বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিসে আজ ২০১৮-২০২০ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বেসিসে অনুষ্ঠিত হয় নির্বাচন।
অনুষ্ঠিত নির্বাচনে ২০১৮-২০২০ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের নাম ঘোষণা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বেসিস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল আজ সন্ধ্যা ৬:২৫ মিনিটে নির্বাচনের ফল ঘোষণা করেছেন।
২০১৮-২০ মেয়াদে নিন্মোক্তরা বেসিসের কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন (প্রতিষ্ঠানের ইংরেজি নামের বর্ণানুক্রমে):
কার্যনির্বাহী পরিষদ সদস্য:
নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন বেসিসের প্রাক্তন সভাপতি, সহ-সভাপতিবৃন্দ এবং কার্যনির্বাহী পরিষদ সদস্যরা।
উল্লেখ্য, আগামী ২ এপ্রিল বেলা ৩:৩০ মিনিটে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যরা ২০১৮-২০২০ মেয়াদে বেসিসের সভাপতি, সহ-সভাপতি নির্বাচন করবেন।
আমি বেসিস BASIS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।