বিশ্বের সব থেকে ছোট ফোনের আত্মপ্রকাশ ঘটাল জ্যাংকো নামে একটি সংস্থা। বাণিজ্যিক উত্পাদন শুরু না-হলেও সংস্থার দাবি বুড়ো আঙুলের থেকেও আকারে ছোট এই ফোন। ওজন মাত্র ১৩ গ্রাম।
আরও পড়ুন:প্রতিদিন $50 থেকে $100 অনলাইনে আয় করুন খুব সহজেই SKYLOM ওয়েবসাইটি থেকে
Zanco tiny t1 নামে এই ফোন আকারে মাত্র ৪৬.৭/২১/১২ মিমি। ফোনটি থেকে কল ও টেক্সট মেসেজ করা যাবে। ফোনে রয়েছে ০.৪৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। একটিই ন্যানো সিম ব্যবহার করা যাবে এই ফোনে। সেভ করা যাবে ৩০০ ফোন নম্বর। কল লিস্টে সেভ থাকবে ৫০টি নম্বর। সেভ রাখা যাবে ৫০টি এসএমএস।
ফোনটিতে থাকবে মিডিয়াটেক প্রসেসর। সঙ্গে ৩২ এমবি RAM ও ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ। ২০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারিতে মিলবে ৩ দিনের স্ট্যান্ডবাই ও ৩ ঘণ্টার টকটাইম। ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সঙ্গেও সংযুক্ত করা যাবে এই ফোন। ব্রাউজ করা যাবে ইন্টারনেটও। আগামী বছর মে থেকে মিলবে এই ফোন।
আমি তন্ময় মাইতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub e valo udduk
https://www.youtube.com/watch?v=9VNtr0t9TWk