পৃথিবীর ক্রমবর্ধমান প্রযুক্তির উন্নতির সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা হয়েছে দ্রুত থেকে দ্রুততর। প্রযুক্তির উন্নতির সেই ধারাবাহিকতায় থেমে নেই আধুনিক বিমানগুলোও। যুদ্ধক্ষেত্রে, ভ্রমণে ও বৈজ্ঞানিক অগ্রগতিতে বৈপ্লবিক পরিবর্তন আনে এইদ্রুতগতির বিমান গুলো। কিন্তু দ্রুতগতির এই বাহনগুলি আসলে কতটা দ্রুত? তাই চলুন দেখে নেই বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ৫টি বিমান সম্পর্কে:
বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমানের ৫ম স্থানে রয়েছে লকহিড ওয়াইএফ-১২ (Lockheed YF-12)। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩ মাক বা ২২৭৫ মাইল।
লিস্টের ৪র্থ স্থানে আছে লকহিড এসআর-৭১ ব্ল্যাকবার্ড (Lockheed SR-71 Blackbird)। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩.২ মাক বা ২৪৫৫ মাইল।
বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমানের পরবর্তী স্থানে আছে বোয়িং এক্স-৫১ ওয়েভরাইডার (Boeing X-51 Waverider)। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৫ মাক বা ৩৮৫০ মাইল।
লিস্টের ২য় স্থানে আছে কাস্টমাইজড নর্থ আমেরিকান এক্স-১৫ (North American X-15)। এটিই মানুষচালিত সবচেয়ে দ্রুত গতির বিমান। বিমানটি ঘণ্টায় প্রায় ৬ মাক বা ৪৫০০ মাইল গতিতে ছুটতে পারে।
বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমান হলো নাসা এক্স-৪৩ (NASA X-43)। এর গতি অবিশ্বাস্য যা ঘণ্টায় প্রায় ৯.৫ মাক বা ৭২০০ মাইল।
আমি অপু দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।