বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমান

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন


পৃথিবীর ক্রমবর্ধমান প্রযুক্তির উন্নতির সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা হয়েছে দ্রুত থেকে দ্রুততর। প্রযুক্তির উন্নতির সেই ধারাবাহিকতায় থেমে নেই আধুনিক বিমানগুলোও। যুদ্ধক্ষেত্রে, ভ্রমণে ও বৈজ্ঞানিক অগ্রগতিতে বৈপ্লবিক পরিবর্তন আনে এইদ্রুতগতির বিমান গুলো। কিন্তু দ্রুতগতির এই বাহনগুলি আসলে কতটা দ্রুত? তাই চলুন দেখে নেই বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ৫টি বিমান সম্পর্কে:

ভিডিও দেখুন এখানে

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমানের ৫ম স্থানে রয়েছে লকহিড ওয়াইএফ-১২ (Lockheed YF-12)। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩ মাক বা ২২৭৫ মাইল।

লিস্টের ৪র্থ স্থানে আছে লকহিড এসআর-৭১ ব্ল্যাকবার্ড (Lockheed SR-71 Blackbird)। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩.২ মাক বা ২৪৫৫ মাইল।

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমানের পরবর্তী স্থানে আছে বোয়িং এক্স-৫১ ওয়েভরাইডার (Boeing X-51 Waverider)। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৫ মাক বা ৩৮৫০ মাইল।

লিস্টের ২য় স্থানে আছে কাস্টমাইজড নর্থ আমেরিকান এক্স-১৫ (North American X-15)। এটিই মানুষচালিত সবচেয়ে দ্রুত গতির বিমান। বিমানটি ঘণ্টায় প্রায় ৬ মাক বা ৪৫০০ মাইল গতিতে ছুটতে পারে।

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমান হলো নাসা এক্স-৪৩ (NASA X-43)। এর গতি অবিশ্বাস্য যা ঘণ্টায় প্রায় ৯.৫ মাক বা ৭২০০ মাইল।

Level 0

আমি অপু দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস