ভারতের বাজারে এল Kawasaki Vulcan S জেনে নিন দাম ও স্পেসিফিকেশনস

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ভারতের বাজারে মাঝারি ক্রুজার মোটরবাইক ভালকান এস লঞ্চ করল কাওয়াসাকি মোটরস। দাম শুরু ৫.৪৪ লক্ষ (এক্স শোরুম) টাকা থেকে। দেশে কাওয়াসাকির সমস্ত শোরুমে বুক করা যাবে নতুন এই বাইক। তবে সবুজ নয়, আপাতত মিলবে শুধু কালো রঙে। বলে রাখি, সবুজ ভালকান এস বিশ্বজুড়ে জনপ্রিয়।

ভারতের বাজারে মাঝারি ক্রুজার মোটরবাইক ভালকান এস লঞ্চ করল কাওয়াসাকি মোটরস। দাম শুরু ৫.৪৪ লক্ষ (এক্স শোরুম) টাকা থেকে। দেশে কাওয়াসাকির সমস্ত শোরুমে বুক করা যাবে নতুন এই বাইক। তবে সবুজ নয়, আপাতত মিলবে শুধু কালো রঙে। বলে রাখি, সবুজ ভালকান এস বিশ্বজুড়ে জনপ্রিয়।

কাওয়াসাকির তরফে জানানো হয়েছে, বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে পুনের কারখানায় মোটরবাইকটি তৈরি করবে তারা। ভালকান এস-এ থাকবে কাওয়াসাকি নিনজা ৬৫০এর ইঞ্জিন। ৬৪৯ সিসির এই ইঞ্জিন থেকে মিলবে ৬১ অক্ষশক্তি ক্ষমতা ও ৬৩ নিউটোমিটার টর্ক।
আরও পড়ুন - প্রতিদিন $50 থেকে $100 অনলাইনে আয় করুন খুব সহজেই SKYLOM ওয়েবসাইটি থেকে
বাইকটির সামনের চাকায় রয়েছে ৩০০ মিমি ডিস ব্রেক সঙ্গে দু'টি ব্রেক সু। পিছনে রয়েছে ২৫০মিমি ডিস ব্রেক ও একটি ব্রেক সু। ভালকান এস-এ সুবিধামতো বদল করা যাবে আসনের উচ্চতা। সফর আরামদায়ক করতে সুবিধামতো বদল করা যাবে পাদানি, ব্রেক ও ক্লাচের অবস্থান। এমনকী বদলানো যাবে হ্যান্ডেলবারের অবস্থানও।

কাওয়াসাকির দাবি, ভালকান এস-এর ইঞ্জিন শক্তিশালী হলেও তা নিয়ন্ত্রণ করা খুবই সোজা। সেজন্যই বিশ্বজুড়ে জনপ্রিয় এই মোটরবাইকটি।

Level 0

আমি তন্ময় মাইতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস