ই-লানিং টিম সদস্য প্রয়োজন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

উন্নত বিশ্বে ই-লানিং ব্যপক প্রচলন থাকলেও বাংলাদেশে এই সুবিধা খুবই সীমিত । তার অন্যতম কারন বোধ হয়- তথ্য-প্রযুক্তিতে অনগ্রসরতা, দুস্প্রাপ্য ও ব্যায় বহুল ইন্টারনেট সংযোগ ইত্যাদি। তবে সুখের বিষয়, দিন দিন ইন্টারনেট সহজলভ্য হচ্ছে, ডিজিটালাইজেশনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশী। একার পক্ষে একাজটা করা সম্ভব না। তাই শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য টিমটাকে একটু বড় করার জন্য এ আয়োজন। (অনেকে বলতে পারেন এটা টিউনের আওতায় পরে না, তাদের জন্য কথা হচ্ছে- ই-লানিং এর একটা উদ্যোগ নেয়া হচ্ছে। আমার টেকি বন্ধুদের খবরটা জানালাম। কারো করো জন্য এটা একটা সুজোগও হতে পারে)

১. বিভাগ প্রধান -৫ জন

এসএসসি,এইচএসসি,স্নাতক ও মাস্টার্স, তথ্য ও প্রযুক্তি এবং ইসলাম বিভাগের জন্য বিভাগ প্রধান নিয়োগ করা হবে। নিজ নিজ বিভাগের টিউটরিয়াল সমুহের পরিচালনার দায়ীত্ব পালন করতে হবে। যেমন- টিউটরিয়ালের মান যাচাই করা, নির্দিস্ট বিভাগে পোস্ট সমুহকে স্থানান্তর, টেগ যুক্ত করা, বানান ঠিক করে দেয়া, লেখকদের ও পাঠকদের সাথে যোগাযোগ রক্ষা করা।

২. প্রচার সম্পাদক -২ জন

টিউটরিয়ালবিডি'র প্রচারের জন্য দায়ীত্ব পালন করবে।

৩. লেখক -২০ জন

টিউটরিয়াল লেখা, মতামত সমুহের ফিডব্যাক, প্রশ্নের জবাব, টিউটরিয়াল সম্পর্কিত সমস্যার সমাধান করা ইত্যাদি। মাসে মোটামুটি ৫-১০টি টিউটরিয়াল লেখার মানসিকতা থাকতে হবে।

৪. বানান চেকার -৩ জন

পোস্ট সমুহের বানান সমুহ চেক করে মতামত আকারে প্রকাশ করতে হবে। স্ব-স্ব বিভাগ প্রধান পোস্টসমুহের সম্পাদন করবে।

আবেদনের নিয়াবলী:

১. শিক্ষা বিস্তারের মনোভাব থাকতে হবে।
২. tutorialBD.com এর ইউজার আইডি, ফোন নম্বর,পদের নাম , নিজ ব্লগের লিংক (যদি থাকে) সহ info(at)tutorialBD(dot)com এ আবেদন করতে হবে।

সুযোগ সুবিধা সমুহ

ক. ১ নং পদের প্রত্যেককে টিউটরিয়ালবিডির ৫% ও অন্যান্য সকলপদের প্রত্যেককে ১% এর মালিকানা প্রদান করা হবে।
খ. প্রাথমিক পর্যায়ে হয়তো লাভবান হওয়া যাবে না। যখন থেকে আয় শুরু হবে তখন থেকেই প্রত্যেককে নিজ অংশিদারের অনুপাতে লভ্যাংশ প্রদান করা হবে।
গ.পরবর্তিতে প্রত্যেককে tutorialbd.com মেইল আইডি ও হোস্টিং স্পেস সহ subdomain দেয়া হবে।

সাইটটি এখন ব্লগ আকারে আছে। ই-লানিং এর সকল সুবিধা (topics,blog,forum,video library,book library,chat ইত্যাদি)সহকারে কিছুদিনের মধ্যেই নতুন রঙে দেখতে পাবেন tutorialBD.com কে।

গত কাল অন্য ব্লগে এ বেপারে আলোচনা হয়েছে। বোঝার সুবিধার্থে মতামতগুলো যুক্ত করা হলো।
1

c2.GIFc3.GIF

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই প্রথম পদের কাজ তো অনেক।আর মুনাফা দিবেন 5%। না। ওটা 10% করেন। আমি একটা আ্যপ্লিকেশন করবোনি। তবে লেখক হিসেবে। একটা কথা জানান এক জন কি একাধিক বিভাগে অ্যাপ্লিকেশন করতে পারবে?

ধন্যবাদ হাবিবুর ভাই।
আসলে কাজটা অনেক বড়, তাই কাজ অনেক। এখানে উদ্যোক্তাদের 50% এবং অন্যান্যের 50% । অনেককে নিয়ে কাজ করতে গিয়ে শেয়ারটা ছোট মনে হচ্ছে। সাইটটি পপুলার হলে 1% ই অনেক কিছু হতে পারে।
এক জন একাধিক বিভাগে অ্যাপ্লিকেশন করতে পারবে, তবে একটি বিভাগেই নির্বাচিত করা হবে। এক জন একাধিক শেয়ার নিতে পারবে না।

আমি লিখতে চাই।
[email protected]

রেজিস্ট্রেশন করুন। মেইল করুন। মাসে গড়ে 5-10 টা লেখা লিখতে পারলেই হবে।

Level 0

Brother i cant type in bangla. can i apply?

গাছে কাঠাল গোফে তেল! আপনার সাইট কোনদিনই তেমন জনপ্রিয় হবে না যেমন আপনি ভাবছেন 1% ই অনেক। খুব বশী হলে মাসে যদি 1 লাখ টাকাও আসে( এটাও অসম্ভব) সব মেইনট্যানেন্স বাদ দিয়ে আপনার হাতে যদি 50 হাজার থাকে তো 1% হবে 500 টাকা। সবাই মিলে আপনার সাইটকে জনপ্রিয় করে 200-500 টাকা করে পাবে? তাও কবে তার কোন ঠিক নাই। বেকারদের সাথে আপনি একটা সুযোগ নিচ্ছন আপনার সাইটের হিট বাড়ানোর জন্য। এ ধরনের মানসিকতা দূর করুন নিজের সাইট নিজেই তৈরী করুন আর কাওকে সেভাবে রাখতে হলে বেতন দিয় রাখেন এসব ফাজলামি , ভন্ডামি, প্রতারনা বাদ দিন।

Level 0

আমি লিখতে চাই।ভাই প্রথম পদের কাজ তো অনেক।আর মুনাফা দিবেন 5%। না। ওটা 10% করেন।

@শাকিল ও AshiQue: এটা কোন টাকা কামানোর প্রজেক্ট না,কাউকে লোভও দেখাচ্ছি না। আগের মতামত দেখলেই পারেন। প্রত্যেকের লেখা তার নিজের সত্ব। তাই পাবলিক ঠকানোর প্রশ্নই ওঠে না।
বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের সহযোগিতার প্রয়াস এটা। যারা একা একটি ওয়েব সাইটের মালিক হতে পারছে না তাদের জন্য এটা সহযোগিতার দ্বার। আমি নিজেও একজন স্বচ্ছা সেবক ছাড়া কিছু না।
ওয়েবসাইট থেকে টাকা কামাইতে চাইলে ইংরেজী ওয়েবসাইট আর এডসেন্সই বেটার। বাংলা ভাষায় সমৃদ্ধির জন্য যে কারো বাংলা ওয়েবসাইটকেকে স্বাগতম।

@Bisshajit: আপনি এপ্লাই করেত পারেন। বাংলা লেখা শিখতে 15 দিনের বেশি লাগে না। এ বেপারে আমরা সহযোগিতা করবো।

2 নং মন্তব্য দ্রষ্টব্য।

http://knowledgeportbd.blogspot.com/
এই ব্লগটি দেখুন। আমার মনে হয়, আপনাদের জন্য এটা একটা ভালো উপায়।

Level 0

ভােলা উেদ্যাগ।

অনেকেই এর মধ্যে আবেদন করেছেন। জুলাইয়ের প্রথমদিকে বাছাই শেষ করে নিয়োগের ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে। এই পোস্টটিতেই আপডেট জানানো হবে।

টিউনটি পড়লাম অনেকেই অনেক ধরণের মন্তব্য করেছেন তবে আমার মনে হয় এটি একটি ভাল উদ্যোগ মানুষ ঠকানো নয়।আমরা সবাই চাই বাংলা ভাষায় তথ্য-প্রযুক্তির দ্বার উন্মোচন হোক,এর জন্য মনে হয় এটি ভাল প্রচেষ্টা।