এই ৫টি অ্যাপ ব্যবহার করলে আপনার ফোন স্লো অথবা ব্যাটারি ক্ষতি হতে পারে

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

স্মার্টফোনে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ থাকে আর এই অ্যাপ গুলি আপনার ফোনকে স্লো করে দেয়, ফোনের স্টোরেজ অনেক বেশি নিয়ে নেয়। আর এর ফলে শুধুযে ফোন স্লো হয়ে যায় বা বার বার হ্যাং হয়ে যায় তাই নয় ফোনের ব্যাটারি লাইফও ক্ষতিগ্রস্ত হয়। আমাদের অনেক সময়ই আমাদের স্মার্টফোন পরিষ্কার করার সময় থাকেনা। এখানে ৫টি এমন অ্যাপের কথা থাকল যা এখনই ফোন থেকে রিমুভ করা উচিত।

১। সেই সব অ্যাপ যা যারা দাবি করে যে তারা র‍্যাম পরিষ্কার করে

সেই অ্যাপ গুলি যা দাবি করে যে তা আপনার ফোনের র‍্যাম পরিষ্কার করে দুর্ভাগ্যের কথা এই যে সেই অ্যাপ গুলি আসলে আপনার ফোনের ক্ষতিই করে। এই অ্যাপ গুলি ফোনের দাবি করে যে তারা আপনার ফোনের মেমারি বুস্ট করে তবে আসলে এই অ্যাপ গুলি আপনার ফোনের সমস্যা বাড়িয়ে দেয়। এগুলি র‍্যাম পরিষ্কার করতে গিয়ে আসলে র‍্যামের আর ফোনের জায়গা আরও বেশি নেয়। তাই এই ধরনের অ্যাপ গুলি ফোন কে আন্সটেবেলে করে দেয়। অ্যান্ড্রয়েডে র‍্যাম অটোমেটিকেলি ঠিক করে নেয় যে কখন অ্যাপ চলবে আর কখন চলবেনা। তাই থার্ড পার্টি অ্যাপের কোন প্রয়োজনীয়তা নেই।

২। ক্লিন মাস্টার বা যে কোন ক্লিনিং অ্যাপ

ক্লিনিং অ্যাপ গুলি আপনার ফোন ক্লিন করার কথা দাবি করে। আর দাবি করে যে এটি আপানার ফোনকে বুস্ট করে। এটি অনেক সময় সত্যি এটি ফোনের অপ্রয়োজনীয় জিনিস ক্লিন করে দেয়। তবে তার জন্য কোন অ্যাপ ডাউনলোড করার দরকার নেই। এর জন্য প্রথমে সেটিংস এ যান- সেখানে স্টোরেজ অপশানে ক্লিক করুন- এবং তারপরে ক্যাচড ডাটা করুন। আর তারপরে যখন ওকে বটন দেখাবে তাতে ক্লিক করুন। আপনি এছাড়া ইন্ডিভিজুয়াল অ্যাপও ক্লিন করতে পারনে আর এর জন্য আপনাকে সেটিংসে যেতে হবে- তারপরে অ্যাপ- আর এবার ডাউনলোড এবং ট্যাপিং অন অ্যাপ অপশানে যেতে হবে। আর এর পরের পেজে ক্লিয়ার ক্যাচে ক্লিক করুন। ক্লিন মাস্টারের মতন অ্যাপ গুলি আপনার ফোনের ব্যাটারি কমিয়ে দেয়।

৩। তথাকথিত অ্যান্টিভাইরাশ অ্যাপ গুলিও আদতে কাজের হয়না

আপনার অ্যান্ড্রয়েড ফোন আর প্লে স্টোর সেই সব করে যা আপনার অ্যান্টিভাইরাস অ্যাপ করতে পারে। থেফট প্রোটেকশানের জন্য অ্যান্ড্রয়েড ডিভাইস গুপ্ত ভাবে কাজ করে অন্য কোন অ্যাপের সাহায্য ছাড়া। আর সেই অ্যাপ যা ম্যালওয়ার আছে তা গুগল প্লে স্টোরে গুগল তা এমনিই চেক করে।

তথাকথিত অ্যান্টিভাইরাস অ্যাপ গুলি তখনই কাজের হয় যখন যদি প্রায়ই APK ফাইল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তখন। আর তখন অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ এই গুলি ডাউনলোড করার আগেই আপনাকে সতর্ক করবে।

৪। ব্যাটারি সেভার

র‍্যাম বুস্টারের মতন ব্যাটারি সেভার অ্যাপ গুলিও আদতে তেমন কাজের নয়।

আপনার ফোনের ব্যাটারি লাইফ বাড়াতে চাইলে আপনাকে এনার্জি ডিমান্ড অপারেটিং সিস্টেম থেকে রিডিউশ করতে হবে। এনার্জি সেভার অ্যাপ গুলি অ্যান্ড্রয়েডের কাছ থেকে কনট্রোল নিতে হয়।

৫। ম্যানুফ্যাকচারাল ব্লোটওয়্যার ডিলিট করা মুস্কিল

অনেক স্মার্টফোনেই অনেক অ্যাপ প্রি-ইন্সটল্ড থাকে, অনেক কোম্পানিই তাদের নিজস্ব অ্যাপ ফোনে ইন্সটল করে দেয়। আসলে এটা স্টোরেজ স্পেসের বাজে খরচ।

আর তাই এই ক্ষেত্রে প্রি ইন্সটল্ড অ্যাপ ডিলিট করে দেওয়া ভাল। আর এর জন্য সব থেকে সহজ উপায় হল এই যে এগুলি ড্রপয়োয়ারে আইকন সহ ফেলে দেওয়া।

আপনি চাইলে আমার ফেসবুক পেজ ঘুরে আস্তে পারেন

Level 0

আমি বিশ্বাস টিপস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস