মেসেঞ্জারেও যে ফেসবুক বিজ্ঞাপন দিয়ে থাকে এটা অনেকের কাছে জানা খবর। কারণ চলতি বছরের (২০১৭) জুলাই মাসের শেষ দিকে মেসেঞ্জারেও বিজ্ঞাপন প্রচারের ঘোষণা দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। যদিও এর পূর্বেই জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে মেসেঞ্জারে বিজ্ঞাপন প্রদর্শন করে ফেসবুক। আর তা থেকে সন্তোষজনক ফলাফলের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। তবে নতুন খবর হল, সম্প্রতি বাংলাদেশী ব্যবহারকারীদের তথ্য মতে, অনেকেরই মেসেঞ্জারে এখন ফেসবুক কর্তৃক প্রদর্শিত বিজ্ঞাপন দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের ব্যাপারে আলাদা করে কোন অফিসিয়াল নিউজ বা ঘোষণা এখন পর্যন্ত পাওয়া যায় নি। ফেসবুক চ্যাটিং এর এই জনপ্রিয় অ্যাপে বিজ্ঞাপন প্রদর্শনের ব্যাপারে জুলাই মাসেই সর্বশেষ বিবৃতি দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। উক্ত বিবৃতি অনুযায়ী, চলতি বছরেই ধীরে ধীরে সব দেশে মেসেঞ্জার অ্যাপে বিজ্ঞাপন প্রদর্শন শুরু হবে। আর তা থেকেই ধারণা করা হচ্ছে, বাংলাদেশেও এখন মেসেঞ্জারে বিজ্ঞাপন চালু করেছে ফেসবুক।
বর্তমানে ফেসবুক মেসেঞ্জার অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটিও ছাড়িয়েছে। আর এই বিশাল সংখ্যার অডিয়েন্সকে বিজ্ঞাপন প্রদর্শন করে আয় বাড়ানোর সুযোগ ছাড়ছে না ফেসবুক। ফেসবুকের যেকোন বিজ্ঞাপনদাতা এখন চাইলে তাদের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন মেসেঞ্জার ব্যবহারকারীদের হোম ট্যাবে। আর বিজ্ঞাপনে ক্লিক করলেই চলে যাবে বিজ্ঞাপনদাতার ওয়েবসাইট বা পেজে। এমনকি সেই বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানটির সাথে তৎক্ষণাৎ মেসেজ পাঠানোরও ব্যবস্থা রাখছে ফেসবুক। তবে অপ্রাসঙ্গিক বিজ্ঞাপনে যেন ইউজার বিরক্ত না হোন সেজন্য ফিডব্যাক দেওয়ারও অপশন পাবে ব্যবহারকারী। উল্লেখ্য যে, মেসেঞ্জার ছাড়াও বিজ্ঞাপনদাতারা ফেসবুকে নিউজফিড, সাইডবার, ইনস্ট্যান্ট আর্টিকেল, ইন্সটাগ্রামে বিজ্ঞাপন দিতে পারেন।
তথ্যপ্রযুক্তি জগতের খবরাখবর পেতে "স্পার্ক মারুফ" -এর সাথেই থাকুন...
আমি স্পার্ক মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো, আমি মারুফ বলছি রংপুর থেকে। পড়ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস নিয়ে। ভালোবাসি প্রযুক্তির বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে। আর শখের বসে লেখালেখি করি তথ্যপ্রযুক্তি নিয়ে...
ভাই একটা দরকার ছিল , যদি হেল্প করতে ভালো হতো