সংবাদ উপস্থাপক হতে চাইলে যেগুলো না জানলেই নয় – ৩

Talking Between News presenter and reporter

Phono

ঘটনার সবশেষ অবস্থা দর্শকদের জানানোর জন্য সংবাদ উপস্থাপক ঘটনাস্থলে অবস্থানরত  প্রতিবেদক বা Reporter  এর সঙ্গে টেলিফোনে সরাসরি কথা বলে থাকেন। দর্শক প্রতিবেদককে দেখতে না পেলেও তার কন্ঠে শুনতে পান সবশেষ অবস্থা। এ ক্ষেত্রে প্রতিবেদকের ছবি এবং ঘটনাস্থলের মানচিত্র বা ওই এলাকাকে নির্দেশ করে এমন কোন কীর্তির ছবি দিয়ে তৈরি গ্রাফিক্স ব্যবহার করা হয়। সংবাদ উপস্থাপক দরকার হলে প্রশ্ন করে ঘটনার বিভিন্ন দিক সম্পর্কেও খোজ নিতে পারেন। টেলিফোনের মাধ্যমে এ দ্বিমুখী যোগাযোগের জন্য স্টুডিওতে Hybrid নামের একটি যন্ত্র ব্যবহার করা হয়। এর মাধ্যমে টেলিফোন থেকে ‍স্টুডিওর শব্দ নিয়ন্ত্রণ যন্ত্র এবং উপস্থাপকের কানে লাগানো Talkback এ শোনা যায় এবং উপস্থাপকের কথা টেলিফোনের অন্যপ্রান্তে অবস্থানরত প্রতিবেদক শুনতে পান। আর এ পুরো ব্যবস্থাকে বলা হয় Phono

আজ এটুকু্ই । ধন্যবাদ।।

ফেসবুকে আমি।  😎   😆

Level 0

আমি সজল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস