মুভি বা ছায়াছবি নিয়ে কিন্তু সাধারণত টেকটিউনসে টিউন করা যায় না। কারণ ছায়াছবি টেকনোলজির কোনো সেক্টরে পড়ে না কিন্তু আজ আমি টিউনে একটু ব্যতিক্রম আনার জন্য আজকের এই টিউনটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম! আজকের এই টিউনে আমি আপনাদের সামনে ২০১৭ সালের পাইরেসির শিকার বেশ কয়েকটি ছায়াছবির কথা তুলে ধরবো। মনে রাখবেন আজকের এই লিস্টটি শুধুমাত্র ২০১৭ সালের ছায়াছবির জন্য। কারণ সর্বকালে সবথেকে বেশি পাইরেসির শিকার হয়েছে জেমস ক্যামেরণের ২০০৯ সালের ছবি Avatar! ২০১৭ সাল আর কয়েকদিনের মধ্যেই শেষ হতে যাচ্ছে। তো আজ চলুন দেখে নেই বিশ্বের কোন ২০১৭ সালের সিনেমাগুলো সবচেয়ে বেশি পাইরেসির শিকার হয়েছে:
কিংসম্যান সিরিজের নতুন ছায়াছবি কিংসম্যান দ্যা গোল্ডেন সার্কেল টি আমাদের ২০১৭ শীর্ষ পাইরেসির শিকার ছবিগুলোর লিস্টের সর্বপ্রথমে রয়েছে। যদিও এটিকে সিকুয়্যাল বলা যায় না কারণ প্রথম পর্বের সাথে এই পর্বের মিল নেই। তবে প্রথম ছবিটির মতোই এখানেও আপনি ভরপূর একশন আর কমেডি খুঁজে পাবেন। সিরিজের এই ছায়াছবিতে কিংসম্যানরা তাদের আমেরিকান গ্রামের সিক্রেট সার্ভিস স্টেটসম্যানের সাথে একত্রে হয়ে ভিলেন সংস্থা দ্যা গোল্ডে সার্কেলের মোকাবেলা করবে! যেহেতু কোনো ছায়াছবির কাহিনী বলে দিলে আর সেটার কোনো মজা থাকে না তাই আজকের টিউনে এই ছায়াছবিটির কোনো কাহিনী আমি ফাঁস করবো না। তবে ইউটিউবে গিয়ে ছায়াছবির ট্রেইলারটি দেখে নিতে পারেন।
কিংসম্যান দ্যা গোল্ডে সার্কেল ছায়াছবিতে অভিনয় করেছেন টারোন এগের্টন, চান্নিং তাতুম, কোলিন ফির্থ, জুলিঅ্যান মুর, হ্যালি বেরি প্রমুখ। ১৪১ মিনিটের এই ছায়াছবিটি নিমার্ণে ব্যয় হয়েছে প্রায় ১০৪ মিলিয়ন মার্কিন ডলার এবং এ পর্যন্ত ছবিটি বক্স অফিসে ৩৯৫.৪ মিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে সক্ষম হয়েছে।
এক্স ম্যান সিরিজের জনপ্রিয় চরিত্র Wolvarine সিরিজের এটি শেষ ছবি! মানে হিউ জ্যাকম্যান আর কখনো লোগানের ভুমিকায় অভিনয় করবেন না। ছায়ছবিতে পটভূমি হিসেবে বেছে নেওয়া হয়েছে ২০২৯ সালকে। তখন লোগানের বয়স প্রায় ১৪৩ বছর, এবং বয়সের সাথে সাথে তার হিলিং ক্ষমতাও ধীরে ধীরে প্রায় নিঃশেষের পথে। লোগানের মনে আর এতটুকু স্বাদ নেই বেঁচে থাকার। তবুও আমেরিকার টেক্সাসের পথে পথে তাকে ঘুরে বেড়াতে হয় গাড়ির শোফার হিসেবে কারণ তার দীর্ঘদিনের বন্দু, মেন্টর চালর্স জেভিয়ার এখন তার দায়িত্বে। সাদামাটা এই জীবনে নতুন চমক হিসেবে আসে একটি ছোট মেয়ে যে লোগানের মতোই বৈশিষ্ট্য বহন করে! কাহিনীর আর কিছু বলবো না! আসলেই ছবিটি দারুণ হয়েছে! মার্ক মিলার ও স্টিভ ম্যাকনিভেন এর রচিত “ওল্ড ম্যান লোগান” কমিসটি থেকে অনুপ্রাণিত হয়ে ছায়াছবিটি নির্মিত হয়েছে। ছায়াছবিতে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান, ডেফনি কিন, প্যাট্রিক স্টুয়ার্ট, বই হোলব্রক, স্টেফেন মারচান্ট সহ প্রমুখ।
১৪১ মিনিটের এই ছায়াছবিটি বক্স অফিসে প্রায় ৬১৬.৮ মিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে সক্ষম হয়!
২০১৭ সালের বহুল প্রতিক্ষিত একটি মুভি বলতে পারেন আপনি এই জাস্টিস লীগকে। তবে প্রতিক্ষার যথাযথ মূল্য হয়তো ছবিটি দিতে পারেনি। সুপারম্যানের মৃত্যুর পর নতুন একটি শত্রুর মোকাবেলা করার জন্য ব্যাটম্যান এবং ওন্ডার ওমেন পৃথিবীতে লুকিয়ে থাকা মেটাহিউম্যানদেরকে খুঁজে বের করে এনে দল গঠন করার প্রক্রিয়াটিকেই এই ছায়াছবিতে তুলে ধরা হয়েছে। ছায়াছবিটি ডিসি কমিস সুপারহিরো এক্সটেনডেট সিনেমেটিক ইউনির্ভাসের ৫তম ছবি। ১২০ মিনিটের এই ছায়াছবিটি নির্মাণে ব্যয় হয়েছৈ প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার এবং এখন পর্যন্ত ছবিটি ৬৩৭.৪ মিলিয়ন মার্কিন ডলার বক্স অফিসে তুলে নিতে পেরেছে। ছবিটিতে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক, গাল গাদোত, হেনরি কেভিল, জ্যাসোন মোমো, ইজরা মিল্লের সহ প্রমুখ।
ফাস্ট এন্ড ফিউয়াস সিরিজের ৮তম সংষ্করণ ফেইট অফ দ্যা ফিউরিয়াস এ বছরের এপ্রিল মাসে বিশ্বব্যাপী মুক্তি পায়। ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাজেটে নির্মিত এই ছবিটি বক্স অফিসে প্রায় ১১৬৩ বিলিয়ন মার্কিন ডলারের তুলে নিয়ে ছবিটি ব্যাপক বাজার মাতিয়েছে এ বছর। ১৩৮ মিনিটের এই ছায়াছবিতে অভিনয় করেছেন ভিন ডাইসেল, ডোয়াইন জনসন, শার্লিজ থেরন, জ্যাসোন স্টাথম মিচেলে রোডরিগজ সহ প্রমুখ। ফেইট অফ দ্যা ফিউরিয়াস ছবিতে এবার ভিলেন হিসেবে দেখা যাবে স্বয়ং ভিন ডাইসেল ওরফে ডোমিনিক টরেটো কে! এছাড়াও পূর্ববর্তী ছবিটির ভিলেন জ্যাসোন স্টাথমকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন।
১৯৯১ সালের জনপ্রিয় রোমান্টিক্যাল কাটুর্ন ছবি বিউটি অ্যান্ড দ্যা বিস্ট নিয়ে এবার আমরা লাইভ ছায়াছবি দেখতে পেয়েছি। একই নামে বিউটি অ্যান্ড দ্যা বিস্ট ছবিটি এ বছরের মার্চে বিশ্বব্যাপী মুক্তি পায়। ২০১৭ সালের সবথেকে ব্যবসা সফল ছায়াছবি এটি। ১৩০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি নির্মাণে খরচ হয়েছে ১৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং বিনিময়ে বক্স অফিসে ছবিটি প্রায় ১২৬৪ মিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে সক্ষম হয়েছে। ডিজনির ছবি বলে কথা! ছায়াছবিতে অভিনয় করেছেন এমা ওয়াটসন, দান স্টিভেন্স, লুক ইভান্স, জোশ গাড, ইবান মযাক্রেগর সহ প্রমুখ! সবথেকে ব্যবসাসফল এর সাথে সাথেই ছবিটি ২০১৭ সালের অন্যতম পাইরেসির শিকারপ্রাপ্ত মুভি বলেও এটাকে আখ্যায়িত করা হয়ে থাকে।
ডানক্রিক একটি যুদ্ধমূলক ছায়াছবি যেটি এ বছরের জুলাই মাসে মুক্তি পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত সবথেকে ব্যবসা সফল ছায়াছবি হলো এটি। মাত্র ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট নিয়ে নির্মিত এই মুভিটি এ পর্যন্ত প্রায় ৫২৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বক্স অফিসে তুলে নিতে সক্ষম হয়েছে। ১২০ মিনিট দৈর্ঘ্যের এই ছায়াছবিতে অভিনয় করেছেন হ্যারি স্টাইলস, টোম হার্ডি, সিলিন মুরফি, মার্ক রিলান্স, কেনেথ ব্রানাঘ সহ প্রমুখ।
বরফে ঢাকা পাহাড়ের একটি দেশে প্লেন ক্রাশের পর দুজন অজানা অচেনা মানুষকে বেঁচে থাকার জন্য একে অপরের প্রতি ভরসা করা শিখতে হবে। কিন্তু যখন তারা বুঝতে পারলো যে তারা অনেক দুর্গম পাহাড় অঞ্চলে রয়েছে এবং এখানে সাহায্য করার মতো কেউ নিজে থেকে তাদের দিকে এগিয়ে আসবে না তখন তারা দুজন বেরিয়ে পড়লো বরফে ঢাকা এই পাহাড় অঞ্চলে সাহায্যের জন্য! এ রকমই একটি চমৎকার থ্রিলিং কাহিনী নিয়ে বানানো হয়েছে দ্যা মাউনটেইন বিটউইন আস ছায়াছবিটি। ছবিতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী কেই উইন্সলেট, গোল্ডেন গ্লোব জয়ী অভিনেতা আদ্রিস ইলবা, ডেরমোট মুলরোনি সহ প্রমুখ। ছায়াছবিটি এ বছরের অক্টোবরে মুক্তি পায়। ১১২ মিনিটের এই ছায়াছবিটি নির্মাণে ব্যায় হয়েছে প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার এবং এখন পর্যন্ত ছায়াছবিটি বক্স অফিসে প্রায় ৫৫ মিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে সক্ষম হয়েছে।
জ্যাকি চ্যান তার ছায়াছবির সকল স্টান্টস এবং ফাইট সিনগুলো তিনি নিজেই পারফর্ম করে থাকেন এবং এ ব্যাপারে তার যথেষ্ট সুনাম রয়েছে। নিজেই নিজের স্টান্টস এবং ফাইট সিনগুলো পারফর্ম করতে গিয়ে তিনি নিজের শরীলের হাড়গোড় জীবনে অনেকবারই ভেঙ্গেছেন। বর্তমানে তার বয়স ৬৩ এবং এখনো তিনি তার ছবিগুলোর স্টান্টস তিনিই নিজেই পারফর্ম করেন!
দ্যা ফরেইনার ছবিতে জ্যাকি চ্যানের মেয়েকে একটি বোমা হামলায় সন্ত্রাসীরা মেরে ফেলে এবং জ্যাকি তার মেয়ের হত্যার বদলা নিতে সন্ত্রাসীদের খুঁজতে থাকেন। ছবিতে আমরা সাবেক ০০৭ জেমন বন্ড কে ভিলেন চরিত্রে দেখতে পাবো!
১১৪ মিনিটের এই ছায়াছবিটি এ বছরের ৩০ সেপ্টেম্বরে মুক্তি পাবার পর এখন পর্যন্ত বক্স অফিসে প্রায় ১৪০ মিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে সক্ষম হয়েছে। ছবিতে অভিনয় করেছেন জ্যাকি চ্যান, পিয়ার্স ব্রসনান, কাটি লিউং সহ প্রমুখ।
নিনা ডব্রেভ, এল্লেন পেজ, ডিয়েগো লুনা, কিফার সুথারলান্ড এবং জেমস নার্টন অভিনয় করেছেন এই ১৯৯০ সালের সাইয়েন্স ফিকশান হরর মুভির রিমেকে! ছবিতে পাঁচ জন মেডিক্যাল স্টুডেন্টদের কে আমরা near death এক্সপিরেন্স করতে দেখবো! মানে মৃত্যুর স্বাদ কিরকম হয় সেটাই এই মেডিক্যাল স্টুডেন্টগুলো পরীক্ষা করবে এই ছায়াছবিতে! ছায়াছবিটি সেপ্টেম্বর ২৯, ২০১৭ সালে মুক্তি পায়। মাত্র ১৯ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট নিয়ে ১১০ মিনিটের এই ছায়ছবিটি এখন পর্যন্ত প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বক্স অফিসে তুলে নিতে সক্ষম হয়েছে।
ড্রাগস? ইরান কন্ট্রা? ১৯৮০ দশকের প্রেক্ষাপট? এই সকল কাহিনী আর প্রেক্ষাপট নিয়ে টম ক্রুজ আবারো আমাদের মাঝে ফিরে এসেছেন ডিরেক্টর Doug Liman এর সাথে! যিনি টম ক্রুজের গত ১০ বছরের বেস্ট একশন সিনেমা Edge of Tomorrow পরিচালনা করেছিলেন। এবার তারা আমাদের জন্য নিয়ে এসেছেন বাস্তব জীবনের একটি বায়ো-পিক নিয়ে।
আমেরিকান মেইড ছবিটে আমরা টম ক্রুজকে Barry Seal এর ভুমিকায় দেখতে পারো। ব্যারি সিল হচ্ছেন একজন আমেরিকান পাইলট যিনি ঘটনাবশত সিআইএ এর জন্য ১৯৮০ এর দশকে একজন ড্রাগ-রানার হয়ে যান এবং তার এই অপারেশন এক পর্যায়ে পাবলিকে ফাঁস হয়ে যায় এবং সেটা ইরান-কন্ট্রা স্ক্যান্ডার নামে আমাদের কাছে পরিচিত। আগস্ট মাসে মুক্তি পাওয়া ১১৫ মিনিটের এই ছায়াছবিটি এখন পর্যন্ত বক্স অফিসে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে সক্ষম হয়েছে। ছবিতে অভিনয় করেছেন টম ক্রুজ, সারাহ রাইট, ডমনাল গ্লীসন, জেমা মস, জেসে প্লেমোন্স সহ প্রমুখ।
জেনিফার লরেন্সকে কখনো মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখেছেন? যদি আপনার উত্তর না হয়ে থাকে তাহলে এই ছবিটি আপনার এই ঘাঁটতিকে পূরণ করবে। হরর ফ্লিম কে কতটা সুন্দর এবং অদ্ভুত ভাবে সাজানো যায় যেটা এই ছবিটি না দেখলে বুঝবেন না! বিশেষ করে ছবিটির শেষের দিকের টুইস্টগুলো ছবিকে আরো চমৎকার একটি ভৌতিক ছবি হিসেবে তুলে ধরেছে। ওহ বলতে ভুলে গেছি এটি কিন্তু সাইকোলজিক্যাল হরর ছবি!
ছবিতে আমরা জেনিফার লরেন্সকে তার হাসবেন্ড সহ একটি গ্রামীণ পরিবেশে বসবাস করতে দেখবো, যেখান তাদের সুন্দর এবং সাজানো জীবনে যন্ত্রণাদায়ক হিসেবে একটি রহস্যজনক পরিবার তাদের বাসায় উঠে পড়ে!
১৪ সেপ্টেম্বর ২০১৭ সালে মুক্তি পাওয়া ১২১ মিনিটের এই ছবিতে অভিনয় করেছেন জেনিফার লরেন্স, জাভিয়ার বার্ডেম, মিচেলে পফইফর সহ প্রমুখ। এখন পর্যন্ত ছায়াছবিটি বক্স অফিসে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে পেরেছে।
প্রতি বছরই পাইরেসির শিকার ছায়াছবির লিস্টে কোনো না কোনো ভালো এনিমেশন ছবি থাকেই। এ বছরটাও এর ব্যতিক্রম নয়! কোকো মুভিটিও এই রকম পাইরেসি শিকার হয়েছে এ বছরে। ছবিতে আমরা ছোট্ট Miguel কে তার মৃত্যুর পর আফটার লাইফে বন্দী অবস্থায় দেখতে পাবো, যেখানে তার পূর্বসূরীরা তাকে এই বন্দী অবস্থা থেকে মুক্ত করার চেষ্টা করবে! ছবিটি একটি Pixar এনিমেশন মুভি তাই ছবিতে আমরা ব্যাপক পরিমানের ইমোশন পাবো। আশা করি আপনাদের কাছে ছবিটি ভালো লাগবে! কারণ আফটার অল এটি একটি ডিজনি কোম্পানির ছবি! ১০৯ মিনিটের এই ছবিটি ইতিমধ্যে বক্স অফিসে ৪৫৬ মিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে সক্ষম হয়েছে!
সুন্দর সুন্দর ছবি দেখতে কারই না ভালো লাগে? বিশেষ করে কোনো সাইন্স ফিকশান ছবিকে সুন্দর করে সাজানো হয় তখন তো সেটা ভালো লাগারই কথা! ঠিক তেমনটি একটি ছবি হলে হোয়াট হ্যাপেন্ড টু মানডে! ১২৪ মিনিটের এই ছবিটি মাত্র বক্স অফিসে ২০ মিলিয়ন মার্কিন ডলারের মতো তুলে নিতে সক্ষম হয়েছে। ছবিতে অভিনয় করেছেন নমি রাপিস, উইল্লেম ডাফো, গ্লেন ক্লোজ সহ প্রমুখ!
ছবিটিতে আমরা ভবিষ্যৎতের একটি সময়ে দেখতে পাবো যে তখনকার সময়ে প্রতি পরিবারে মাত্র একজন সন্তান নেওয়া যাবে। কিন্তু একটি ফ্যামিলি প্রায় ৭ জন জমজকে জন্ম দেয় এবং গোপনে তাদেরকে বড় করতে থাকে। ৭ জনকে সপ্তাহের সাতদিনের নামে নাম রাখা হয় এবং প্রতিদিন দিনের নামের অনুসারে এক একজনকে বাহিরে যেতে দেওয়া হতো। ছবিটির নামের মতোই হঠাৎ মানডে নামের মেয়েটি হারিয়ে যায়! এভাবেই ছবিটির কাহিনি এগিয়ে যেতে থাকে!
থোর ছায়াছবির সিরিজের ৩য় সংস্করণ Thor Ragnarok আমাদের কাছে ইতিমধ্যে এসে গিয়েছে। কিন্তু ছবিটি রিলিজের আগে যতটা হাইপ উঠেছিলো মুক্তির পর সেটিও হঠাৎ করে হারিয়ে যায়! একটা ছবির ক্যারেক্টারকে যতটা মিশ্র ভাবে উপস্থাপন করা যায় তা এই ছবিটি দেখলেই আপনি বুঝতে পারবেন। এছাড়াও ছবিতে কমেডিকে দারুণ ভাবে উপস্থাপন করা ছাড়াও ডক্টর স্ট্রেঞ্জ এবং হাল্ক চরিত্রকেও সন্নিবেশিত করা হয়েছে। বছরের শেষের দিকে মুক্তি না দিয়ে শুরু দিকে ছবিটি মুক্তি পেলে পাইরেসির দিক থেকে ছবিটি ফাস্ট এন্ড ফিউরিয়াসের থেকেও এগিয়ে থাকতো বলে আমার ধারণা! অক্টোবর মাসের ১০ তারিখে মুক্তি পাওয়া এই ছবিটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলার এবং ইতিমধ্যে ছবিটি বক্স অফিসে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে সক্ষম হয়েছে!
ছায়াছবিতে অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ, কেট ব্লানচেট, তেসা থম্পসন, তাইকা বইতিতি, টম হিডেলস্টোন সহ প্রমুখ।
আপনারা লক্ষ্য করলে দেখবেন আপনাদের পছন্দের ২০১৭ সালের বেশ কটি ছায়ছবি এই লিস্টে নেই, কারণ এটি শুধুমাত্র পাইরেসির শিকার ২০১৭ সালের ছবিগুলো নিয়ে আজকের টিউনটি সাজানো হয়েছে। যেমন xxx রিটার্ন অফ জেন্ডার কেইজ, টম ক্রুজের দ্যা মামি, বেওয়াচ, ওয়ান্ডার ওমেন, কারস ৩, গার্ডিয়ান অফ দ্যা গ্যালাক্সি ২, লাইফ, স্পাইডার ম্যান হোমকামিং, মোয়ানা, পাইরেসট অফ দ্যা ক্যারিবিয়ান সিরিজের নতুন সংস্করণটিও কিন্তু আজকের আমাদের লিস্টে নেই!
তো টিউনের শেষের দিকে চলে আসলাম। এবং শেষের দিকে এসে আপনারা সহ আমিও দেখলাম যে ২০১৭ সালে সবথেকে বেশি পাইরেসির শিকার হয়েছে Thor Ragnarok ছবিটি। তবে পাইরেসির সত্বেও হলিউডে আমরা পরিচালকদের নতুন ছবি নির্মানে আগ্রহ কমতে দেখি না বরং দিন দিন বড় বড় বাজেটের চমৎকার সব ছবি আমরা নির্মিত হতে দেখি দেখছি এবং দেখবো! তবে আমার নিজের কাছে খারাপ লাগে যখন দেখি কোনো পছন্দের ছবিটি পাইরেসি শিকার হচ্ছে! যাই হোক আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি ব্লগ টেকটিউনসে! টিউনটি পড়ার জন্য ধন্যবাদ!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
movies golo download link dile valo hoto