ফেসবুক F8 কনফারেন্স ২০১৮ থেকে – নতুন যা যা আসছে ফেসবুকে

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

২০০৪ সালের শেষের দিকে শুরু হওয়া সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক সময়ের আবর্তনে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন আপগ্রেড দিয়ে আসছে। যেমন আগে টাইমলাইন ফিচারটি ছিলো না এখন এটা রয়েছে। আগে শুধু টিউনে লাইক দেওয়া যেত এখন আমরা লাইকের পাশাপাশি বিভিন্ন ধরনের ইমোজি টিউনে দিতে পারছি ইত্যাদি। আর এ বছরের F8 সম্মেলনেও ফেসবুক তাদের নতুন আপগ্রেডের বিভিন্ন কথা বলেছে। আর সেটা নিয়ে আমার আজকের এই টিউন। F8 হচ্ছে একটি দুই দিনের কর্মসূচি যেখানে বিশ্বের প্রায় সকল বড় বড় Global Developer Community একত্রে হয়ে ভবিষ্যৎ এর টেকনোলজি নিয়ে সম্মেলন করে থাকে।

এবারের F8 সম্মেলনটি অনুষ্টিত হয় আমেরিকার San Jose শহরে আর অনুষ্ঠানটির প্রথম দিনের শুরু করেন এই বলে যে নির্মাতাদের শুধুমাত্র লোকজনদের কে শক্তিশালি টুলস উপহার দিয়েই তাদের কাজ শেষ এটা না মনে করতে বরং নির্মাতাদের এও খেয়াল রাখতে বললেন যে এই শক্তিশালি টুলসগুলো যাতে ভালো কাজে ব্যবহৃত হয় সেদিকেও নির্মাতাদের লক্ষ্য রাখা উচিত। এছাড়াও তিনি Facebook, Instagram, WhatsApp, Messenger এবং Oculus এর নতুন নতুন সার্ভিস নির্মানের মধ্য দিয়ে আমাদের ডিজিটাল লাইফকে আরো সুন্দর ভাবে কিভাবে কানেক্ট করা যায় সেটা নিয়ে ভাবতে বলেছেন তিনি।

মার্ক জুকারবার্ক ছাড়াও সম্মেলনে বক্তব্য রাখে চিফ প্রোডাক্ট অফিসার Chris Cox, ইন্সটাগ্রাম প্রোডাক্ট ম্যানেজারস Jyoti Sood এবং Shilpa Sarka, ইন্সটাগ্রাম ডাটা সাইন্স ম্যানেজার Tamar Shapiro, ওয়াটস এপপ ডাইরেক্টর Mubarik Imam, মেসেজিং প্রোডাক্টের ভিপি David Marcus সহ আরো অনেকেই।

তো চলুন এবার দেখে নেই ফেসবুকে আমরা সামনের দিনগুলোতে কি কি আপগ্রেড পাচ্ছি:

ক্লিয়ার হিস্টোরি

ফেসবুকে আপনারা শীঘ্রই পেতে যাচ্ছেন ক্লিয়ার হিস্টোরি ফিচার। এই ফিচারটির মাধ্যমে আপনার ফেসবুক একাউন্ট ব্যবহার করে আপনি যখন কোনো ওয়েবসাইট কিংবা এপপস ব্যবহার করেন তখন উক্ত সাইট এবং এপপস ফেসবুকে আপনার একাউন্ট রিলেটেড যেসকল তথ্য আদান প্রদান করে সেগুলো আপনি এই ফিচারটির মাধ্যমে দেখতে পারবেন। এবং এই ফিচারের মাধ্যমে আপনার একাউন্টের কি কি তথ্য ওই সমস্ত সাইটে এবং এপপয়ে এবং সেখান থেকে ফেসবুক কর্তৃপক্ষকে কি কি পাঠানো হচ্ছে সেটাও আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

স্টোরি শেয়ারিং

ইতিমধ্যেই এই নতুন ফিচারটি ফেসবুকে চলে এসেছে। এখন আপনি ফেসবুক এবং ইন্সটাগ্রামে দুটো জায়গাতেই স্টোরি শেয়ার করতে পারবেন। বিভিন্ন দিনে আপনার মুড বিভিন্ন রকম হয়ে থাকে। আর আপনি চান যে উক্ত দিনের একটি পিকচার বা ভিডিও শুধুমাত্র ওইদিন ব্যাপী আপনার একাউন্টে পিন আপ হয়ে থাকুক। যাতে আপনার ফেসবুক বা ইন্সটাগ্রাম বন্ধুরা এক নজরে সেটা থেকে আপনার বর্তমান মুডটি বুঝে নিতে পারে। স্টোরি শেয়ারিং ফিচারটি দিন দিন আরো উন্নত এবং নতুন নতুন টেকনিক ফেসবুক নিয়ে আসবে।

যেমন আপনি Spotify তে মিউজিক শুনছেন এবং এখন থেকে শুধুমাত্র Share বাটনে চাপ দিলেই উক্ত মমেন্টটি অটোমেটিক্যালি আপনি ফেসবুক এবং ইন্সটাগ্রামে শেয়ার করতে পারবেন স্টোরি হিসেবে, ফেসবুক বা ইন্সটাগ্রাম এপপ চালু না করেই।

গ্রুপস

ফেসবুকের নতুন আপগ্রেড হিসেবে পাবেন নতুন গ্রুপস ট্যাব। এই ট্যাবের মাধ্যমে আপনার যাবতীয় সকল গ্রুপসকে এখন আরো সহজে ও দ্রুত  ম্যানেজিং করতে পারবেন। আর এই বছরের শেষের দিকে এই ট্যাবের মাধ্যমেই আপনি নতুন গ্রুপে জয়েনিংও করতে পারবেন।

ডেটিং

এবার ফেসবুক এপপের মাধ্যমে আপনি ডেটিং করতে পারবেন! ইতিমধ্যেই ফেসবুকের মাধ্যমে আমরা নতুন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছি প্রতিনিয়ত। আর ফেসবুক কর্তৃপক্ষ এই সুবিধাকে আরো উন্নত মানের দিতে চান। আর এই আপগ্রেডের মাধ্যমে ফেসবুক প্রোফাইলের থেকে আলাদা ভাবে একটি ডেটিং প্রোফাইল থাকবে এই উদ্দেশ্যে। আর আরো মজার ব্যাপার হলো আপনি কার সাথে ডেটিং করছেন সেটা আপনার কিংবা তার ফেসবুক ফ্রেন্ডসরা দেখতে পারবেন না, এটি শুধুমাত্র আপনাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই ফিচারটির পরীক্ষামূলক ভাবে এ বছরের শেষের দিকে ফেসবুকে আনা হবে।

ক্রাইসিস রেন্সপন্স

গতবছর ফেসবুক Crisis Response নামের একটি সেন্টার এনাউন্স করেছিল। ফেসবুকের একটি সেন্টার হলো ক্রাইসিস রেন্সপন্স যেখানে  লোকজন সাম্প্রতিক ক্রাইসিস সম্পর্কে জানতে পারবে এবং Safety Check, কমিউনিটি হেল্প এবং ফান্ডরাইজিং ইত্যাদি কাজগুলোর ফেসবুক এই ইভেন্টের মাধ্যমে সম্পন্ন করতে পারবে। আর এবার এই ক্রাইসিস রেন্সপন্সে আপগ্রেড আসছে। এবার ফেসবুক ইউজাররা নিজ থেকে ক্রাইসিসযুক্ত শহর বা এলাকার ছবি বা ভিডিও আপলোড করে ক্রাইসিস রেন্সপন্স ইভেন্টগুলোকে আরো সহজ করে ফেলতে পারবেন।

ফেসবুকে ব্লাড ডোনেশন

ফেসবুকে ব্লাড ডোনার হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তানের লোক এবার রেজিস্টার্ড হতে পারবে এবং সহজেই নিজের ব্লাড অন্যের সাহায্যে এগিয়ে আসতে পারবে। আর কিছু সপ্তাহের মধ্যেই এই তিনটি দেশের লোকজন এবার ফেসবুক থেকেই ব্লাড ডোনেশন, ব্লাড ডোনেশনের রিকোয়েস্ট সহ তাদের শহরের আশেপাশের নিকটবর্তী ব্লাড ব্যাংক ও ব্লাড ক্যাম্পের খবরাখবর ফেসবুক থেকেই জানতে পারবে।

ডেভেলপার কমিউনিটিতে ইনভেস্টমেন্ট

ফেসবুকে ডেভেলপার কমিউনিটিতেও এবার সুন্দর এবং বড় ধরনের ইনভেস্টমেন্টমূলক আপগ্রেড আনতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এদের মধ্যে রয়েছে এপপ রিভিউ প্রসেসকে পুনরায় চালু করা, ভ্যালুযুক্ত APIs তৈরি, ডেভেলপারদের ট্রান্সপারেন্সি এবং কনট্রোল দেওয়া, FbStart, Developer cirles, Global tech hubs, prize based competitions, redesigned developer site সহ আরো বেশ কিছু আপগ্রেড এনেছে ফেসবুক।

ইন্সটাগ্রাম:

এতক্ষণ কথা বলছিলাম সম্মেলনে ফেসবুক যা যা সামনের দিনগুলোতে এনেছে সেগুলো নিয়ে। এবার কথা বলবো সম্মেলনে ইন্সটাগ্রাম কি কি নতুন ফিচার ঘোষণা করেছে সেগুলো নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন কিংবা নাও জানেন যে ইন্সটাগ্রাম কোম্পানি এখন ফেসবুকের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

AR ক্যামেরা ইফেক্ট

গত বছরের F8 সম্মেলনে AR ক্যামেরা প্লাটফর্মটি সবার কাছে উন্মোচন করা হয়েছিল। আর এ বছরের সম্মেলনে ইন্সটাগ্রামের জন্য এআর ক্যামেরা ইফেক্ট আপগ্রেড হিসেবে নিয়ে আসা হয়েছে। AR স্টুডিওর ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা ইউনিক, ইন্টারএকটিভ ইউনিক ক্যামেরা এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। এদের মধ্যে ফেইস ফিল্টার এবং ওয়ার্ল্ড ইফেক্টও রয়েছে।

ভিডিও চ্যাট

এবার ইন্সটাগ্রামে রিয়েল-টাইম ভিডিও চ্যাট করার ফিচার আসছে। ইন্সটাগ্রামে one-on-one কিংবা গ্রুপ ভিক্তিক peer-to-peer টেকনোলজির ভিডিও চ্যাট ব্যবহারকারীরা শীঘ্রই উপভোগ করতে পারবেন।

নতুন এক্সপ্লোর

ইন্সটাগ্রামে এক্সপোর ফিচারটি সম্পর্কে অবশ্যই আপনারা জানেন। ইন্সটাগ্রামের অ্যাপ সংষ্করণগুলোকে সার্চ বাটনে ক্লিক করলে অটো অনেক কিছুই সাজেশনমূলক সার্চ রেজাল্ট আগে থেকেই চলে আসতো। আর এবার এই এক্সপ্লোর ফিচারটির নতুন আপগ্রেড আসতে চলছে। এবার আপনার অবস্থান, আপনার ইন্সটাগ্রামের রূচিবোধ, সঠিক টপিক চ্যানেল ইত্যাদির উপর বিশ্লেষণ করে আপনাকে এক্সপ্লোর রেজাল্ট দিতে পারবে ইন্সটাগ্রাম।

ওয়াটস অ্যাপ:

এবারের সম্মেলনে ওয়াটস অ্যাপ তাদের নিজস্ব গ্রুপ কলিং ফিচার এবং চ্যাটের জন্য নতুন সব স্টিকার আপগ্রেড হিসেবে নিয়ে আসবে বলে ঘোষনা দিয়েছে। সম্মেলনে ওয়াটস অ্যাপের পরিচালক Mubarik Imam এসকল তথ্য উপস্থাপন করেন। গ্রুপ কলিং ফিচারটি আগামী মাসে ওয়াটস অ্যাপে আসবে বলেও তিনি জানান। উল্লেখ্য যে ওয়াটস অ্যাপ ও কিন্তু বর্তমানে ফেসবুকের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

মেসেঞ্জার:

এবার আসি মেসেঞ্জার নিয়ে। এবারের সম্মেলনে মেসেঞ্জার নিয়ে বক্তব্য রাখেন এর ভাইস প্রেসিডেন্ট David Marcus। মেসেঞ্জারে আপগ্রেড হিসেবে integrated AR ক্যামেরা ইফেক্ট এবং M Translations আসতে চলেছে। মেসেঞ্জারে অলরেডি বেটা সংষ্করণ হিসেবে এআর ক্যামেরা চালু হয়ে গিয়েছে। আর অন্য দিকে M translations এর মাধ্যমে ফেসবুক মার্কেটপ্লেসে ব্যবসায়িক যত কার্যক্রম রয়েছে সেগুলোর চ্যাট আপনি মেসেঞ্জারে আপনার ভাষায় করতে পারবেন। অপরপক্ষ অন্য ভাষায় চ্যাট করলেও এই ফিচারটির মাধ্যমে মেসেঞ্জার অটো টান্সলেট করে আপনার সামনে আপনার ভাষায় চ্যাটটি উপস্থাপন করতে পারবে। শুরুতে শুধুমাত্র ইংরেজি থেকে স্পেনিশ ভাষায় টান্সলেশনের সুবিধা নিয়ে M Translations ফিচারটি আসতে চলেছে খুব শীঘ্রই।

AR/VR:

AR/VR টেকনোলজিকে বেশ কয়েকটি আপগ্রেড এর কথা বলা হয়েছে এবারের সম্মেলনে। এদের মধ্যে রয়েছে Oculus Go, Shared VR Experiences এর জন্য নতুন অ্যাপ এবং থ্রিডি ক্যাপচারের আপগ্রেডের নিউজ। সম্মেলনে জানানো হয় যে Oculus কোম্পানির প্রথম VR Headset এখান বাজারে পাওয়া যাচ্ছে ১৯৯ মার্কিন ডলার মূল্যে। এবার এই হেডসেট দিয়ে আপনি ১০০০ এর বেশি গেমস এবং অ্যাপকে VR এক্সপেরিয়েন্স এর মধ্য দিয়ে উপভোগ করতে পারবেন।

ফেসবুকের ইন্সভেস্টমেন্ট

AR এবং VR টেকনোলজিতে ফেসবুক দারুণ ইন্টারেস্টেড। আর তাই এবারের সম্মেলনে ফেসবুক তাদের নিজস্ব গবেষকদের কে দিয়ে এই প্রযুক্তি খাতে আরো নতুন নতুন পণ্য সৃষ্টিতে কাজে লেগেছে বলে জানানো হয়েছে। এছাড়াও দুরবর্তী যোগাযোগ মাধ্যমগুলোতেও AR/VR এর ব্যবহার করে যাতে ব্যবহারকারীরা উন্নত মানের সেবা পায় এ ব্যাপারেও কাজ করে যাচ্ছে বলে জানা যায়।

ইতিমধ্যেই ফেসবুকের রিসার্চ সাইন্টিসরা একটি প্রোটোটাইপ সিস্টেম তৈরি করেছে যেটি AR/VR এর মাধ্যমে ব্যবহারকারীর আশেপাশের ফিজিক্যাল স্পেসগুলোকে থ্রিডি রিকনস্ট্রাকশনে রূপান্তর করতে সক্ষম।

কানেক্টিভিটি

এই সকল এডভান্সড AI এবং AR/VR ভিক্তিক তথ্যপ্রযুক্তিগুলো শুধুমাত্র শক্তিশালি ইন্টারনেট সংযোগ এর সাথেই কাজ করবে। কিন্তু বর্তমানে পৃথিবীতে প্রায় ৩.৮ বিলিয়ন মানুষ রয়েছেন যাদের কাছে এখনো ইন্টারনেট পৌঁছায় নি। আর এই সমস্যার সমাধানের জন্য এবারের F8 সম্মেলন থেকে ঘোষণা আসে যে ফেসবুক সহ বিভিন্ন বড় বড় কোম্পানির বিঞ্জানীরা একত্র হয়ে নেক্স জেনারেশন টেকনোলজির সৃষ্টির কাজ করে যাচ্ছেন যাতে এই মানুষগুলোকেও সহজেই কম খরচে ইন্টারনেটের আওতায় আনা যায়। এরই মধ্যে তারা উগান্ডা দেশে নতুন প্রযুক্তির ফাইবার সংযোগ আনার কাজ শুরু করে দিয়েছেন। এর মাধ্যমে উক্ত দেশের প্রায় ৩ মিলিয়ন লোক ইন্টারনেটে নতুন করে সংযুক্ত হতে পারবেন। এছাড়াও হাঙ্গারী এবং মালেশিয়ায় ফেসবুক এবং City of San Jose এর কর্মকর্তারা নতুন প্রযুক্তির এডভান্সড ওয়াইফাই এর টেস্টিং শুরু করে দিয়েছেন।

Artificial Intelligence

ফেসবুক কর্তৃপক্ষ এই AI টেকনোলজিকে ফিউচারের Foundational টেকনোলজি হিসেবে দেখে এবং এবারের সম্মেলনে জানা যায় যে ফেসবুক কর্তৃপক্ষ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিপুল পরিমানের ইনভেস্টমেন্ট করেছেন। ইত্যিমধ্যেই বিঞ্জানীরা তাদের একটি যন্ত্রের মাধ্যমে প্রায় ৩.৫ বিলিয়ন পাবলিক ফটোর মধ্যে থেকে ইমেইজ রিকনজিশন সিস্টেম নির্মাণ করতে সক্ষম হয়েছেন। এই পাবলিক ফটোগুলো হ্যাশট্যাগের মাধ্যমে ফেসবুক থেকে সংগ্রহিত করা হয়েছিল। এই ডিভাইসটি ইতিমধ্যেই ৮৫.৪% সফলতার সাথে কাজটি করে দেখাতে পেরেছে। এর মাধ্যমে ফেসবুকের পলিসির বিরুদ্ধে যায় এইরকম ছবিগুলো সহজেই ডিটেক্ট করতে পারবে।

তো এই ছিলো আজকের টিউনের যত আয়োজন। আমার কাছে ফেসবুক ডেটিং সিস্টেম টি বেশ ইন্টাররেস্টিং লেগেছে। এবার হয়তো অদূর ভবিষ্যৎ এ দেখা যাবে যে তরুণ সমাজ আর ডেটিং এর জন্য অন্য কোনো অনলাইন মাধ্যম ব্যবহার না করে ফেসবুককে ব্যবহার করছে। কারণ বাংলাদেশে ইন্টারনেট এবং ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আসলেই প্রসংশার মতো। আজকের টিউনটি ভালো লাগলে জোস বাটনে ক্লিক করতে ভূলবেন না। আর কোনো মতামত থাকলে নিচের টিউমেন্ট বক্সে করতে পারেন। আর হ্যাঁ আজ এ পর্যন্ত থাকলেও আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনস এ। ভালো থাকবেন।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস