বিসমিল্লাহির রাহমানির রাহিম
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
আজকে আমি আলোচনা করবো সর্বাধিক সার্চ হওয়া ক্রীড়া নিয়ে। আমরা তো সবাই এবার আইপিএল খেলা দেখেছি?
যার ফাইনালে মুখোমুখি হয় "সাইনরাইজ হায়দ্রাবাদ, এবং চেন্নাই সুপার কিংস"
আইপিএল নিয়ে সবার মাতামাতি ছিলো একটু ভিন্নতর।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ বিশ্লেষণ সফটওয়্যার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এই নিয়ে গবেষণা করেছেন।
প্রতিষ্ঠান্টি সফটওয়্যার ইনটেলিজেন্সট ডেটা সরবরাহ করে থাকে, এর মধ্যে ওয়েবসাইট ট্রাফিকের তথ্য, কিওয়ার্ডসে অ্যাডওয়ার্ডস খরচ, এবং অন্যান্য এসইও সংশ্লিস্ট ডেটা রয়েছে।
এক গবেষণায় ১৯ কোটি ২০ লাখ দর্শকের অনলাইন উপস্থিতি নিয়ে কাজ করা হয়েছে। সেখানে দেখা যায়, ‘আইপিএল’ কিওয়ার্ডটির সঙ্গে সম্পর্কিত এমন কিওয়ার্ডের সংখ্যা ২২, ৫২, ০০০-এর বেশি। ২০১৭ সালের এপ্রিলে আইপিএল কিওয়ার্ড দিয়ে করা সার্চের সংখ্যা ছিল ৮, ২৩, ০০০। এবছর একই মাসে এটি বেড়ে হয়েছে ১৮ লাখ।
প্রতিষ্ঠানটি ভারতের আঞ্চলিক বিপনণ ব্যবস্থাপক রোহান আইয়ার বলেন, “আইপিএল-এর মতো বড় টিকেট-ইভেন্টিওগুলোতে বিপনণকারীরা ইভেন্টের বিষয় অনুসারে ঠিকঠাক দর্শক লক্ষ্য করতে একটি সুযোগই পেয়ে থাকে। এর মানে হচ্ছে সৃজনশীল ও সঠিক ব্র্যান্ড মেসেজ তৈরিতে তাদের ধারণা করার চেয়ে বাস্তব তথ্যনির্ভর হওয়া উচিৎ।
আজকের মত চলে যাচ্ছি দেখা হবে আগামী টিউনে। সবাই ভাল থাকবেন, সুস্থ্য সুন্দর থাকবেন, আল্লাহ্ হাফেজ।
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}