ফেসবুক তাদের নিজস্ব ডিজিটাল অর্থব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

হাই কেমন আছেন আপনারা? সবাইকে পবিত্র মাহে রমজানে শুভেচ্ছা। খবর পাওয়া গিয়েছে ইদানিং ফেসবুক তাদের নিজস্ব ডিজিটাল অর্থব্যবস্থা বা cryptocurrency তৈরি করার চেষ্টায় রয়েছে। গত রবিবার ফেসবুকের মেসেঞ্জারের প্রধান David Marcus বলেছেন যে তিনি কোম্পানির জন্য ব্লকচেইন অ্যাপসের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।


আর এই ফেসবুক cryptocurrency এর মাধ্যমে ফেসবুক তাদের সাইটে ডিজিটাল অর্থ জালিয়াতি অনেকাংশে কমিয়ে আনতে পারবে বলে কোম্পানিটি আশা প্রকাশ করেছে। সম্প্রতি ফেসবুকের মেসেঞ্জারের হেড David Marcus বলেছেন যে তিনি তার পজিশনটি ছেড়ে দিয়ে ফেসবুকে ব্লকচেইন এর ব্যবহারের উপর গবেষণার ডিপার্টমেন্টে চলে যাবার পরিকল্পনা তার রয়েছে। আর ধারণা করা হচ্ছে যে ফেসবুকের ব্লকচেইন টেকনোলজিতে আগ্রহের পেছনে থাকতে পারে তাদের নিজস্ব ডিজিটাল অর্থব্যবস্থার জন্য। আর এই ফেসবুকের নিজস্ব ডিজিটাল অর্থব্যবস্থার মাধ্যমে ফেসবুক তাদের সাইটের সকল আর্থিক কাজ এই কারেন্সিতে করবে বলে পরিকল্পনা রয়েছে ফেসবুকের।


ফেসবুকের নিজস্ব এই অর্থব্যবস্থার মাধ্যমে যেসকল ফেসবুক ব্যববহারকারীর কোনো প্রকারের ব্যাংক একাউন্ট নেই তারাও ফেসবুকের আর্থিক ফিচারগুলো উপভোগ করতে পারবেন। এই ফিচারটি ছাড়াও বর্তমানে ফেসবুক অনেক ধরনের নতুন ফিচার ফেসবুকে আনার গবেষনা করছে।
ফেসবুকের এই নতুন ডিজিটাল অর্থব্যবস্থা বা নিজস্ব অর্থব্যবস্থা নিয়ে আসাটা কতটুকু সার্থক হবে বলে আপনি মনে করে? সেটা টিউমেন্টে আমাদেরকে জানান।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Fatafati hobe.