হ্যাকারদের কবলে ওবামার ব্ল্যাকবেরি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্ল্যাকবেরি ফোনসেট হ্যাক করেছে সাইবার সন্ত্রাসীখ্যাত ক্যাসপার হাউসার৷ শুধু হ্যাক করেই ক্ষান্ত নন তিনি, বরং প্রেসিডেন্টকে পাঠানো বিভিন্ন মেসেজ বই আকারে প্রকাশেরও ঘোষণা দিয়েছে হাউসার

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, বারাক ওবামার ব্ল্যাকবেরিতে মার্কিন নিরাপত্তাবাহিনীর প্রধান থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর আর্নল্ড সোয়ার্তসেনেগার এর পাঠানো সংবেদনশীল বার্তাও রয়েছে৷ এসব মেসেজ নাকি এখন হ্যাকারদের দখলে৷ ওবামার এসব মেসেজ আগামী ৮ জুন বই আকারে প্রকাশ করবে প্রকাশনা হাউস লিটল ব্রাউন৷

অবশ্য, ফক্স নিউজ দাবি করেছে, ক্যাসপার হাউসার আসলে কোন সাইবার সন্ত্রাসী নন বরং একটি কমেডি গ্রুপের নাম৷

এদিকে, ব্ল্যাকবেরির নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন, ব্ল্যাকবেরিতে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে বলে একটি সতর্কবার্তা প্রকাশ করেছে৷ এই সমস্যার কারণে ব্ল্যাকবেরি ফোনসেট হ্যাকারদের দ্বারা আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি৷ অবশ্য, নিরাপত্তাসমস্যা দূর করতে একটি ছোট সফটওয়্যার ফোনসেটে সেটআপ করে নেওয়ার পরামর্শ দিয়েছে রিসার্চ ইন মোশন৷ এন্টি ভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান শপহোস এর গবেষক গ্রাহাম ক্লুলি জানিয়েছেন, এটি একটি মারাত্মক সমস্যা৷ নিরাপত্তাজনিত এই সমস্যা থেকে দূরে থাকতে হলে হ্যাকারদের দ্বারা আক্রান্ত হবার আগেই একটি ছোট সফটওয়্যার সেটআপ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

Level New

আমি azad Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Is it true ????

তাই নাকি।8জুন তো পার হয়ে গেছে বই আকারে বের হইছে কিছু।

Level New

ভাই ওবামার চিনতা বাদ দিয়ে নিজের চরকায় তেল দিন…..। hack হোক আর যাই হোক সে তার জায়গাতেই থাকবে।