আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আশাকরি ভালোই আছেন টেকটিউনসের সাথে থাকলে ভালই থাকার কথা সবাইকে জানাই…. শীতের সকালের উষ্ণ শুভেচ্ছা।
:
:
প্রতিটি রবি প্রিপেইড সংযোগের জন্যে আপনি এখন আকর্ষণীয় মূল্যে ১২ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন!
:
৯ টাকায় ১ জিবি ইন্টারনেট
প্রথমবার ৩৪ টাকার ইজিলোড রিচার্জের পর ৯ টাকা ইজিলোড রিচার্জ করে আপনি ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন।
:
৯ টাকায় ১ জিবি ইন্টারনেট প্যাক কিনতে হলে আপনাকে অবশ্যই প্রথমে ৩৪ টাকা রিচার্জ করতে হবে। প্রথমবার রিচার্জ অর্থ হচ্ছে এর আগে কখনো রিচার্জ করা হয়নি।
:
মেয়াদ: ৭ ক্যালেন্ডার দিন (গ্রহণের দিন থেকে) ইন্টারনেট ব্যবহার সময়: ২৪ ঘন্টা কতবার কেনা যাবে: ১২ মাস পর্যন্ত মাসে ১ বার।
প্যাক কেনার দিন থেকে ৩০ ক্যালেন্ডার দিনের মধ্যে ১ জিবি ইন্টারনেট প্যাক নিষিদ্ধ থাকবে। ৩০ দিনের মধ্যে ৯ টাকা রিচার্জ করা হলে সেটি স্বাভাবিক মূল অ্যাকাউন্ট ব্যালেন্স হিসেবে গৃহীত হবে, এবং ১ জিবি ইন্টারনেট বরাদ্দ হবে না।
:
রিচার্জ-ভিত্তিক রেট-কাটার:

:
বিশেষ ডাটা প্যাক:
৫১ টাকা ১ জিবি ইন্টারনেট। এটি ১ মাসে ৪ বার কেনা যাবে, এবং সপ্তাহে একবার, যার মেয়াদ থাকবে ৪ দিন।
নতুন সিমের গ্রাহকের জন্যে এটি প্রযোজ্য।
:
চালুকরণ বোনাস:
মূল অ্যাকাউন্টে ৫ টাকা ব্যালেন্স মেয়াদ: ১৫ দিন
যে কোন লোকাল নম্বরে ৫০টি ফ্রি এসএমএস বোনাস এসএমএস ব্যবহার সময়: ২৪ ঘন্টা মেয়াদ: ৩০ দিন
৩০ দিন মেয়াদ শেষ হওয়ার পরে: ৫০ পয়সা/এসএমএস
রবি গুনগুন, রবি রেডিও এবং রবি স্ক্রিন সেবায় ১ মাসের জন্যে ফ্রি সাবস্ক্রিপশন।
:
সাধারণ শর্ত:
বিদ্যমান মেয়াদকালে একাধিকবার রিচার্জ করা হলে সর্বোচ্চ মেয়াদের সময়কাল কার্যকর থাকবে।
(রিচার্জ-ভিত্তিক রেট-কাটার শেষ হওয়ার পরে)ডিফল্ট কলরেট ২১ পয়সা/ ১০ সেকেন্ড প্রযোজ্য হবে।
একটি হ্যান্ডসেট কেবল একবারই রিচার্জ ভিত্তিক (৩৪/৯ টাকা রিচার্জে) আকর্ষণীয় এই ইন্টারনেট অফারের উপযুক্ত হবে, একাধিক সিম থাকলেও।
প্রতিটি নতুন রবি প্রিপেইড সংযোগের ক্ষেত্রে গ্রাহক আকর্ষণীয় মূল্যে ১২ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
অব্যবহৃত ইন্টারনেট পরে ব্যবহার করা যাবে না।
এই নতুন প্যাকে মাইগ্রেশন করা যাবে না। তবে, এই প্যাক থেকে অন্যত্র মাইগ্রেশন করা যাবে। অন্যান্য রবি প্যাকেজে মাইগ্রেশন করলে গ্রাহক তার বিদ্যমান ডাটা প্যাক (যদি থাকে) ব্যবহার করতে পারবেন।
যে কোন সময়ে রবি এই অফারে পরিবর্তন আনতে পারে।
সীমিত সময়ের জন্যে অফারটি কার্যকর থাকবে।
ব্যালেন্স চেক কোডসমূহ:
:
 মূল ট্যারিফের উপর ৫% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট ও ১% সারচার্জ প্রযোজ্য হবে।
:
সবাই ভালো থাকেন সুস্থ থাকুন। আমাদের সকলের সাইট টেকটিউনসের সাথেই থাকুন।
আপনাদের বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে নিচে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না
আশা করি বুঝতে পারবেন। দেখা হবে নতুন কোনো টিউন এ।
আমি RJ Milon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
টেকটিউনস্ ডাউনভোট এর সিস্টেম রাখেনি কেনো?