ফোনে সরাসরি রক্তচাপ মাপার উপায় বের করেছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, স্যানফ্র্যান্সিসকো (ইউসিএসএফ)।
আপাতত তাদের অ্যাপটি শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস ফোনে চলবে বলে জানিয়েছে তারা।
নতুন ফোন দুটিতে স্যামসাং সর্বশেষ প্রযুক্তির হার্ট রেট সেন্সর যুক্ত করেছে। অন্যান্য হার্ট রেট সেন্সরের সঙ্গে এর কার্যকারিতায় বেশ পার্থক্য আছে, যা কাজে লাগিয়ে রক্তচাপ মাপা যাবে।


তবে রক্তচাপ মাপতে হলে শুধু অ্যাপ ইন্সটল করলেই হবে না। সরাসরি রক্তচাপ নয়, হার্ট প্রতি মিনিটে কতবার বিট করছে অ্যাপটি তা মেপে, ব্যবহারকারীর উচ্চতা, ওজন, বয়স ও লিঙ্গের তথ্য কাজে লাগিয়ে রক্তচাপের মাত্রা অংক কষে বের করবে। সেজন্য শুরুতে আলাদা মেশিনে রক্তচাপ মেপে অ্যাপটি ক্যালিব্রেটও করতে হবে। এসকল তথ্য নির্ভুলভাবে দিতে পারলেই কেবল ফোনে রক্তচাপ মাপা যাবে।
যেহেতু সরাসরি না মেপে অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে রক্তচাপ অংকের মাধ্যমে বের করা হবে, তাই অ্যাপটি শুধুমাত্র একজন ব্যবহারকারীর জন্যই সঠিকভাবে কাজ করবে।
আমি নাঈম মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Sorry to say