এ বছর আসছে আইফোন এর নতুন তিনটি ডিভাইস

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

কিডনী বেঁচে আইফোন কেনার দিন শেষ! কারণ এ বছরে আসছে আইফোনের তিন থেকে চারটি নতুন ডিভাইস! হাহাহাহা! কেমন আছেন আপনারা? শুরুতেই একটু মজা করে নিলাম। তবে এটা সত্য যে এ বছর আমাদের জন্য অ্যাপল কমপক্ষে নতুন তিনটি ডিভাইস আনতে যাচ্ছে। যেগুলোর নাম এখনো কনর্ফাম না হলে আইফোন ৯, আইফোন ১১ এবং গত বছরের আইফোন এক্স এর আপগ্রেড সংস্করণ আইফোন এক্সআই আসতে পারে বলে গুজব রয়েছে। আর আজকে আমি নিয়ে এলাম এ বছরের আইফোনের সকল গুজব এবং লিকডকৃত সকল নিউজ নিয়ে। আমরা সকলেই মুখিয়ে রয়েছে আইফোন এক্স এর বড় ভার্সন আইফোন এক্স প্লাস এর জন্য। আইফোন এক্স প্লাস এর ডিজাইনটি আলাদা হলেও এটির সাইজ আইফোন ৮ প্লাস এর মতোই হবে তবে এটার থেকে বড় স্ক্রিণ থাকবে আইফোন এক্স প্লাস এর। এছাড়াও অ্যাপল তাদের iPhone SE এরও একটি আপগ্রেডের সংস্করণ আনতে যাচ্ছে এ বছরের শেষের দিকে।

এবছর আমরা নিচের ডিভাইসগুলোকে বাজারে দেখতে পারি:

> iPhone 9, iPhone 9 Plus

> iPhone 11, iPhone 11 Plus (XI, XI Plus)

> iPhone Xs, iPhone Xs Plus

> iPhone X Plus

এগুলোর নাম কিন্তু এখনো নিশ্চিত নয় এগুলো শুধুমাত্র গুজব আরকি। তবে এটা নিশ্চিত যে এ বছরের সেপ্টেম্বর, ২০১৮ তে আমরা অ্যাপল এর কাছ থেকে নতুন আইফোনের ব্যাপারে কিছু একটা এনাউন্সমেন্ট পাবো। আর এটাও নিশ্চিত এ বছরে কমপক্ষে তিন আইফোন আসতে যাচ্ছে। এমনটি চারটিও আসতে পারে।

এদের মধ্যে একটি হলো ৫.৮ ইঞ্চির OLED ডিভাইস যার নাম হতে পারে আইফোন ১১ বা এক্সআই। এটি আইফোন এক্স এর মতোই ডিজাইনের হবে। আরেকটি হলো ৬.৫ ইঞ্চির OLED ডিভাইস যেটি হবে আইপোন এক্স প্লাস কিংবা এক্সআই প্লাস। এবং শেষের ডিভাইসটি হবে ৬.১ ইঞ্চির OLED ডিভাইস যেটি একটু কম মূল্যে ৭০০ মার্কিন ডলারে বাজারে আসবে। এতে নরমাল আইফোনের ডিজাইন থাকবে এবং পেছনে দুটি ক্যামেরা লেন্সের বদলে একটি লেন্স থাকবে। অ্যাপল কোম্পানি আশা করছেন যে এই তুলনামূলক সস্তা নতুন আইফোনটি ১০০ মিলিয়ন ইউনিক বিক্রি হবে।

অন্যদিকে এও শোনা যাচ্ছে যে আইফোন এক্স এর উৎপাদন একেবারে বন্ধ করে দিতে পারে অ্যাপল। যার কারণ নিশ্চিত নয়। ইতিমধ্যেই এ বছরের জুনে জানা গিয়েছে যে অ্যাপল প্রায় ১০ মিলিয়ন আইফোন এক্স উৎপাদন করা বন্ধ করে দিয়েছে। অ্যাপল কোনো ডিভাইসকে মাত্র এক বছরের মাথাই বাজার থেকে উঠে নেওয়া কাজটি আগে করেনি। তবে এটাও গুজব রয়েছে যে আপনি এবছর আইফোন এক্স এর একটি কমমূল্যের ভার্সন iPhone X 'Lite' বাজারে পেতে পারেন।

আইফোন এক্স লাইট ডিভাইসটিতে আইফোন এক্স এর প্রায় সকল ফিচার থাকবে কিন্তু এখানে আপনি কম পিক্সেলের LCD-TFT স্ক্রিণ পাবেন। এর মূল্য রাখা হচে ৬৪৯ থেকে ৭৪৯ মার্কিন ডলার।

অন্য একটি বিষয় হলো অ্যাপল তাদের সকল ২০১৮ এর আইফোনগুলোকে আইফোন এক্স এর ডিজাইনে নিয়ে আসছে। অর্থ্যাৎ এ বছরের সকল আইফোনগুলো হবে Bezel-Free ডিজাইন, থাকবে ফেইস আইডি ক্যামেরা এবং এগুলোতে কোনো হোম বাটন থাকবে না। Bezel Free ডিজাইনের মাধ্যমে একই সাইজের ডিভাইসে বড় স্ক্রিণের স্বাদ দেওয়ার লক্ষ্যেই অ্যাপল এই ডিজাইন ধাঁচটিকে বেছে নিয়েছে। যেমন আইফোন ৮ প্লাস এর স্ক্রিণ সাইজ ছিলো সাড়ে পাচঁ ইঞ্চি কিন্তু একই ডিভাইস সাইজের আইফোন এক্স প্লাস এর ডিসপ্লে সাইজ হবে প্রায় সাড়ে ছয় ইঞ্জির মতো।

আরেকটি ব্যাপার হলো এবারের আইফোনগুলোতে Curved Screen স্টাইলটি থাকতে পারে। যেটিকে আমরা ইদানিংয়ের স্যামসং ডিভাইসগুলোতে দেখে আসছি। তবে আইফোনগুলোর স্ক্রিণ হবে উপর-নিচ হতে Curved যেখানে স্যামসং ডিভাইসগুলো বাম-ডান দিক থেকে Curved। তবে এই ডিজাইনের আইফোন সামনে আসবে বলে নিশ্চিত হওয়া গেলেও এ বছরেই যে আসবে এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায় নি।

এইটি হবে আইফোন এক্স প্লাস এর স্ক্রিণ সাইজ।

তো এ বছরের আইফোনে আমরা পেতে যাচ্ছি A12 প্রসেসর। এই A12 প্রসেসরটি বর্তমান জেনারেশনের প্রসেসরের থেকে ফার্স্ট এবং কম ব্যাটারী ক্ষয় করবে। থাকছে নতুন ফেইস আইডির আপগ্রেড। থাকছে ৪ গিগাবাইটের র‌্যাম। আর এছাড়াও এ বছরের মূল আইফোনে ৫জি টেকনোলজির সার্পোটের ব্যাপারটিও থাকতে পারে। যেটার নাম দেওয়া হয়েছে Gigabit LTE বা LTE Advanced। যেটির মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সেকেন্ডে ১০০০ মেগাবাইট ডাটা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও মূল আইফোন ২০১৮ মডেলে পাবেন দুরবর্তী বা Long-Ranged ওয়্যারলেস চার্জিং ফিচার।

তো আজকে আমরা জানতে পারলাম যে এ বছর একাধিক আইফোন আসছে। একই সাথে কমমূল্যে আইফোনও আপনি পাচ্ছেন এবং অন্যদিকে বড় স্ক্রিণ সাইজের আইফোনও পাচ্ছেন। এও জানতে পারলেন যে ভবিষ্যৎতের সকল আইফোনগুলো আইফোন এক্স এর ডিজাইনের হচ্ছে। আরো জানতে পারলেন যে সামনের কোনো একটি আইফোনে থাকছে Curved স্ক্রিণ ফিচার। আর এবছরের একটি আইফোনে থাকছে তিনটি রেয়ার ক্যামেরা লেন্স।

তো আপনি কোনটি নিয়ে বেশি ইন্টারেস্টেড রয়েছেন? টিউমেন্টে আমাদেরকে জানান। আর হ্যাঁ টিউনটি ভালো লাগলে জোস বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস