মাত্র ২ লক্ষ টাকায় ডিসেম্বরেই ভারতে এই বাইক লঞ্চ করতে চলেছে TVS!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মোটরসাইকেল প্রেমীদের জন্য সুখবর। আগামী ডিসেম্বরেই ভারতে লঞ্চ করছে TVS Apache RR 310S. Akula 310 নামে জনপ্রিয় এই বাইকের বাণিজ্যিক উত্পাদন ইতিমধ্যে শুরু হয়েছে। তবে লঞ্চের দিন-তারিখ এখনো জানা যায়নি। সূত্রের খবর, মোটর সাইকেলটির এক্স শোরুম দাম হতে পারে ১.৮ - ২ লক্ষ টাকা।

মোটরসাইকেল প্রেমীদের জন্য সুখবর। আগামী ডিসেম্বরেই ভারতে লঞ্চ করছে TVS Apache RR 310S. Akula 310 নামে জনপ্রিয় এই বাইকের বাণিজ্যিক উত্পাদন ইতিমধ্যে শুরু হয়েছে। তবে লঞ্চের দিন-তারিখ এখনো জানা যায়নি। সূত্রের খবর, মোটর সাইকেলটির এক্স শোরুম দাম হতে পারে ১.৮ - ২ লক্ষ টাকা।

আরও পড়ুন : মাত্র ৫মিনিটে ১লাখ টাকা পযন্ত আয় করুন snuckls ওয়েবসাইটি থেকে। বিশ্বাস নাহলে একবার পড়ুন….

২০১৬ দিল্লি অটো এক্সপোয় আকুলা ৩১০-এর কনসেপ্ট প্রকাশ্যে এনেছিল টিভিএস। বাইকটির বাণিজ্যিক নামকরণ করা হয়েছে TVS Apache RR 310S. বাইকটিতে থাকবে টুইন প্রোজেক্টর হেডলাইন। এলইডি টেইল ল্যাম্প। স্পোর্টি ফিল দিতে বাইকটির ফুয়েল ট্যাঙ্ককে বেশ চওড়া করা হয়েছে। সঙ্গে রয়েছে উঁচু টেইল।

বাইকটিতে থাকবে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। ডুয়াল চ্যানেল এবিএস। সঙ্গে থাকবে অ্যাডজাস্টেবল রিয়ার শক অ্যাবজরভার। থাকবে ৩১৩ সিসি সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড, ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। এই একই ইঞ্জিন রয়েছে বিএমডাব্লু জি৩১০আর-এ। থাকবে ৬ স্পিড গিয়ারবক্স।

ভারতের বাজারে  KTM RC 390, DSK-Benelli 302R and the Kawasaki Ninja 300- এর সঙ্গে টক্কর হবে এই বাইকটির।

Level 0

আমি তন্ময় মাইতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস