বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে-সবার জন্য দেখা উচিত

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী পাটোয়ারী। বাবা বীরশ্রেষ্ঠ হলেও নিজে যেন হেরে যাচ্ছেন জীবনযুদ্ধে। দারিদ্র্র্যের সঙ্গে লড়াই করে স্ত্রী ও একমাত্র শিশুকন্যাকে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন শওকত। কখনো করাত কলে গাছ টেনে কখনো বা চায়ের দোকানের পানি টেনে জীবিকা নির্বাহ করছেন তিনি।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাগপাচড়া গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তাঁর দুই ছেলে তিন মেয়ের মধ্যে বড় ছেলে মো. বাহার প্রায় ১৪ বছর আগে মারা যান। তিন মেয়ে বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে বসবাস করছেন। ছোট ছেলে শওকত। স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যখন শহীদ হন, তখন শওকতের বয়স দুই বছর। বর্তমানে ৪০ বছর বয়সী শওকত তাঁর বাবার ভিটেতেই আছেন। স্ত্রী রাবেয়া আক্তার (৩০) ও মেয়ে বৃষ্টিকে (৭) নিয়ে শওকতের সংসার। শওকত জানান, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে কোনো রকমে সংসার চালান। তিনি বলেন, ‘বাবা বীরদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন—সেই গর্বে সব দুঃখ, কষ্ট ভুলে থাকি।’ অর্থকষ্টের কারণে মংলা বন্দরে গিয়ে বাবার সমাধিটিও দেখার সৌভাগ্য হয়নি বলেই কেঁদে ফেলেন শওকত।
শওকতের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, ‘এ ঈদেও নিজেরা কোরবান দিতে পারিনি। পাড়ার লোকজন যখন দুই-তিন টুকরা গোসত হাতে করে দিয়ে যান তখন কষ্টে বুক ফেটে যায়।’ তিনি অভিযোগ করেন, সরকারি সাহায্যও সেভাবে তাঁদের কাছে পৌঁছে না।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর ও গ্রন্থাগারের সভাপতি আতাউর রহমান (৭৬) প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর সহায়তায় শওকত কোনো রকমে বেঁচে আছে। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবদুর রহমান বলেন, শওকতকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

কোথায় আমাদের  দেশের প্রতি ভালবাসা  - যারা  আর স্বাধীনতার ঘোষক এ নিয়েই চুলা চুলি করতেই পাঁচ বছর সময় পার করে দেয়; তাদের কি এতটুকু সময় হবে, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জন্য কিছু স্থায়ী ভাবে করতে? নাকি, একদল করে গেলে অন্যদল ক্ষমতায় এসে তা আবার বন্ধ করে দেবে?

যারা এই দেশের জন্য প্রাণ দিল আমাদের একটি সুন্দর দেশ দিল তাদের আমরা কী দিলাম??

আমার মনে হয় ,এখন আমাদের সময় এসেছে – ঐক্য হওয়ার, একমত হওয়ার, কাধে কাধে রাখার।

ভাল কাজে সবার এগিয়ে আসার দরকার…

আমরা যারা techtuner আছি।আমরা যদি সবাই মিলে একটা fund করি ,তাহলে – যার যত টুক আছে ,তা দিয়ে এই শহীদ পরিবারের help করতে পারব। ইনশাল্লাহ…

মূল লেখা       http://www.prothom-alo.com/detail/date/2009-12-16/news/25608

Tune টা আগে আমার সাইটে প্রকাশ হয়েছিল। http://www.borhan-info.co.cc

[email protected]

Level 0

আমি ব্লগার খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i m good,so not bad


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি লজ্জা …কি লজ্জা।আমরা তো জাতি হিসেবে পাইরেসি বন্ধ করে সোনার দেশ গড়বো।রুহুল আমিনের ছেলে কি করে খায় তা আমাদের জেনে লাভ কি?এসব নিয়ে কোন দেশ দরদীর মাথা ব্যথা নেই,যত মাথা ব্যথা পাইরেসি নিয়ে কারন বিদেশী প্রভুদের খুশী করতে হবে।
যদি ফান্ড গঠন হয় আমাকে জানাবেন আমি মে মাসে ইনশাআল্লাহ আমার নাগরীক দায়িত্ব পালন করবো মানে ফান্ডে টাকা দেবো।
আপনার টিউনটি পড়ে বড় কষ্ট পেয়েছি।কি অভাগা আমরা।

    Level 0

    ভাই
    আমার মনে হয়েছে , একটা ফান্ড করে – সবাই যদি জার জার মত করে হেল্প করে,তাহলে হয়ই তারা আক্তু ভাল থাকবে।
    ।তবে যারা ফান্ড এর জন্য দিতে চান,তারা আমাকে comments করে জানাবেন।
    আমি ইনশাল্লাহ ,ফান্ড করতে পস্তুত।
    ভাল থাকবেন

    আপনি ফান্ড করুন।

    আসসালামু আলিকুম
    প্রবাসি ভাই
    আপনি আমের সাথে কথা বলতে পারেন
    ০১৯১১৪৭৭৯২৯

    যারা ফান্ড এর জন্য সহজগিতা করতে চান।
    আপনারা আমার সাথে যোগাযোগ করেন।
    ফোন ০১৯১১৪৭৭৯২৮

আমার সোনার বাংল আমি কি সত্যি তোমায় ভালবাসি ? :s

    সোনার বাংলার কি দোস ? বাংলার কোন দোস নেই। দোস তে অন্য এক শ্রেনীর লোকের।
    সোনার বাংলাকে আপনি অবসই ভালবাসেন !!!!………………….. এবং ভালবাসবেন !!!!
    ভালবেসে দেশের জন্য কিছু করুন।।।

আপনার লিখার হেডীংটা দেখে আমার লজ্জায় লিখার ভাষায় হারিয়ে পেলেছি,এইটা হচ্ছে আমাদের রাজনীতি বিদদের দেশপ্রেমের প্রমান, সত্যিই যাহারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সন্তানদের খবর নাই।আর সব ভুয়া মুক্তি যোদ্ধারা সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়। অথচ তাকে শুধু মুখেই বীরশ্রেষ্ট ঘোষনা দিয়েছে,বাস্তবে কোন খবর নাই।যাক বিষয়টি এই ব্লগে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    ভাই কিছু মনে করিয়েন না, দোষ বা ব্যার্থতা কি শুধু রাজনীতি বিদদের? আমাদের কি কোনো দোষ নেই? এই যে, রাজনীতি বিদরা আমাদের দেশের কী হাল করছে, অথচ আমরা মুখ ফুটে কেও কিছু বলছি না। এটা কী আমাদের দোষ নয়?

    Level 0

    জি হা আমাদের দোষ আছে
    আমরা ঐসব ******** গুলোকে ভোট দেই
    আর অরা আমাদের ** দেয়
    লজ্জা আমাদের
    নোয়াখালির ছেলে হিসেবে লজ্জাটা ও কষ্টপ্টা একটু বেশিই 🙁

    Level 0

    াপ্নাকে thanks।
    আমরা জার জার মত করে ফান্ড এ দেই,আবং অপরকে ফান্ড এ দিতে বলি
    সবাই ভাল থাকবেন

আমি আপনার লিখাটি ফেইসবুকে দিলাম,তাই আপনাকে জানানোর প্রয়োজন মনে করলাম।

এ লজ্জা রাখি কোথায় লুকিয়ে রাখি। আসলে আমরা বাঙালীরা বলতে ভালো বাসি। করে দেখাতে নয়।

আমি অনেক ছোট তবে সবাই যদি সাহাজ্জ্য করে আমিও করতে পারব । আর আমাদের দেশ যে কোথায় যাচ্ছে তা একমাত্র আমাদের দেশের বড় বড় মাথা গুলাই বলতে পারে । আমি আমার দেশের নাগরিক হিসেবে এই বিষয়ের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী পাটোয়ারী কে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হোক …

    Level 0

    ঞ্জদি আপ্নারা কিছু ফান্ড এর জন্য দিতে চাইলে আমাকে comments করে জানাবেন।
    ভাল থাকবেন

এরপর ও কিভাবে বলি যে আমরা মানুষ?
মানুষ এর তো বিবেক থাকে।আমাদের কি সত্যি ই তা আছে?
লিখা টি আমি ও শেয়ার করলাম ফেসবুক এ…
আশা করি সব্বাই শেয়ার করবেন…
এবং টেকটিউন্স পরিবারের পক্ষ থেকে আমরাই মানবতার কল্যানে এগিয়ে আসব সবার আগে।
আপ্নারা কি আমার সাথে একমত?

    আজ বিবেকের শুন্যতা প্রচন্ডভাবে অনুভব করছি।

I am in…

যদিও আমার জন্ম দেশ স্বাধীন এর ১০ বছর পরে ……তথাপি আমি যতটুকু জানি ও বুঝি তাতে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা অবদান রেখেছিলেন তাদের বেশির ভাগ মানুষের অবস্থাই আমার মনের হয় এই রকম… যাদের প্রকৃত মূল্যায়ন হওয়ার কথা ছিল তাদের কাররই মুল্যায়ন হয়নি ……মাঝখানে সেই স্বার্থান্বেষী মহলের মানুষগুলোই আজকে অনেক বেশী লাভোবান…এবং তারাই বড় বড় কথা বলে।

…নিস্তব্ধ…

Level 0

এই সব লেখা যখন পত্রিকায় আসে তখন নিজের কাছে নিজেরই লজ্জা লাগে। আমরা কি সেই বাঙালী যারা ভাষার জন্য আন্দোলন করেছিল।

Level 0

ছি

আমরা টিউনারা সহ, সরকারী ভাবে কিভাবে সহযোগীতা পাওয়া যায় তার উপায় ও পদক্ষেপ নেওয়া উচিত, তা না হলে আমাদের লজ্জা রাখার সত্যিই জায়গা থাকবে না।

    Level 0

    আমরা সবাই মিলে যদি কিছু কিছু দেই,তবে হইত তাদের কষ্ট আক্তু হলেও কম হবে।
    ভাল থাকবেন

ভাই এত দিন log in না করে techtunes নিয়মিত পড়তাম। আজ যা আপলোড করলেন, log in না করে থাকতে পারলাম না। আপনি fund গঠন করেন আমরা যথসাধ্য সাহায্য করব।

    Level 0

    ্সবাই যদি আপনের মত হত,তাহলে অনেক ভাল হত।
    তবে যারা দিতে চান,তারা আমাকে comments kore janaben.
    ভাল থাকবেন

Level 0

আমরা শুধু মুখে বলি দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসলে দেশের এই হাল? দেশের বড় বড় মাথাওয়ালা লোকদের কথার সাথে কাজের কোন মিল নাই। ভাই আপনি তারাতারি ফান্ড তৈরি করুন। আমাদের সবাইকে একটু ঘুরে দাড়াতে হবে। আসুন একটু সবাই ঘুরে দাড়াই। অন্তত দেশের জন্য। আর আপনার এরকম একটা সচেতনমূলক টিউনের জন্য অনেক ধন্যবাদ।

    Level 0

    ভাই,আমি ফান্ড করতে চাই।তবে আপনাদের সহজগিতা আমার একান্ত দরকার।
    যারা ফান্ড এ দিতে চান,আমাকে comments করে জানান।
    ভাল থাকবেন

আসলেই কষ্টকর একটা বিষয়.আমার পাশের গ্রামেই তার বাড়ী।

    Level 0

    আমরা সকলে যদি জার জার মত করে শহীদ পরিবার কে সহ জগিতা করই।তাহলে তাদের কষ্ট আক্তু হলে ও কম হবে।আপ্নারা কি বলেন-
    এর জন্য দরকার টাকা।টাকার জন্য ফান্ড দরকার।
    আমরা জার জার মত কপ্রে কিছু দিতে চেষ্টা করি,আবং অপরকে দেয়ার জন্য বলি।
    মানুশ মানুসের জন্ন,জিবন জিবনের জন্য…

    সকলে আমরা পরের তরে,
    প্রত্তেকে আমরা পাওরের তরে…

    একেরে বোজা দশের লাঠি…জার যা আছে টা দিয়ে ভাল কাজে সরিক হউয়ার জন্য চেষ্টা করি।
    আল্লাহ আমাদের াই চেষ্টা কবুল করুন,আমিন

    valo thakun

Level 0

কোন কোন দেশ তেল আবার কোন কোন দেশ সোনা এই সব খনিজ সম্পদ দিয়ে তাদেরকে উন্নত রাষ্ট্রে পরিনত করেছে অথচ আমাদের দেশকে উন্নত করার জন্য গ্যাসের মতো খনিজ সম্পদ আছে কিন্তু তার পরও আমরা উন্নত হচ্ছি না। আমার মনে হয় যত দিন আমাদের তথাকথিত উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজনীতির খেলা না ছাড়বেন ততোদিন আমাদের কোন উন্নয়ন হবে না। আর এই ভাবেই হারিয়ে যাবে অনেক বীর শ্রেষ্ঠর উত্তরাধিকার। আমার ইচ্ছে করছে তাদের (*******) মুখে চুন কালি মেখে, মাথা মুড়িয়ে ঘোল ঢেলে নছিমনে চড়িয়ে এই দেশ থেকে বিদায় করে হিমালয়ে পাঠানো দরকার । যাতে ৱকরে তারা তাদের পূর্ব পুরুষদের রাজনীতির কথা স্মরণ করে বেশী করে আরাধনা করতে পারে। ছি ছি ছি এত লজ্জা , নিজেকে একজন বাংলাদেশ নামক তথাকথিত গণতান্ত্রিক দেশের নাগরিক বলতে লজ্জা হচ্ছে। আপনাদের কি হচ্ছে না??????????

খুব খারাপ লাগল।

    Level 0

    জাকির ভাই
    আপনাকে …
    ভাল থাকবেন।
    আমরা সবাই জার জার মত করে কিছু দিতে পারি।
    যারা দিতে চান,আমাকে জানান।
    comments করবেন।
    [email protected]

    http://www.borhan-info.co.cc

যারা আমাদের দেশের মানুষের কথা ভাবলো কিন্তু যারা নিচের স্ত্রী আর সন্তানের কথা ভাবলনা তাদের সন্তানের এরুপ দুর্দশা দেখে সত্যি খুবই ব্যাথিত হলাম। আমাদের সকলেরই উচিত একজোট হওয়া….. ধন্যবাদ…

    Level 0

    থাঙ্কস
    ভাই কেমন আছেন।
    আমাদের সবার ভাল কাজে আগেয়া আসা দরকার।\
    আপনি কি মনে করেন…?
    http://www.borhan-info.co.cc

    একটা টাকার ফান্ড তৈরী করা উচিত.. অথবা তাকে কোন ভাবে সহায়তা করা দরকার….

thanks ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।