সেলফি স্টিক এখন পুরোনো জিনিস। সেলফি তোলার জন্য এবার আরো উন্নত এবং কাজের এবং একই সাথে স্মার্ট একটি ডিভাইস আপনি ব্যবহার করতে পারেন যার নাম হচ্ছে Pitbot। এটি হচ্ছে একটি মটরযুক্ত স্মার্টফোন মাউন্ট সিস্টেম যেখানে রয়েছে ফেস ট্র্যাকিং সিস্টেম যেটির মাধ্যমে আপনি পরবর্তী প্রজন্মের সেফলি খুব সহজেই তুলে নিতে পারবেন। আর ইউটিউবারদের জন্য এটি বেশ কাজে দেবে।
পিকবটে রয়েছে বিল্ট-ইন ফেসিয়াল ট্র্যাকিং সফটওয়্যার এবং ৩৬০ ডিগ্রির অটো রোটেশন সিস্টেম। যেটির মাধ্যমে এটি আপনার ফেসকে মোশনের মধ্যেও ডিটেক্ট করতে সক্ষম। অর্থ্যাৎ এবার দৌড়াতে দৌড়াতে আপনি এই পিকবটের মাধ্যমে সেলফি কিংবা পারফেক্ট ভিডিও ক্যাপচার করতে পারবেন! দারুণ না?!
পিকবট একই সাথে সবোর্চ্চ ৩টি ফেইস ডিটেক্ট করতে সক্ষম তাই আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে নিয়েও গ্রুপ সেলফি তুলে নিতে পারেন দারুণ ভাবে। মানে পিকবট আপনার নিজস্ব ডিজিটাল ফটোগ্রাফারের সকল কাজ করতে পারবেন।
আর আপনি যদি নিজেই একজন ফটোগ্রাফার হন বা ফটোগ্রাফিতে আপনার আগ্রহ থাকে তাহলে এই picbot টি আপনার জন্য একটি must-have গেজেট হিসেবে বিবেচিত হবে।
আর কম্পিউটারে ওয়েবক্যামের বদলে এই পিকবটকে বসিয়ে রাখলে রুমের ভেতর আপনি হাটাচলা করতে করতেও ওয়েবক্যামের কাজটি পিকবটের সাহায্যে সঠিক ভাবে করতে পারবেন যেখানে ক্যামেরার ফোকাসটি থাকবে আপনার ফেসের দিকে।
পিকবট মাউন্টটি পিকবট অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, আর এই অ্যাপসটি আপনার ডিভাইসে ইন্সটল করে নিয়ে আপনি পিকবটের উপর সরাসরি নিয়ন্ত্রণ পাবেন। এর অটো ট্র্যাকিং এবং ফেসিয়াল ট্র্যাকিং ফিচারের মাধ্যমে এবার আপনি আপনার স্মার্টফোন দিয়েই সুক্ষ ও চমৎকার হ্যান্ডস ফ্রি ভিডিও রের্কড করতে পারবেন। মনে রাখবেন পিকবট কে নিয়ন্ত্রণ করতে আলাদা কোনো প্রকারের কনন্ট্রোলারের প্রয়োজন হবে না। তবে আপনি ম্যানেুয়ালি পিকবটকে নিয়ন্ত্রণ করতে পারবেন যেকোনো Bluetooth কনট্রোলার দিয়ে। মিনি ট্রাইপড সহ ডিভাইস বর্তমানে আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে ৯৯ মার্কিন ডলারে।
এই জাতীয় তথ্য প্রযুক্তি আরো চমৎকার সব খবর পেতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ এবং আমাকে ফলো করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ টিউনটি ভালো লাগলে জোস বাটনে হালকা একটি ক্লিক করে দিন।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!