সারাদিন অফিসের ডেস্কে বসে বসে ফিটনেস নস্ট? এই ছোট্ট গ্যাজেটটি নিয়ে এলো এর সমাধান

টিউন বিভাগ খবর
প্রকাশিত

যারা সারাদিন অফিসে বসে বসে কাজ করেন তাদের জন্য ফিটনেস ধরে রাখাটা খুবই কস্টকর। আর সারাদিন বসে বসে ডেক্সে কাজ করতে করতে হাত, কব্জি, ঘাড় ইত্যাদির ব্যাথায় অনেকেই ভুগে থাকেন। এছাড়াও যারা বিভিন্ন হাতের ইনজুরিতে ভুগছেন কিংবা হাতের কোনো ইনজুরি থেকে সুস্থ হবার ট্রাই করছেন তারা অনেকেই ফিজিক্যাল থেরাপির সাহায্য নিয়ে থাকেন। আজ আমি নিয়ে এলাম এমন একটি ছোট্ট গ্যাজেট যেটি আপনার এই ফিজিক্যাল থেরাপির থেকে অনেক সস্তা।

ডিভাইসটির নাম  Powerball Supernova Pro। ছো্ট্ট টেনিস বলের মতো দেখতে এই গ্যাজেটটি আপনার হাত এবং কাঁথের সকল ইনজুরির একটি ডিজিটাল থেরাপির কাজ করবে।

প্রতিদিন মাত্র ৩ মিনিটের ব্যবহারের মাধ্যমে গ্যাজেটটি আপনার আঙ্গুল, হাত, কব্জি এবং কাঁধের দীর্ঘমেয়াদি Strength এবং Mobility গঠন করতে সাহায্য করবে। এছাড়াও নিয়মিত গ্যাজেটটির ব্যবহার আপনাকে RSIs (Repetitive Strain Injuries) থেকে রক্ষা করবে এবং আপনার হাতের গ্রিপ এবং Endurance বৃদ্ধিতে সাহায্য করবে।

গ্যাজেটটিতে রয়েছে একটি গাইরোস্কোপ যেটি প্রায় 18000 RPMs গতিতে ঘুরে ঘুরে একটি শক্তিশালি রেজিস্টেন্স তৈরি করে। আপনাকে যা করতে হবে তা হলো গ্যাজেটটি হাতে নিন, রোটরটি চালু করুন এবং হাতের কব্জিকে গ্যাজেটির স্পিডের সাথে উপর-নীচ-ডানে-বামে ঘুরোতে থাকুন। স্পিড বাড়ার সাথে সাথে বলটির মোশন আপনাকে একটি দারুণ ওর্য়াকআউট উপহার দিতে পারবে। আর এই ওয়ার্কআউটটি আপনি বাসায় বসে, অফিসে বসে, ভ্রমণে বা যেকোনো ব্যস্ত জায়গায় দ্রুত করে নিতে পারবেন।

গ্যাজেটটি আপনি পেয়ে যাবেন ১৭.৯৯ থেকে ২৫.৯৯ মার্কিন ডলার মূল্যে।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস