৯০ এই দশকে ইন্সট্যান্ট ক্যামেরার প্রচলন ছিল বেশ! ক্যামেরায় ছবি তোলার সাথে সাথে সেটা প্রিন্ট করে নেবাই ছিলো এই সব ইন্সট্যান্ট ক্যামেরার মূল আকর্ষণ! সময়ের কালে কালে ফ্যাশান এব টেকনোলজির পরিবর্তনের কারণে এই ক্যামেরা আজ প্রায় বিলুপ্ত! তবে স্মার্টফোনে ইন্সট্যান্ট ক্যামেরার স্বাদ নিতে এবার আপনি মটোরোলার মটো জেড স্মার্টফোনটি পরখ করে দেখতে পারেন।
আমাদের মধ্যে যারা ইন্টাগ্রামে আসক্ত তাদের জন্য হয়তো মটোরোলা মটো জেড সেটটি আলাদা করে আকর্ষণ কাড়তে পারবে! মটোরোলা জেড সিরিজের স্মার্টফোনের জন্য কোম্পানিটি পোলারইড এর সাথে একত্র হয়ে নতুন একটি মটো মোড বানাচ্ছে। পোলারইড কোম্পানির তৈরিকৃত Insta-Share Printer হচ্ছে মটোরোলা স্মার্টফোনের জন্য একটি ক্যামেরা একসেসসরিস মোড যেটার মাধ্যমে মটো জেড স্মার্টফোনকে ছোটখাট ফটো প্রিন্টার রূপে রূপান্তরিত করে ফেলা যাবে!
এই একসেসরিজটির ব্যবহারের মাধ্যমে স্মার্টফোনের পেছনের দিকে ক্লিপের মাধ্যমে ইন্সট্যান্ট এবং ক্ষুদ্রাকৃতির পোলারইড ক্যামেরায় রূপান্তরিত করে দেবে। শুধু তা-ই নয়, এই মোডটির ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী তার মটো জেড স্মার্টফোনের স্টোরেজে সংরক্ষিত যাবতীয় ছবি এবং অনলাইন স্টোরেজের সংরক্ষিত ছবিগুলোকে সরাসির স্মার্টফোন থেকেই প্রিন্ট করার সুযোগ দিয়ে থাকবে। আর ইন্সটাগ্রামের মতোই এই মোডে ছবি প্রিন্টের আগে ছবিতে বিশেষ কিছু এক্সুসিভ ফটো ফিল্টার ব্যবহার করা যাবে যার মাধ্যমে ছবিগুলোকে আরো জীবন্ত এবং সুন্দর করে নেওয়া যাবে।
চমৎকার এই বিলাসবহুল একসেসরিজটি মূল্যও বিলাসবহুল বলতে গেলে! মটোরোলা মটো জেড স্মার্টফোনের জন্য তৈরি এই বিশেষ মোডটির জন্য আপনাকে প্রায় ২০০ মার্কিন ডলার খরচ করতে হবে। উল্লেখ্য যে, পোলারইডের যাবতীয় ইন্সট্যান্ট ক্যামেরা এবং বিশেষ করে পোলারইডের OneStep 2 ক্যামেরার দামের থেকেও এই মোডটির দাম বেশি!
অ্যান্ড্রয়েড এবং আইফোনের প্রতিযোগীতার এই যুগে বাজার ধরে রাখতে সবসময়ই অন্যরকম কিছু করার চেষ্টা করে মটোরোলা স্মার্টফোন কোম্পানি। তারই ধারাবাহিকতায় এবার এই চমৎকার এবং ব্যতিক্রমধর্মী স্মার্টফোন একসেসরিজটি বাজারে আনলো মটোরোলা এবং পোলারইড।
আপনি যদি মটোরোলা মটো জেড স্মার্টফোনটির ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এর ব্যতিক্রমধর্মী যাবতীয় একসেসরিজের কথা জেনে থাকবেন। যেমন মোবাইল প্রোটেকটর, এলেক্সা-বিশিষ্ট স্পিকার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ইত্যাদি। তবে এই সকল মোড স্মার্টফোনে যুক্ত করতে হলেও আপনার পকেট থেকে বেশ খানিকটা টাকা ঝেড়ে ফেলতে হবে। তো টিউনের শেষে বলতে চাই, আপনার যদি মটোরোলা মোটো জেড স্মার্টফোনটি থাকে এবং আপনি যদি ইন্সট্যান্ট ছবি প্রিন্ট করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারই জন্য এই মটোরোলার ব্যতিক্রমধর্মী একসেসরিজ!
মটোরোলা কোম্পানি ২০১৬ সালের জুন মাসে তাদের মটো জেড স্মার্টফোনটি বাজারে ছাড়ে। এই স্মার্টফোনে রয়েছে সাড়ে পাচঁ (৫.৫) ইঞ্চির এইচডি ডিসপ্লে, গরিলা গ্লাস ৪ প্রটেক্টশন, লেটেস্ট অ্যান্ড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম, কোয়ালকোম স্ন্যাপড্রাগন অক্টাকোর প্রসেসর, Adreno 530 গ্রাফিক্স কার্ড, ৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগবাইট রম, ১৩ মেগাপিক্সেলের ব্যাক এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ আরো বিভিন্ন সুবিধা। এই স্মার্টফোনটির মূল্য রাখা হয়েছে প্রায় ৩৫০ মার্কিন ডলার।
তো, মটোরোলা কোম্পানির ব্যতিক্রমধর্মী এই স্মার্টফোন একসেসরিজটির ব্যাপারে আপনার কোনো টিউমেন্ট থাকলে অবশ্যই সেটা নিচের টিউমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই! আগামীতে এই রকমই বিচিত্র টেকনোলজির নিউজ নিয়ে আমি টিউনার গেমওয়ালা চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি সসৌশল নেটওয়ার্ক টেকটিউনসে!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!