১৯ বছরের মধ্যে সবছেয়ে বড় চাঁদটি এখনি দেখে আসুন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ ১৯ এ মার্চ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসছে চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ টি এবারে বড় আকারে দেখার সুযোগ মিলছে।  আমি কয়েকবার গিয়ে দেখে আসছি আপনি ও গিয়ে দেখে আসুন। এ সুযোগ হয়তো আর নাও পেতে পারেন। প্রতি ১৯ বছর পর পর চাঁদ পৃথিবীকে পরিক্রমনের সময় পৃথিবীর কাছে চলে আসে আর পৃথীবী থেকে এ দূরত্ত্ব হয় ২১ হাজার ৫৬৭ মাইল। ১৯ বছর পরপর পৃথিবীর কাছে চাঁদ চলে আসার এই ঘটনাটিকে বলে লুনার পেরেজি।

এটি স্বাভাবিক আমরা যে চাঁদ দেখি তার থেকে শতকরা ১৪% বড় এবং ৩০% উজ্জ্বল দেখাবে।

চিন্তা করছেন সূর্য পৃথিবীর কাছে আসলে যেমন চশমা লাগে সূর্য দেখতে তেমনি চাঁদ দেখতে ও কি লাগবে?? না চাঁদ দেখতে কোন চশমা লাগবে না। খালি চোখেই দেখে আসতে পারবেন। তবে যদি টেলিস্কোপ দিয়ে দেখেন কেউ তাহলে তাদের মুন ফিল্টার ব্যবহার করতে হবে। ( আমার কোন টেলিস্কোপনেই 🙁 তাই আমার কোন চশমা ও লাগে নি :))

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এখন ধানমণ্ডি খেলার মাঠে চাঁদ পর্যবেক্ষণ ক্যাস্প করতেছে। বিজ্ঞান ক্লাব অনুসন্ধিৎসু চক্র এ উপলক্ষে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্প স্থাপন করেছে ।তারা এখন ওই ক্যাম্প থেকে সুপারমুনের ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করছে।

চাঁদ আদ দেখায় করনীয় ও সতর্কতা সম্পর্কে অনুসন্ধিৎসু চক্র বলেছে, খালি চোখেই এই পূর্ণিমার চাঁদ দেখা যাবে। যারা টেলিস্কোপ বা বাইনোকুলার দিয়ে পর্যবেক্ষণ করবেন, তাদের অবশ্যই মুন ফিল্টার ব্যবহার করা উচিত, নয়তো চোখের ক্ষতি হতে পারে। যারা ছবি তুলতে আগ্রহী, তাদের ক্ষেত্রে পরামর্শ, অটো মুডে বা অ্যাপরাচার/আইরিশ কমিয়ে ছবি তুলতে হবে।

চাঁদ কাছে আসা মানে কি শুধুই সৌন্দ্যয্য??

না চাঁদ যত বার ই পৃথিবীর কাছে আসছে ততবার ই একটা না একটা দূর্যোগ বয়ে এনেছে। বিবিসির সংবাদে শুনছি আমি, জাপানের এ দূর্যোগের জন্য ও চাঁদ দায়ী। যত বার পৃথিবীর কাছে চাঁদ আসছে ততবার জাপানের ঐ অঞ্চলে একটা না একটা পাকৃতিক দূর্যোগ ঘটে গেছে। গবেষকরা জানিয়েছেন, সুপারমুনের মতো চাঁদ পৃথিবীর নিকটবর্তী হওয়া মানেই পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। কারণ ২০০৫ এবং ১৯৭৪ সালে চাঁদ কাছাকাছি চলে এসেছিল। আর ওই বছরগুলোয়ই সামুদ্রিক সাইক্লোন এবং সুনামির মতো ঘটনা ঘটেছিল।

যারা জোয়ার ভাটা সম্পর্কে জানেন তাদের তারা তো জানার কথা যে চাঁদের আকর্ষণেই জোয়ার-ভাটা হয়।

আপনারা যদি কেউ ছবি ও তথ্য সংগ্রহ করতে চান তাহলে নাঈমুল ইসলাম অপু, সহ-সভাপতি, জ্যোতির্বিজ্ঞান বিভাগ, অনুসন্ধিৎসু চক্র, ফোন- ৭২৭৫৮৮৫, ০১৯১৪৭২৮৬৪০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

তথ্য সূত্র বা রেফারেন্সঃ

  1. http://www.prothom-alo.com/detail/date/2011-03-19/news/139694
  2. দৈনিক নয়াদিগন্ত
  3. দৈনিক সমকাল
  4. বিবিসি বাংলা এফএম রেডিও

Powered by:

টেকটুইটস

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Level 0

যাক! এই উপলক্ষে কিছু তথ্যও জানা হয়ে গেল..:) কিছু বানান ভুল আছে সেগুলো ঠিক করে নেবেন আর সাথে সাথে এই লাইনটাও কেটে দেবেন।

    ধন্যবাদ, আমি যা চোখে পড়ছে তা ঠিক করে দিলাম 🙂

নাহ! দেখা হলোনা। এরপর হয়ত বউ বাচ্চা নিয়ে দেখব 🙂 ইনশাল্লাহ

    🙂 এখন GF নিয়ে দেখলেই তো হত।

ধন্যবাদ ভাই আপনাকে। আপনার টিউনটি পড়ে তাৎক্ষনাৎ বেড়িয়ে যাই। আর মন ভরে চাঁদ দেখি। বন্ধু-বান্ধব অনেক কেই বিষয়টি জানাই। ফিরে এসে আপনাকে গরম গরম একটা কমেন্ট দিলাম। ভাল থাকুন। অনেক ভাল লেগেছে আজকেই এই পরিষ্কার ঝল ঝলে আর ঝকমকে চাঁদ টি।

    যাক অন্তত একজনের কাযে লেগেছে টিউনটি, আপনাকে ও ধন্যবাদ।

10.05pm porjon shade celam .chad o dekce batas o kaice.donnobad jakir bhai

Level 0

জাকির ভাই=>শেয়ার করার জন্য ধন্যবাদ।আমি ১টা ছোট-খাট ছবি তুলসি,দেখার টাইম পেলে দেখে বলিয়েন কেমন হইসে???

http://www.facebook.com/photo.php?fbid=1466338798726&set=a.1270775429764.35941.1841238759

    ছবি গুলো আমি দেখতে পারছি না। 🙁

    Level 0

    আচ্ছা ভাইয়া,ছবি/ফাইল আপলোড করার কোন উপাই আছে,তাহলে লিঙ্ক তা দিলে দেখতে পারতেন।ধন্যবাদ ট্রায় করার জন্য।

    এলবাম টির Privacy, Everyone করে দিলে সবাই দেখতে পাবে।
    তার জন্য প্রথমে ঐ এলবামে যান>>নিচে গিয়ে Edit Info পাবেন। সেখান থেকে Privacy পরিবর্তন করুন। তাহলেই হবে, ( আপনি এগুলো জানলে সরি 🙁 পন্ডিতি করার জন্য )

    অথবা http://www.facebook.com/jakir007 এখানে একটু ক্লিক করে আমাকে এড করে নিন প্লিজ। তাহলে ও আমি দেখতে পাবর

    Level 0

    আরে না,কোন সমস্যা নাই।rqst পাঠাইসি,এরপর দেখতে পারবেন।ধন্যবাদ।