উবুন্টু লিনাক্স বর্তমানে বেশ জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন। সেই জনপ্রিয়তার ঢেউ কিছুদিন ধরে এসে লেগেছে বাংলাদেশেও, এখন অনেককেই উবুন্টু লিনাক্স ব্যবহার করতে দেখা যায়। এই জনপ্রিয়তার পিছনে পরোক্ষভাবে সামান্য হলেও অবদান রেখে এসেছে উবুন্টু বাংলাদেশ , আমাদের প্রযুক্তি ফোরাম এবং মুক্ত.অর্গ, এবং সবগুলোর পিছনেই ছায়ার মতো থেকেছে বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্সের স্বেচ্ছাসেবকেরা।
গত তিন সংস্করণ প্রকাশের পর পরই বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স ও মুক্ত.অর্গের সহায়তায় উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম যৌথভাবে রিলিজ অনুষ্ঠান আয়োজন করে আসছে। এবারও কোন ব্যাতিক্রম ঘটেনি। গত ২৩শে এপ্রিল উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ রিলিজ হয়েছে এবং সে উপলক্ষ্যে উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী ২৯শে মে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অডিটরিয়ামে।
অনেকেই উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ ডাউনলোড করে ব্যবহার করেছেন আবার অনেকেই অন্যদের ব্যবহার করতে দেখে আগ্রহী হয়ে উঠেছেন। আপনি যদি উবুন্টু লিনাক্স ব্যবহারকারী হন, অথবা উবুন্টু লিনাক্স ব্যবহার করতে ইচ্ছুক হন তাহলে আপনি আমন্ত্রিত উবুন্টু ৯.০৪ লাইভ অনুষ্ঠানে।
অনুষ্ঠান: উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ
২৯শে মে, শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭.৩০।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
হাউস # ১১এ, রোড# ৯২, গুলশান-২,
ঢাকা-১২১২, বাংলাদেশ
গুগল ম্যাপে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
অনুষ্ঠানে আপনার উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুগ্রহ করে নিবন্ধন করুন
উবুন্টু বাংলাদেশ ইভেন্ট রেজিস্ট্রেশন পেজ
অনুষ্ঠান আয়োজনে বিশেষভাবে সহায়তা প্রদান করছেন: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ও আমাদের প্রযুক্তি ফোরামের সমন্বয়ক শামীম ভাই ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ
তত্ত্বাবধায়ক: উন্মাতাল তারুণ্য (আমাদের প্রযুক্তি ফোরাম)
উবুন্টু বাংলাদেশ লোগো: উচ্ছ্বাস, বিএলইউএ লোগো ও পোস্টার ডিজাইন: ডার্কলর্ড (মুক্ত.অর্গ)।
আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share your knowledge with others..........
নিবন্ধন টি ফরমালিটি এবং আমাদের জানতে সুবিধা হয় এবং আমাদের উবুন্টু কমিউনুটিতে স্বাগতম
আমি উবুন্টু নিয়ে বেশীরভাগ লিখেছি আমার আগের টিউন গুলি দেখুন আর আমাদের অনুষ্ঠানে এসে একে সফল করুন
খুব ইচ্ছে করছে যাওয়ার জন্য । তবে বাংলাদেশ এ থাকা প্রযুক্তি প্রেমীরা খুব উপক্তত হবে।