উবার এখন চট্টগ্রামে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

উবার এখন চট্টগ্রামে!
বন্দর নগরী চট্টগ্রামে সেবা প্রদান শুরু করেছে উবার। বৃহস্পতিবার সকালে উবার বাংলাদেশের ফেইসবুক পেইজ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ঘোষণায় আরও জানানো হয়, ব্যবহারকারীরা UBERCTG কোডটি ব্যবহার করে অনির্দিষ্ট সংখ্যক রাইডে ৫০ শতাংশ ছাড় পাবেন। অফারটি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, উবার মটোর বেজ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রতি কিলোমিটারের ভাড়া ধরা হয়েছে ১২ টাকা। আর ওয়েটিং চার্জ নির্ধারণ করা হয়েছে ১ টাকা।

উবার এক্সের বেজ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। প্রতি কিলোমিটারের ভাড়া আসবে ২৪ টাকা। ওয়েটিং চার্জ হবে ৩ টাকা।

এছাড়া, দুই ঘন্টা বা ৩০ কিলোমিটারের জন্য উবার হায়ার ভাড়া করলে বেজ ফেয়ার দিতে হবে ৭২০ টাকা। ৩০ কিলোমিটার পার হলে চার্জ করা হবে ২২ টাকা। দুই ঘণ্টা পার হলে প্রতি মিনিটের জন্য ব্যবহারকারীদেরকে ৩ টাকা করে দিতে হবে।

আপাতত চট্টগ্রামে শুধু উবার মটো,  উবার এক্স ও উবার হায়ার সেবা চালু হচ্ছে। পরবর্তীতে উবার প্রিমিয়াম অপশনটি যোগ করা হতে পারে।

উবার পার্টনার হতে চাইলে আগ্রাবাদের রবি কাস্টমার কেয়ারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি subscribe করুন প্লিজ
Subscribe Here : https://youtu.be/jacJjpGNRRc

Level 2

আমি নাঈম মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Sorry to say


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস