এক ধাক্কায় বাড়তে চলেছে মোবাইল ফোন-সহ বেশকিছু ইলেকট্রনিক্স জিনিসের দাম। সরকার ইলেকট্রনিক্স জিনিসের উপরে আমদানি শুল্ক বেশ খানিকটা বাড়ানোয় দামে এই বৃদ্ধি ঘটতে চলেছে। ফলে স্মার্টফোন, মাইক্রোওয়েভ ওভেন, টেলিভিশন সেট, এলইডি বাতি-সহ অন্যান্য জিনিসের দাম অনেকটাই বাড়বে বলে অনুমান বিশেষজ্ঞদের।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শুল্ক মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বিদেশ থেকে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের উপরে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে আইফোন-সহ বিদেশে তৈরি হয় এমন বহু মোবাইল হ্যান্ডসেটের দাম অন্তত ৫ শতাংশ বাড়তে চলেছে বলে আশঙ্কা।
আরও পড়ুন-মাত্র ৫মিনিটে ১লাখ টাকা পযন্ত আয় করুন snuckls ওয়েবসাইটি থেকে। বিশ্বাস নাহলে একবার পড়ুন….
এই শুল্ক বৃদ্ধি ইতিবাচক বলে মনে করছেন অনেকে। ইন্ডিয়ান সেলুলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পঙ্কজ মহিন্দ্রু সংবাদ মাধ্যমকে বলেছেন, এর ফলে ভারতে হ্যান্ডসেট তৈরির শিল্পে উত্সাহ বাড়বে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ। বর্তমানে ভারতে প্রতি বছর ৫ কোটি মোবাইল হ্যান্ডসেট তৈরি হয়।
প্রসঙ্গত, স্যামসাং তার অধিকাংশ মডেলই ভারতে তৈরি করে। 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের অধীনে ভারতে হ্যান্ডসেট তৈরি করে শাওমি-সহ একাধিক চিনা সংস্থা। উলটো দিকে আইফোন এসই ছাড়া সব মডেলই বাইরে থেকে আমদানি করে অ্যাপেল। অ্যাপেলের মতো কোম্পানিকে বাজারে টিকে থাকতে গেলে এদেশেই হ্যান্ডসেট তৈরি করতে হবে বলে মত বিশেষজ্ঞদের।
মোবাইল ফোন ছাড়াও বিদেশি ভিডিও ক্যামেরার ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১৫ শতাংশ, বিদেশি টিভি সেটের ক্ষেত্রে শুল্ক ১০ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ২০ শতাংশ।
আমি তন্ময় মাইতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।