গর্বে বুকটা ভইরা যায় যখন এ দেশের সোনার ছেলে দেশের মুখ উজ্জল করে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমি অনেক দিন থাইকা ই ফ্রি ল্যাঞ্চের ওয়েব সাইট টার সাথে জড়িত ছোট খাট ফ্রী ল্যাঞ্চের হওয়ার খাতিরে।।
আগে বাংলাদেশিদের বহুত ঝামেলা হইত বায়ার দের দের চিনাইতে। তাই কাজ পাওয়া ও কথিন ছিলো।
কিন্ত সময়ের সাথে দেশের অবস্থান ও পাল্টাইছে।

আজ দেশের মুখ আরো উজ্জ্বল হলো ফ্রীল্যাঞ্চের লোগো ডিজাইন এ প্রিথীবির সব দেশ রে হারাইয়া বাংলাদেশের পোলা আনোয়ার ২৫০০০ ডলার জিতেছে।
সব চেয়ে মজার ব্যাপার যে ই ফ্রীল্যাঞ্চার এ লগ ইন করবে সে ই আই মেসেজ তার ড্যাসবোর্ডে দেখবে।।

সাবাস।।

Level 0

আমি supto। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

studying bba and hope to earn online...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম। ঠিক । আমি উনার সাথে কাজ করতেছি প্রায় ২ বছর হল। আমি অনেক খুশি ওনার সফলতায়।

ভাই আপনি কি নিয়া লিখছেন বা কি বলতে চেয়েছেন সেটা আপনি নিজে বুঝছেন তো ? একটু বুঝিয়ে বললে ভাল হত………।।

আমি তো প্রথম লাইন দেখে প্রথমে টাসকি খেয়েছিলাম। ভাবলাম কোন জায়গায় আবার ফ্রী লাঞ্চ করায়। 😛

বিজয়ী ভাইকে অভিনন্দন। এবং আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

unclear টিউন

ফ্রি ল্যাঞ্চ , কথিন, প্রিথীবির, ফ্রীল্যাঞ্চার, সে ই আই মেসেজ >>> 😀 😀 😀 😀 😀 😀 😀 😀

    হাসি অনেক হলো। সম্ভব হলে ঠিক করে নিবেন। বাংলা ভাষার সম্মান রাখেন

Level 0

আপনার কথাগুলো কিছুই বুঝতে পারলাম না ।

25000 ডলার? মাগোরে………….

Level 0

আনোয়ার ভাই কে কিছু টাকা ধার দিতে বলেন। আমি একটি বড়সর কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলব।

    Level 0

    লেখক বানানে আমার চায়তেও কাচা মনে হচ্ছে।