জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে এর ব্যবহারকারীদের সাহায্যে পুরোপুরি বাংলা ভাষায় রূপান্তরের জন্য গ্রামীণফোন এবং ফেসবুক যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। ফেসবুক জানিয়েছে, তাদের মোবাইল ফোনে ব্যবহারযোগ্য সাইটও এই উদ্যোগ শেষ হলে বাংলায় দেখা যাবে। জিপি হাউসে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রামীণফোনের সিসিও কাজী মনিরুল কবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ব্যবহারকারীদের ইংরেজি থেকে বাংলায় রূপান্তরের জন্য 'ফেসবুক ট্রান্সস্লেশন' ওপেন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। ভাষান্তরের জন্য অংশগ্রহণকারীদের নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে_
ফেসবুকে যোগ দিন এবং লগ অন করুন http://www.facebook.com/translatons
পৃষ্ঠার বাম দিকের 'প্রেফারেন্সেস'-এ ক্লিক করুন। অনুবাদের ভাষাসমূহ থেকে 'বেঙ্গলি' সিলেক্ট করুন, এরপর 'আপডেট প্রিফারেন্সেস'-এ ক্লিক করুন।
অনুবাদ সংকেতটিতে ক্লিক করুন আর শুরু করুন ফেসবুককে বাংলায় রূপান্তর! (কম্পিউটারে বাংলা ফন্ট অবশ্যই থাকতে হবে)। এর আগে করা অনুবাদ থেকে সেরা বাংলা অনুবাদ নির্বাচনে ভোট প্রদানের জন্য 'ভোট' আইকনটিতে ক্লিক করুন।
এখানে একটি কথা না বললেই নয় তাহলো আমার এক বড়ভাইয়ের লেখাটি পড়ুন "ফেইসবুক অনুবাদের কৃতিত্ব হাইজ্যাকে, গ্রামীণ ফোনের চেষ্টা!” https://www.techtunes.io/news/tune-id/54386/ ধন্যবাদ টিউনার ! তবে আমাদের বাংলা অভিধান এখনো সমৃদ্ধ নয় .যদি এই উদ্যাগের ফলে বাংলা অভিধান সমৃদ্ধ হয় তবে আমাদের লাভ । কারন অন্য ভাষা সহজে ট্যান্সলেশন করা গেলেও বাংলা পুরোপুরি করা যায়নি । বাংলা ভাষার সম্মান দিতে শীঘ্রই ইন্টারনেটে বাংলা ডোমেইন চালু হচ্ছে ।সেখানে অবশ্যই একটি সমৃদ্ধ বাংলা অভিধান থাকা দরকার । সেটা পরিপূর্নতা পেতে যদি কেউ স্পন্সর হয় তবে দোষের কিছু নাই . বরং বাংলা অভিধান পরিপূর্নতা পাবে ।
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
খবরটি পরিপেক্ষিতে হাটে হাড়ি ভেঙে দিছেন mbabu365 ভাই ,ধন্যবাদ টিউনার ।ফেইসবুক অনুবাদের কৃতিত্ব হাইজ্যাকে, গ্রামীণ ফোনের চেষ্টা!” https://www.techtunes.io/news/tune-id/54386/