবা এখনকার বহুল প্রচলিত কথা ডিজিটাল । এই যুগের সাথে তাল মিলিয়ে চলা ভাইরাসে বেশী ক্ষতি করছে মুছলমান মেয়েরা ।তারা জিনস প্যান্ট কিংবা টাইট করা কাপড় চোপড় এমনকি ছেলোয়ার কামিজের (হাত কাটা.,পিট কাটা) বাহার এমনকি সাথে তাদের মায়েরা (সব মা নন) যেই ধরনের শাড়ি (খোলামেলা)পরে বাহিরে বের হচ্ছেন তাতে তারা মনে করছেন এটা যুগের সাথে তাল মিলিয়ে চলায় কোন অন্যায় দেখছিনা ।এমনকি তাদের মুরুব্বী বড় ভাই কিংবা আব্বাজানেরাও বলছে নতুন জেনারেশন পাওয়ার চলতে দেও। হুজুরদের থেকে কেউ কুরআন হাদীস দিয়ে ভুল ধরিয়ে দিয়ে বলে যুগের সাথে তাল মিলিয়ে (শক্তিশালী ভাইরাস) চলছি রাখো তোমার হাদীস রাখো তোমার ফতোয়া । বেচারা আমিনী সাহেবদেরকে মোল্লা বলে টিটকারী দিয়ে উড়িয়ে দিচ্ছি আর বলছি আমরা সামনের দিকে এগুচ্ছি আর তোরা ( আমিনী সাহেবদের মতো ) পিছন থেকে খালি বকবক করতাছোছ । ভাইরা এই ভাইরাসের এমন পাওয়ার যে এখন কুরআনের বিরোধিতায় নেমে পরছে । নারীনীতি নিয়ে যেই আইন তৈরী হয়েছে এটা পাশ হলে আপনারা আল্লাহর একট হুকুমের অপেক্ষায় থাইকেন।দুনিয়ার করোও ক্ষমতা নেই আল্লাহর ফয়সালা থেকে ভুলক্রটি বের করা ।আল্লাহর একটা খাছ বৈশিষ্ট্য হচ্ছে তিনি মহা ধৈর্যশীল ।তিনি দেরী করে ধরেন ধরলে পরে ছাড়েননা । মহান আল্লাহতাআলাহ জিব্রীল (আঃ)কে শুধু বলবেন জিব্রীল তোমার পাখার একটু কনা দিয়ে বাংলাদেশে একটু টাচ দেও । ভাইরা সেই টাচে কি হইবে তার একটা ছোট্ট উদাহরন জাপানের সুনামী । আল্লাহ রক্ষা করুক আমাদের বুঝার তৌফিক দিন । আমিন ।

এইবার আমিনী সাহেবদের ব্যাপারে একটু আসি । কিছুদিন পর যুগের সাথে তাল মিলিয়ে চলা ভাইরাসে আক্রান্ত পরিবারের একজন মহিলা সদস্য মারা গেল ।যারা নবীর সুন্নত ফরজ ওয়াজিব এগুলো বেশী কেয়ার করতো না ।তার পরিবারের সকলে দৌড়িয়ে আমিনী সাহেবদের কাছে গেল বললো লাশটা কিভাবে পরিপূর্ন ভাবে কবরে রাখবো একটু বলেন । আমিনী সাহেবরা ফতোয়া বা মাসয়ালা দিলেন গোছলের দরকার নাই , আর কাফনের কাপর সাদার পরিবর্তে লালটুকটুকা কাপড় দিয়েন। লাল কাপড় পড়ানোর পর মুখটা খুইলা দিয়েন যাতে সব্বাই দেখতে পায় । জানাজা পরাবে সেই ব্যক্তি যিনি যুগের সাথে তাল মিলিয়ে চলার ব্যাপারে সবচেয়ে বেশী অগ্রনী । আমরাতো ফাও বকবক করি আমাদের দিয়ে কি জানাজা হয় । আর কবরে গিয়ে লাশ রাখার সময় বিছমিল্লাহি মিল্লাতে রছূলূল্লাহর (নবীর সুন্নতের উপর আমলকারী হিসাবে আল্লাহর নামে রেখে যাচ্ছি)পরিবর্তে বলবেন যুগের সাথে তাল মিলিয়ে চলা আমলকারী হিসাবে আল্লাহর নামে রেখে যাচ্ছি । এই মাসয়ালা শোনর পর মৃত মহিলার আত্মীয় স্বজন রেগে গিয়ে আমিনী সাহেবদের বলতে লাগলেন ব্যাটা আবোল তাবোল বলা বন্ধ কর নইলে খবর আছে। লাশ কবরে রাখবি যেমনে আল্লাহ এবং আল্লাহর রছূল বলছে সেই নিয়ম অনুযায়ী একটা সুন্নতও বাদ যাইবোনা । তখন আমিনী সাহেবরা শুধু হাসে আর বলে যাক তগো মুখ দিয়া তাইলে সত্য নবীর সত্য সুন্নতের কথা বাহির হইছে ।

মরন

মরনের মাধ্যমে সকল সত্য মিথ্যার অবসান হয়ে যাবে । যুগের সাথে তাল মিলিয়ে চলা নামক ভাইরাসটার যে ক্ষতি আমাদের করেছে তা কবরে একদম প্রকাশমান হয়ে যাবে ।তা থেকে আমাদের কে দিনির্দেশনা দিবে । কারন আমরা তো হুজুর মোল্লা এমনকি কুরআন হাদীস তোয়াক্কা করছিনা ।কিভাবে আমরা এই ভাইরাস থেকে মুক্তি পাবো । আসুন ক্ষনিক সময়ের জন্য আমরা একটা সত্য কথার উপর খুব ভালো করে খেয়াল করি ।

“হে মুমিন বান্দারা তোমরা বেশী বেশী মরনকে স্বরন করো” ।

কথাটা একজন সত্যবাদীর কথা ।তিনি এমনই সত্যবাদী তার দুষমনরা তাকে কখনোও মিথ্যা বলেনি ।আমরাতো আব্রাহাম লিংকন, আইনস্টাইন, প্রমুখ লোকের মূল্যবান কথা অনেক ঘেটে ঘেটে চন্তা ভাবনা করি ।অথচ তারা যে জীবনে মিথ্যা বলেননি এমন কোন রেকর্ড কোন বইতে গ্যারান্টি করে লেখা নেই ।যেটা আমাদের নবীর বেলায় শুধু প্রযোজ্য । আসুন তার কথায় আমরা কি খুজে পাই ।

১।ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি ।ধরে নিন এটা উপরোক্ত মহিলার লাশ । দুনিয়ায় সে তার পিঠ বুক হাত পা মুখ চুল ইত্যাদি অঙ্গপতঙ্গকে সাজিয়ে গুজিয়ে বাহিরে বের হতো । অন্য পুরুষরা তা নয়নজুরে দেখতো তাতে তার কোনো যায় আসতোনা ।সেই দুনিয়ায় আল্লাহর হুকুমকে তোয়াক্কা করে বলতো নারীর উপর পর্দা এটা একটা বর্বর নিয়ম । যুগের সাথে এটাকে কিছুতেই মেনে নয়া যায়না । অথচ দেখেন আজ সে কিরকম পর্দায় নিজেকে জড়িয়ে রেখেছেন ।পায়ের মাঝে গিট দেওয়া এং মাথায়ও গিট ।কাপড়টা দেখেন সাদা ধবধবে ,এরকম কাপড় যা মানুষর মনে ভয় ধরিয়ে দেয় । অথচ দুনিয়ায় সে যে শাড়ি পরে বের হতো তা মানুষ ভয়তো দূরের কথা নয়নজুড়ে আনন্দ নিতো ।অনেকে বলবেন পুরুষদরকেও তো এভাবে কাফন দেয়া হয়, ভাই পুরুষকে সবাই দেখতে পায় কিন্তু মৃত মহিলাকে তার আত্নীয় ছাড়া কেউ দেখার নিয়ম নাই ।সবচেয়ে আশ্চর্যের বিষয় মৃত মহিলার পরিজনরা যারা মহিলার পর্দার ব্যাপারে বলতো পর্দা করছেনা না করুক যুগ এরকমই সেই পরিজনরাই ব্যাকুল হয়ে যায় মহিলার চেহারা যেন না খোলা হয় ।খুললে ওরে কি বকাবকি ।আযব আযব আযব

২।মৃত ব্যক্তি জীবিত অবস্হায় সুন্নতকে মনে করতো একটা ফালতু জিনিস ভাইরা বোনেরা সাবধান আমরাও কিন্তু সুন্নতকে আমল দেইনা ।আল্লাহর কুদরত দেখেন মৃত লোকের গোছল থেকে কাফন দাফন জানাজা খাটে শোয়ানো এবং কবরে নিয়ে রাখার আগ মূহুর্ত পর্যনত কোন সুন্নত বাদ যেতে দেখেছন কেউ সচারচব না ।তা সেই মৃত মহিলা কিংবা পুরুষ যতই কুরআন হাদীসের নিয়ম মানুক বা না মানুক ।যদি কোন একটা সুন্নত বাদ পরে যেমন- তিন টুকরা কাফনের যায়গায় যদি হুজুর দুইটকরা দিয়া কাফন দেয় তাইলে আত্নীয়রা হুজুররে বইকা শেষ । আর জানাজার পর দোয়া না করলে বলে তাড়াতাড়ি দোয়া দেন মোললা আমিনী সাহেব ।হায়রে আযব মানুষ ।

৩। পরিশেষে লাশ যখন কবরস্হ করা হয় একটা ঢাহা মিথ্যা কথা দিয়া । মিথ্যা কথাট হলো (নবীর সুন্নতের উপর আমলকারী হিসাবে আল্লাহর নামে রেখে যাচ্ছি । ভাইজানরা আপনারাই বলেন এই কথাটা মোললাগো দিয়া বলান কি বলাননা । কেন সেই সময় বলেননা যুগের সাথে তাল মিলিয়ে চলা আমলকারী হিসাবে আল্লাহর নামে রেখে যাচ্ছি । কেন মোল্লাকে বলতে বলেন লাশ রাখার সময় বিছমিল্লাহি মিল্লাতে রছূলূল্লাহ এই দোয়া পরতে । অথচ মহিলাটা সুন্নত তো দূরের কথা সে ফরজ পরদাই করতোনা ।সেই মিথ্যা কথায় কি মৃত ব্যক্তির লাভ হবে । বরং আল্লাহ আরোও রাগান্নিত হবেন । আমরা যখন লাশ কবরে রেখে মোল্লাকে বলি এবার মোনজাত ধরেন তখন মোল্লা ঠিকই মোনাজাত ধরেন কিন্তু তিনি মোল্লা মনে মনে বলেন এদের চাইতে আহম্মক  দুনিয়াতে একটাও নাই ।

৩।সবাইকে উদ্দেশ্য করে বলছি আল্লাহর কুদরত দেখেন যেই মহিলা বা পুরুষ দুনিয়াতে ফরজ সুন্নত মানতোনা তাকে আল্লাহ কিভাবে খামোশ চুপ করে সুন্নতী নিয়মে খাটে শুওয়াইছেন । বাবা কিংবা মা বোনেরা পর্দা করবানা দেখো তোমাকে আল্লাহ কেমন খামোশ কইরা কবরে শুয়ালেন পর্দা করাইয়া । নবী বলেছেন তোমরা বারবার মরনকে স্বরন করো । এটাকি এমনিতেই বলেছেন মোটেই না ।তাই ভাই বোন এং মুরুব্বীদের বলছি এভাবে বলুন যে কুরআন হাদীস ঠিকই আছে । সুন্নত কোন আবল তাবল জিনিস নয় কিন্তু আমরা পালন করিনা ভয় এবং দূর্বলতার কারনে ।খবরদার আপনারা ভাইরাসের কবলে পরে আবোল তাবল বইলেননা নাইলে শক্ত ধরা খাইতে হবে কবরে । আল্লাহর ধরা শক্ত ধরা । মরন আসলেই তা পরিস্কার হয়ে যাবে ।

Level 0

আমি shohel islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর একটা টিউন করার জন্য ধন্যবাদ।

    Level 0

    শুধু সুন্দর বললেই হবে?যে লিখাটা পরসেন সেটা বাসার সবাই কে পরে শুনান।বিশেস করে আপনার মা এবং বোনদের।আমি এই লেখাটা already FAcebook e আমার স্ট্যাটাস এ দিসি।

    পুরুষ লোক এরা যদি মেয়েদের control করতে না পারেন তাহলে যতই লিখা লেখি করেন…।কোনো লাভ নাই।

Level 0

You Are actually Right .
Thanks for you Post.

ভাই আমি আপনার সাথে সম্পু্ন্য একমত। যারা এই আল্লাহ বিরধি বিভিন্ন আইন তৈরি করছে তাদের কে সকলে মিলে প্রতিরোধ করতে হবে। ইনশাআল্লাহ আমরা শয়তান এর বিরুদ্ধে জয় লাভ করবো।

Post te nerbachito kora hok.mb teke coment korce tai vote dete parlam na

Level New

ধন্যবাদ অনেক সুন্দর টিউন এর জন্য। আসলে আমাদের ঈমান মজবুত করার দরকার।

প্রথমে একটা কথা বলি আমি যখন টিউনটা দেখি তখন নির্বাচিতটিউন অপশনে ৯টা পজেটিভ আর ২টা নেগেটিভ দেখি। আমি সেই ভাগ্যবান ২ ব্যক্তির উদ্দেশ্যে বলছি সোহেল ভাই যে টিউনটা করেছে তাতে এধরনের মন্তব্য কারিদের কে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। কারণ তারা সত্যের সাথে একমত পোষন করেনাই। তাই সাধু সাবধান মৃত্যুর সুধা সাবাইকে একদিন পান করতে হবে। আমি দোয়া করি আল্লাহ আপনাদে হেদায়েত করুন আমীন। আর সোহেল ভাইকে আপনার কাছ থেকে আমরা আরো এধরণে টিউন আশ করি যাতে আমাদের ঈমান পরিশুধিত হয়।

রিদওয়ান ভাইকে ধন্যবাদ এবং অন্যদেরকেও । আর যেই দুইজন মাইনাস দিয়েছেন কিন্তু কিছু বলতে পারেন নাই
কারন মরনের কাছে সবাই অসহায় । এটা এমন এক সত্য যেখানে সবাইকে এসে থেমে যেতে হবে ।

    Level 0

    2জন না…।এখন ৮জন…।।কাহিনি কি?

সুন্দর টিউন করার জন্য ধন্যবাদ। আপনার এই টিউন পড়ে আমার খুব ভাল লাগছে। মাঝে মাঝে এরকম কিছু টিউন করলে আমরা খুশি হব।

অনেক অনেক ধন্যবাদ।

আপনার tune পড়ে কমেন্ট না করে থাকতে পারলাম না
আল্লাহ আমাদের সবাই কে হেদায়েত নসীব করুক আমীন

pls পারলে এ রকম আরও টিউন করবেন
এতে করে আমাদের ঈমান আরও মজবুত হবে ইনশাল্লাহ

টেকটিউনসে আমি সাধারনত কোন কমেন্ট করিনা। আজ আর কমেন্ট না করে থাকতে পারলাম না । ধন্যবাদ আপনাকে আপনার সুন্দুর টিউনটি আমাদের উপহার দেওয়ার জন্য। এরকম আরও টিউন চাই। টিউনটি পড়ে যদি টেকটিউনসের কর্তৃপক্ষ মনে করে যে, টিউনটি সবার পড়া উচিৎ। তাহলে এটি অবশ্যই নির্বাচিত টিউন হবে। ধন্যবাদ

আমি ভাইদের সকলকে বলছি প্লিজ আপনারা লেখাগুলোকে ছড়িয়ে দিন যে কোন ব্লগে মূলত এই সমস্ত কথা বা জ্ঞান আমার নয় আল্লাহ মনোনীত বান্দাদের কাছ থেকে ধার করা । সোর্স টিউনারের নাম দেয়া কোন দরকার নেই । মরন নামক চিন্তাটি (শক্তিশালী ভাইরাস প্রতিরোধ) আমরা একে অপরের সাথে চিন্তা ভাবনা করি তাহলে ফরজ ওয়াজিব সুন্নত পালন করা সবকিছুই আমাদের জন্য সহজ হয়ে যাবে
এই সাইটটিতে পারলে একবার ঘুরে আসবেন । আমি অবাক হয়েছি এই সাইটে দামী দামী সব বইয়ের কালেকশন রয়েছে । যা নেটে এই সাইটকর্তৃপক্ষই প্রথম আপলোড করেছেন ।তবে তর নম জানিনা ।

আশলে সবাই শোঁদু কম্পিউটার,মোবাইল এর ভাইরাস ডিলিট করে।
কিন্ত কেও ইমানের ভাইরাস ডিলিট করার চিন্তা ও করে না।
আপনি মনে করাইয়া দিলেন।
আপনাকে ধন্যবাদ।
খুব সন্দর হইছে আপনার টিউনটা।
আমি চাই টীউন টা নির্বাচিত হউক।
আর চাই
ভাল থাকবেন।

Level 0

ভাই আপনার এই টিউন টা আমি ফেচবুকে আমার ওয়ালে পাব্লিশ করসি।

সময়োপযোগী টিউন………….. এ ধরনের টিউন খুবই দরকার।

Level 0

ভাই,সুন্দর টিউন নিঃসন্দেহে। তবে আমার মনে হয়,"ডিজিটাল" শব্দটা বাদ দেয়া উচিত। কারণ এরই দোহাই দিয়ে টিউনটি সমস্যায় পড়তে পারে,বুঝেনই তো। আর সব ঠিক আছে। আর সামহোয়ারইন এ ও পোষ্ট করে দিয়েন। পারলে ফেসবুকে একটা পেজ খুলেন, দরকার হলে গ্রুপও তৈরি করেন । কারণ একজন মুসলিম হিসেবে যতটুকু জিহাদ করা যায় ততটা করা উচিত,আমার মনে হয় এগুলাই উত্তম জিহাদ। কারণ সরকারের মত ক্ষমতাতো নাই যে পুরা দেশ কমান্ড দিয়া পাল্টাইয়া দিব। আমার মত সবাই কথায় নয় কাজেও ইসলামিক হই। আসুন সবাই এই প্রতিজ্ঞা করি ,শুধু মুখে নয়, মন থেকে

MITHU ভাই ডিজিটাল এটা সরকারের একটা হিডেন ভাইরাস । এখানে রাজনৈতিক কিছু কৌশল আছে এটা ইনশাআল্লাহ পরে বুঝবেন । অপেক্ষা করুন । পশ্চিমা এবং ইহুদী এরা এই হিডেন ভাইরাসের মূল হোতা ।

Level 0

@shohel islam, vai mohila der porda nia ato matha betha keno? Saudi Arab er mohila ra to khub porda kore chole, tai bole ki tara khub emandar. Vai eman mannush er mone thake, poshake na….. Japan er tsunami er kotha bollen, khub valo laglo…. kintu bolar shomoy ki chinta koresen, apni je technology use kore type koresen seta o hoyto ba Japanese technology…… akjon er kas theke shojog-shubhida nibo… r kharap kisur example dite hole take e tene anbo…. eta e to prokito emander er porichoy…. tai na!!

"নারীনীতি নিয়ে যেই আইন তৈরী হয়েছে এটা পাশ হলে আপনারা আল্লাহর একট হুকুমের অপেক্ষায় থাইকেন।"
Exactly, society te amar kono status na thakle o family te akta status ase… karon ami "bou petaite" pari……. Nariniti pass hoile to sei shojog ta r thakbe na….. thik na!!

    Level 0

    আপনি মনে হয় এই লেখাতে খুশি হননি।ভালো…।।
    সোহেল ভাই জাপান এর example দিসে কারন ওটা আল্লাহ তায়ালার একটা গজব।না বুঝে কোনো কথা বলবেন না।

    Level 0

    এলিয়েন ভাই আসলেই কি ভাই অন্য গ্রহে থাকেন?(মজা করলাম,মাইন্ড কইরেন না),ভাই বোধ হয় বাস্তবটা জানেন না,তাই লগিক্যাল কথা বলছেন না। নারীনীতি হইলে বউ পেটাইতে পারব না,তাই বিরোধিতা করি । এই কথার মানে কি,আপনার কি ধারণ এখানে যারা টিউনার ভাইয়ের পক্ষে কমেন্ট করছে তারা সবাই বউ পেটানোর পক্ষে ? আপনি তো আসল কাহিনী জানেন না বলেই হয়তো একথা বলছেন। আপনি কি জানেন,নারী নির্যাতন আইনের ফলে নারীরা যেমন সুযোগ পেয়েছে,উচু সমাজের নারীরা আবার এই আইনকে ব্যবহার করে স্বামীকে হুমকি দিচ্ছে এবং নিজের পছন্দমত বেহায়াপনা করেই যাচ্ছে। আপনিই বলুন,আপনার স্ত্রীকে যদি এমন বেহায়াপনা করতে দেখেন,তখন সমঝোতায়ও কাজ না হলে তাকে কি আপনি সেপারেট হতে চাইবেন না। তখন সে যদি বলে "সেপারেট হলে নারী নির্যাতনের আইনে ঝুলায়ে দিয়ে বলব তুমি নির্যাতন করে আমায় ডিভোর্স দিস।"(আর মাইরধরের ম্যাডিকেল রিপোর্ট তৈরি করা তো কোনো ঘটনা না।) তখন আপনি কি করবেন। আমি এই আইনের বিরোধিতা করছি না। তবে সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে।আর টিউনার ভাই তো জাপানের টেকনোলজীর বিরুদ্ধে বলেন নাই,বলছেন তাদের জীবনযাপনের বিরুদ্ধে। আপনার কথা শুনে তো মনে হচ্ছে,জাপান আপনারে ঘুষ হিসেবে প্রযুক্তি দিসে তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করার জন্য। টিউনার ভাই যা বলছেন তার সাথে প্রযুক্তির প্রসং কেন আনছেন যুক্তিহীন ভাবে? দুইটা দু ভিন্ন প্রসংগ।

ধন্যবাদ ভাই । খুবই সুন্দর (অবশ্য সত্যি ঘটনা) একটি টিউনের জন্যে।

alien57——-ভাই এরকম বোকার মতো যুক্তি দেখান কেন?
জাপানীরা কি আমাকে তাদের জিনিসপএ ফ্রি দিয়ে দিয়ে আমাকে লালন পালন করেছে আমার যেগুলো ভালো লেগেছে তা আমার নিজের টাকায় কিনে ব্যবহার করেছি তাদের টাকায় নয় । তারা বিক্রী করেছে আমি ভালমন্দ যাচাই করে ইউজ করেছি ।এখন তাদের উপর সুনামীকে গযব বলেছি বলে তো কোন অন্যায় করিনি ।
গ্রাম অন্চলে যখন ঘূর্নিঝড়ে কৃষকের খেতখমর লন্ডবন্ড হয় তখনতো খুবই বলেন আললাহর গজব একেই বলেন অসময়ে বৃষ্টি তুফান । অথচ বাজারের টাটকা সবজি তো প্রতিদিনিই খান । উদাহরন হিসাবে কিছু পেশ করাকে আপনি আমার ঈমান নিয়ে কথা বললেন ।ভালোই
আপনি যে বোকার ষোলকানা পূর্ন করেছেন তা এখন বলছি—আপনি বললেন বউ পিটানোর কথা । ইসলাম বউকে পিটাতে বলা তো দূরের কথা বলেন শাসন করতে । কিরকম শাসন শুনবেন- ৭, ৮ বছরের ছেলেদের শিক্ষকরা ছাএদের যেই বেত দিয়ে মারেন তার চেয়ে চিকন বেত দিয়ে বউদের শাসন করতে বলেছেন কিন্তু মারতে নয় । মানে হালকাভাবে ।এমন জায়গায় মারতে বলেছেন যেখানে অন্য কেউ আাঘাতের চিন্ন টের না পায় । এটা কি বউ পেটানো হলো । বউ পিটায় কিছু মূর্খ কুলাংগার । তাহলে আপনি বউ পিটানোর যুক্তি কেন দেখালেন । আসলে আপনার জ্ঞানের কমতি রয়েছে ।আর সবচেয়ে বড় কথা দেশে তো ইসলামী আইনই নেই । তো ইসলামের দোষ আসছে কেন । ভাই একটা কথা আবারোও বলি মুসলমানের দিকে না চেয়ে কুরআন এবং সুন্নাহর দিকে খেয়াল দিন । যদি ভুল পান তাহলে তর্ক কইরেন । পারবেননা কারন মরনের পর আল্লাহ কুদরতী ভাবে বান্দাকে সুন্নত ও ইসলামী নিয়ম অনুযায়ী কবরে আনেন । সেই সময় এমন এক শক্তি কাজ করে কুরআনবিরোধী সুন্নতবিরোধীরা কিছুই বলতে পারেনা । একেবারে খামোশ । তাই ভাই আগে আগে বুইজা নেন । কবরে গিয়ে বুইজা লাভ নেই ।
আমি একটা সাইেটর লিংক দিয়েছি সেখানে সবই পাবেন। আল্লাহ আপনার সহায় হউক । আর সমস্যা না হলে দয়া কইরা আপনার নামটা একটু বইলেন

Level 0

ami to vai oshikar kori na je ami boka…. apni jototuku vaben tar thekhe o onek beshi boka… boka bolei hoito apnader moto budhdhiman der majhe khub ashubhidhay pore jai…. asolei vai amar knowledge er khub komti ase…. je shob desh er doyay amader moto gorib desher manush gula kheye pore beche ase tader birudhdhe kisu bolte pari na … ami to boka e…. apni hoyto bazaar theke taka deye Japanese product kine neye asen kintu amader deshe kono durjog hole Japanese ra ki poriman sahajjo kore, ta ki janen? Japanese ra jodi bolto Bangladesh bidhormi der desh, tahole ei desh er koto percent manush na kheye mar jeto, seta ki vebe dekhesen? na vhai, vhaben ni, karon apnara to emnite e onek budhdhiman, r vhabar dorker ki….. kintu vhai ami to boka… tai amake vhabte hoy….. ajke japan er durjoge shahajjo shohojogita kora hoyto ei desh er manush er pokhkhe somvob na, tai bole eta bolte pari na je "dekho dekho tara bidhormi, tader upor Allahar gojob porese, tara bidhormi tara jahanname jak" vai, ami asolei bolte pari na karon ami asolei budhdhiman na…… eta democratic desh, 4 ta dhormer manush ekhane bash kore, ekhne nariniti pass hole somossa kothay ta to r amar pokhkhe jana somvob na… apna der moto budhdhiman ra janbe hoyto
"নারীনীতি নিয়ে যেই আইন তৈরী হয়েছে এটা পাশ হলে আপনারা আল্লাহর একট হুকুমের অপেক্ষায় থাইকেন।"
budhdhiman ra to onek kisu e jane….. nari niti pass hole Allaha je akta gojob falabe ta to apni onek age theke e janen, Allaha kokhon ki korbe na korbe ta sob e to apni janen…… vai bolen to, ami kobe morbo? ata bolben na je ami jani na…… karon aktu age e apni sobai ke sotorko kore deyasen je "নারীনীতি নিয়ে যেই আইন তৈরী হয়েছে এটা পাশ হলে আপনারা আল্লাহর একট হুকুমের অপেক্ষায় থাইকেন।"…… sobche boro kotha ki vai janen? Allahar kase hajar hajar shukria je Allaha amake eto beshi emander kingba budhdhiman kore pathay nai je tar hukum amar pokhkhe age theke e jana somvob….
abar o apner kotha e repeat korlam, ki bolesen ভাই আগে আগে বুইজা নেন । কবরে গিয়ে বুইজা লাভ নেই ।

    Level 0

    sobche boro kotha ki vai janen? Allahar kase hajar hajar shukria je Allaha amake eto beshi emander kingba budhdhiman kore pathay nai je tar hukum amar pokhkhe age theke e jana somvob…

    আপনাকে ইমানদার বানায়নি দেখে আপনি ভাগগবান? আপনি কি মুসল্মান?আমার ত মনে হয়না…।

    আপনি যদি মুসল্মান হন তাহলে এখনো সময় আছে।আল্লাহ তায়ালার হুকুম আহকাম মেনে চলুন।আশা করি আর কোনো নেগেতিভ কথা বলবেন না

Level 0

thanks for this tune..
I'm thinking about it..thank you very much shohel islam..

alien57 —- আপনার নামটা এইজন্য জানতে চেয়েছিলাম আপনি মুসলমান কিনা? তাহলে আপনাকে বুঝানো আমার জন্য সহজ হবে ।
যাইহোক আপনি যেইই হননা কেন এইবার মন দিয়ে শুনুন , জাপানতো দূরের কথা আমার নিজের পিতা কিংবা আত্নীয় যে আমাকে লালন করে বড় করেছে সেও যদি আল্লাহর একাত্ববাদে এবং কুফরীতে লিপ্ত থাকে এবং তার উর বিপদ আপদ নেমে আসে এবং তাতে সে হা হুতাশ করতে থাকে তখন আমার পিতা বা আত্নীয়কে দ্ব্যার্থ কন্ঠে বলবো পিতা আপনার উপর আললাহর গযব নাজিল হয়েছে আপনাকে আল্লাহ হেদায়েতের তৌফিক দিন ।
এভাবে ইসলামে বলার হুকুম আছে । স্বয়ং আল্লাহ নিজে কুরআনে অসংখ্য যায়গায় বিভিন্ন নাফরমানীর বা বেইমানের কথা উল্লেখ করেছেন ।
আমি আগেই বলেছি আপনার ইসলামী জ্ঞানের অভাব না হয় বুঝর অভাব ।
আর আপনি কুরআন হাদীসের জ্ঞান রাখেননা বলেই বলছি আল্লাহ নিজে বলেছেন প্রত্যেক মখলুকের রিজিক আল্লাহ নিজেই দিয়ে থাকেন আর আপনি বলছেন জাপান খাবার সাহায্য না দিলে আমরা না খেয়ে মরে যেতাম । কি অদ্ভুদ ভাই জাপানীদের খাবার সাহায্যে বেচে থাকতে আপনি পারেন কিন্তু আমি আল্লাহার রিজিকেই বেচে আছি ।ভাই একটা পিপড়ার খাবার পর্যন্ত আল্লাহ দেখভাল করেন কিন্তু এর হেকমত বা জ্ঞান আমরা বুঝতে পারিনা।

নারীনীতিতে আমি যতটুকু জানি সেখানে একটা পয়েন্টে কুরআনের আইনের সাথে সম্পূর্ন বিপরীত ।
কেয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানেননা কিন্তু নবী প্রায় ৪৫টির মত ভবিষ্যত ভানী করেছেন । যার ৩০টির মত ভবিষ্যত ভানী হয়ে গেছে । সেখানে আল্লাহর আমাদের এই জমানায় কি পাপের কারনে কি শাস্তি দিবেন তা নবীজী আগেই বলে গেছেন । আমি সেখান থেকেই বলেছি একেবারে ফুল কনফিডেন্সে । আর আামার কমেন্ট লক্ষ্য করেননি ।
""এই সমস্ত কথা বা জ্ঞান আমার নয় আল্লাহ মনোনীত বান্দাদের কাছ থেকে ধার করা । সোর্স টিউনারের নাম দেয়া কোন দরকার নেই ।""

কিয়ামতের কাছাকাছি সময়ের বইটা নামিয়ে পড়ুন । গোনাহের কারনে কি শাস্তি হবে নবী আগেই আললাহর তরফ থেকে আগেই বলে গেছেন ।

শাস্তিগুলোর মধ্যে ভূমিকম্প সবচেয়ে ভয়ানক । আর এই শাস্তি পাওয়ার যৌগতা বাংলাদেশেরও আছে।আল্লাহতো রহমান তা তো জানেনই ।কিন্তু আল্লাহ বলেছেন ভয় দেখাতে তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস । আল্লাহর হুকুম আসলেই হয়ে যাবে চিন্তা কইরেননা
ভাই মরনকে ভয় করেন আবারোও বলছি ।

    Level 0

    আমরা আল্লাহ তায়ালার কাছে অশেস শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের উপর এখনো কণো বড় ধরনের গজব দেন নাই।আল হাম-দুলিল্লাহ।

কাউকে কিছু বোঝাতে গেলেই উলটা শুনতে হয় বলে এখন আর কিছু না বলে দেখে যাই।

Level 0

পুরুষ লোক এরা যদি মেয়েদের control করতে না পারেন তাহলে যতই লিখা লেখি করেন…।কোনো লাভ নাই।
বাবা তার স্ত্রী কে এবং মেয়েদের পরদা এর বেপার এ বলবেন। জামাই তার বউ কে বলবেন।তাহলে একটু হলেও পরদা করার বেপার টা কাজ এ দিবে।

Level 0

পুরুষ লোক এরা যদি মেয়েদের control করতে না পারেন তাহলে যতই লিখা লেখি করেন…।কোনো লাভ নাই।
বাবা তার স্ত্রী কে এবং মেয়েদের পরদা এর বেপার এ বলবেন। জামাই তার বউ কে বলবেন।তাহলে একটু হলেও পরদা করার বেপার টা কাজ এ দিবে

Level 0

এলিয়েন ভাই আসলেই কি ভাই অন্য গ্রহে থাকেন?(মজা করলাম,মাইন্ড কইরেন না),ভাই বোধ হয় বাস্তবটা জানেন না,তাই লগিক্যাল কথা বলছেন না। নারীনীতি হইলে বউ পেটাইতে পারব না,তাই বিরোধিতা করি । এই কথার মানে কি,আপনার কি ধারণ এখানে যারা টিউনার ভাইয়ের পক্ষে কমেন্ট করছে তারা সবাই বউ পেটানোর পক্ষে ? আপনি তো আসল কাহিনী জানেন না বলেই হয়তো একথা বলছেন। আপনি কি জানেন,নারী নির্যাতন আইনের ফলে নারীরা যেমন সুযোগ পেয়েছে,উচু সমাজের নারীরা আবার এই আইনকে ব্যবহার করে স্বামীকে হুমকি দিচ্ছে এবং নিজের পছন্দমত বেহায়াপনা করেই যাচ্ছে। আপনিই বলুন,আপনার স্ত্রীকে যদি এমন বেহায়াপনা করতে দেখেন,তখন সমঝোতায়ও কাজ না হলে তাকে কি আপনি সেপারেট হতে চাইবেন না। তখন সে যদি বলে "সেপারেট হলে নারী নির্যাতনের আইনে ঝুলায়ে দিয়ে বলব তুমি নির্যাতন করে আমায় ডিভোর্স দিস।"(আর মাইরধরের ম্যাডিকেল রিপোর্ট তৈরি করা তো কোনো ঘটনা না।) তখন আপনি কি করবেন। আমি এই আইনের বিরোধিতা করছি না। তবে সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে।আর টিউনার ভাই তো জাপানের টেকনোলজীর বিরুদ্ধে বলেন নাই,বলছেন তাদের জীবনযাপনের বিরুদ্ধে। আপনার কথা শুনে তো মনে হচ্ছে,জাপান আপনারে ঘুষ হিসেবে প্রযুক্তি দিসে তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করার জন্য। টিউনার ভাই যা বলছেন তার সাথে প্রযুক্তির প্রসং কেন আনছেন যুক্তিহীন ভাবে? দুইটা দু ভিন্ন প্রসংগ

Level 0

নারীনীতি হইলে কি অসুবিধা তা এলিয়েন ভাই বুঝেন না,নীতিটা পুরোটা জেনে দেখবেন। বুঝতে পারবেন,কতটুকু ইসলাম বিরোধী।আর না জানলে একটা উদাহরন দেই। ডক্টর ইউনুস ক্ষুদ্র ঋনের জন্য নোবেল প্রাইজ পাইছেন কারণ এটায় নাকি দারিদ্র বিমোচন হয়,বাইরে থেকে আমরা তাই দেখি।কিন্তু গরীব যারা ঋণ নিছে তারা বুঝে সুদের কষাঘাতে তাদের কষ্ট। তেমনি ইসলামবিরোদী নারীনীতি ভালো ঠেকলেও যখন ঐ নীতি রিলেটেড ঘটনা ঘটতে যাবে আপনার বা আপনার আশেপাশের কারো জীবনে তখনই বুঝবেন বাস্তবটা।

Mukut ভাই ঠিক আছে পুরুষদেরই অগ্রনী ভূমিকা পালন করতে হয়। কিন্তু আপনাকে এখন বললে আপনি না হেসে পারবেননা, আমাদের দেশটাকে পরিচালনা করছে তিনজন নারী । আগের সরকারের তো এত মহিলা মন্ত্রী ছিলনা ।আর এখন প্রধান স্বরাষ্ট্র কিংবা পররাষ্ট্র মন্ত্রীর বেলায় দেখেন পুরুষদের যৌগ্যতা নাই বলেই এরা মন্ত্রী হইছেন । অর্থাৎ বাংলাদেশের পুরুষ নেতাদের যোগ্যতার অভাব।মহিলারাই বুদ্ধিমান, বুঝেন বেশী , তাই সাধেই কি আর মহিলাদের বলছি ।মনে হয় এখনতো মহিলাদর যুগ ।

    Level 0

    valo bolsen….moja pelam……

    Amader pasher basar Bariwala khub ALLAH wala lok.onar 2ta meye n Wife er kokhono Face dekhini.keno janen? Borka pore.chaad e uthleo Borka. kotha ta bollam karon BABA meyeder control korse tai emon pordansil.

    Tai Purush der Vumika Ekhan e Mukkho(Main)…

Level 0

@MITHU…. islam manoboratr dhormo, r monobotar mane hochche sobai soman odhikar pabe….

ebar apnar kotha te asa jak, "তবে সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে"
http://leviathanwars.wordpress.com/2007/11/18/is-saudi-arabia-victimizing-a-rape-victim/
uporer ei link e jan, r tarpor amake bolen je eta ki right naki worng
jodi bolen right tahole amar r kisu bolar nai … kintu jodi bolen eta injustice, tahole apner kase amar prosno thaklo, keno injustice? r keno eta somvob holo? apner family te karo e rokom hole kemon lagto? vai, r akjon er kosto o kosto….. je Maa jatir ghorve 10 mash 10 din thaki tader kotha e dui din por vhule jai…. karon shartho sesh hoye giyese… tai noy ki?

" আপনি কি জানেন,নারী নির্যাতন আইনের ফলে নারীরা যেমন সুযোগ পেয়েছে,উচু সমাজের নারীরা আবার এই আইনকে ব্যবহার করে স্বামীকে হুমকি দিচ্ছে "
apni to uchu shomaj er kotha bollen kintu, ei desh er 90% nichu shomaj er kotha vebe dekhesen?

vai ami khub e kom jani kintu jara khub beshi jane tader kase amar request thaklo doya kore ei duita link e visit kore dekhben….

http://www.islamiccall.org/our_faith.htm

http://www.islamiccall.org/irfellowship.ht

    Level 0

    ৯০% নিচু না,বেশিরভাগই মধ্যবিত্ত। আর উঁচু বলতে আমি তাদের বোঝাচ্ছি যারা বস্তিতে থাকা বা অজপাড়া গাঁয়ে থাকা গরীব নয়।
    কুলাঙ্গার সব দেশেই থাকে, কিন্তু পরিসংখ্যান হিসাব করে আপনি দেখবেন,সৌদি আরবেই রেপ তুলনামূলকভাবে কম। এখন ইসলামে বলা হয়েছে, নারীকে পর্দা করে চলতে এবং সেই সাথে পুরুষের দৃষ্টি সংযত রাখতে। এ দুটি আদেশ অমান্য করা মানে দুটি পাপ করা। সৌদিতে যে মেয়ে ফটো তোলার জন্য লোকদের সাথে দেখা করতে গেছে,প্রথমেই অপরাধ সে করেছে পর্দা না মেনে,এরপরের অপরাধ লোকগুলো করেছে,এখন আপনি বলুন বেপর্দা হলে কার মনে পশুবৃত্তি জাগবেনা। আর মেয়েটির মিডিয়ায় এ ব্যাপারটি প্রচারের ফলে সেতো আরো পর্দাহীনতার পরিচয় দিল,এ কারণেই কোর্ট তার শাস্তি বাড়িয়ে দেয়। তবে তাদের দেশের আইনের খুঁটিনাটি আমরা জানিনা,যার কারণে এ নিয়ে মন্তব্যও করা উচিত না। আপনিই দেখুন,র‍্যাবের ব্যাপারে বলা হচ্ছে এটা মানবাধিকার লংঘন,কিন্তু বাইরের দেশরা কি জানে,কতটা দায়ে পড়ে এ র‍্যাব তৈরি করা হয়েছে। আমি আগেই বলেছি,বাইরে থেকে অনেক কিছুই অজানা জানা বা অর্ধ জানা থাকে।

    Level 0

    আর একটা কথা exception is not example. আমি আমার দেশের ব্যাপারে যা বলছি তা হরহামেশাই ঘটছে আর আপনি যেটা দেখালেন তা একটা exception.এটাকে যুক্তির বিপরীতে দাড় করানো যায় না। আর আপনি যে দেশের শাসন ব্যবস্থার কথা বলছেন, সেই দেশেই আজ রেপের ঘটনা অন্যান্য দেশের চেয়ে কম। তাহলে আপনি কোথায় ভুল ধরবেন ? উন্নত শাসনওয়ালা আমেরিকার কথা কেন এখন আপনার মাথায় আসেনা!!!!

alien57— প্রত্যেকটটা কমেন্টের জবাব দেয়া হলো অথচ আপনি একটার ও ভুল স্বীকার না করে শুধু ফালতু যুক্তি দেখাচ্ছেন আরে আমি টিউনের শেষের দিকে এবং কমেন্টসে বলেছি আপনি হুজর মোল্লা এবং অন্যান্য লোক কি করলো তা না দেখে বরং আল্লাহ এবং তার রছূল কি বললো তা দেখেন এবং স্বীকার করেন এবং বলেন ইসলাম ঠিকই আছে আমরা আমল করিনা ভিলাসিতা যুগের ভয় এবং লোকে নাক ছিটকানী দিবে এই ভয়ে । আর যদি বলেন ইসলামী রীতিনীতি দিয়ে কিছু হবেনা (আপনার কমেন্টসে তাই বোঝা যাচ্ছে) তাহলে আপনি মুছলমান হয়ে থাকলে মারা যাওয়ার আগে বইলা যাইয়েন আমাকে ইসলামী রীতিনীতি সুন্নতভাবে দাফন কইরোনা । ব্যস হয়ে গেল ।

Level 0

@ shohel islam, r o duita comment korecilam …. comment duita delete kore deyesen…. vai apni ki janen, apni akta kapurush er moto kaj korecen!!! vai, prokito emander ra kokhono kapurush er moto kaj kore na…..

@ MITHU, vai apner prosner jobab deyecilam….. amader tuner vai seta delete kore udarotar porichoy deyese

alien — আরে মিয়া নিজের নাম বা পরিচয় না দিয়ে দিয়ে আউল ফাউল কমেন্ট মারতে আসেন আবার মুখ দিয়ে অন্যকে কাপুরুষ বলেন । আপনার কমেন্টগুলো মুছার কারন আগের দেয়া আপনার কমেন্টগুলোর সবগুলোর সুন্দর জবাব দেয়ার পরও আপনি নিজের ভুল স্বীকর না করে আবার উল্টাপাল্টা খেয়ল মত কমেন্ট করেছেন আপনার লজ্জা করা উচিত । একটা ভুলও স্বীকার করা উচিত ছিল ।ভদ্রতা আমি বজায় রাখছি কিন্তু আপনি নিজেকে একজন বিকারগ্রস্হ লোক হিসাবে নিজেকে জাহির করছেন ।

Level 0

dhur techtunes a kono kisu valo liklaw kaw na kaw akta ulta palta coment korbai…alien vai ki suru korlan????akana japaner kothata shoel vai just exmple hisaba babohar korsan. ar apni kothakar jol kothay nia gasan. apni pura akta faul pola…………