বাংলাদেশের প্রথম সিনেমা মুখ ও মুখোশ সুকুমারী

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাংলাদেশের প্রথম সিনেমার নাম কি? কেমন ছিন সেই সিনেমা, চলুন যেনে নেই।

এই টিউনের সকল তথ্য একটি ভিডিও টি থেকে নেয়া, ভিডিও লিংকঃ https://goo.gl/r6CzYp

বাংলাদেশের প্রথম সিনেমার নাম কি? এই প্রশ্নের উত্তরে অনেকেই হয়ত বলবেন মুখ ও মুখুশের কথা। যাদের উত্ত্র মুখ্ ও মুখশ তাদের উত্তর ঠিক আছে। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এই মুখ ও মুখুশ ই হল বাংলাদেশের প্রথম সবাক পুর্ন দৌর্ধের সিনেমা। তবে এর মুখ ও মুখুশ এর আগেও পুর্ব পাকিস্তান তথা পশ্চিম বাংলা বা আজকের বাংলাদেশে আরেকটি সিনেমা ১৯২৮ সালে তৈরি হয়ে ছিল, যার নাম সুকুমারি। আজ আমরা বাংলাদেশের সিনেমা ইতিহাশের প্রথম এই দুটি সিনেমা সম্পর্কেই জানব।

১৯২৭-২৮ সালের দিকে ঢাকার নওয়াব পরিবারের কয়েকজন তরুণ চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেন। তারা সুকুমারী নামে চার রিলের একটি নির্বাক ছবি বানান। ছবিটি পরিচালনা করেন বিশিষ্ট নাট্যকর্মী ও জগন্নাথ কলেজের শরীরচর্চার প্রশিক্ষক অম্বুজ প্রসন্ন গুপ্ত। ছবির নায়ক চরিত্রে অভিনয় করেন খাজা নসরুল্লাহ, সামাজিক ও পাশাপাশি ধর্মীয় নিষেধাজ্ঞার কারনে নারীদের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ ছিল না। পুরুষদেরই নায়িকার ভূমিকায় অভিনয় করতে হতো। বিভিন্ন তথ্য উৎস থেকে জানা যায় সৈয়দ আবদুস সোবহান সুকুমারী ছবিতে নারী সেজে নায়িকার ভুমিকায় অভিনয় করেন। সুকুমারীর সাফল্যের পর নওয়াব পরিবারের তরুণরা ঢাকা ইস্ট বেঙ্গল সিনেমাটোগ্রাফ কোম্পানি প্রতিষ্ঠা করেন।

পূর্ব পাকিস্তানের প্রথম সবাক বাংলা পূর্ণদৈর্ঘ্য চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। আবদুল জব্বার খানের ডাকাত নাটক হতে চলচ্চিত্রটির কাহিনী নেয়া হয়। এ সিনেমার পরিচালনাও করেন আবদুল জব্বার খান। নির্মাণব্যয় ৬৪, ০০০ রূপি। ১৯৫৬ সালে ছবির কাজ শেষ হয় কিন্তু তিনি ছবিটি নিয়ে প্রথমে ঢাকায় ফেরার অনুমতি পাননি। ‘মুখ ও মুখোশ’র প্রথম প্রদর্শনী হয় লাহোরে। ঢাকায় ফিরে আসার পর ছবিটি প্রদর্শনীর বিষয়ে কোন প্রেক্ষাগৃহের মালিকের কাছ থেকে আশানুরূপ সাড়াও পাননি। তবে এ অবস্থা কাটাতে বেশি সময় লাগেনি। অল্পদিন পরেই ‘মুখ ও মুখোশ’ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনায় একযোগে প্রদর্শিত হয়। ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় রূপমহল প্রেক্ষাগৃহে। ইনাম আহমেদ - মুখ্য পুরুষ চরিত্র
আব্দুল জব্বার খান - দ্বিতীয় প্রধান পুরুষ চরিত্র
পূর্ণিমা সেনগুপ্ত - প্রধান নারী চরিত্র
জহরত আরা। (তখন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ছাত্রী)
পিয়ারী বেগম। (তখন ইডেন কলেজের ছাত্রী)

Level 0

আমি মাজিদুল হাসান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস