টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের Surface সিরিজের ল্যাপটপ সিরিজের নতুন মডেল Surface book 2 ল্যাপটপটি গত মাসে (অক্টোবর, ২০১৭) বাজারে উন্মুক্ত করে দিয়েছে। পাওয়ারফুল এবং কৃত্রিম বুদ্ধিসম্পন্ন এই ল্যাপটপকে বলে হচ্ছে ফিউচারের ল্যাপটপের রোল মডেল! তো চলুন, ভবিষৎতের এই রোল মডেল খ্যাত ল্যাপটপটির ব্যাপারে এক নজরে কিছু তথ্য দেখে নেই:
Surface Book 2 ল্যাপটপটি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। একটি হলো ১৩ ইঞ্চি এবং আরেকটি হলো ১৬ ইঞ্চির সংস্করণ!
১৩ ইঞ্চির সারফেইস বুক ২ ল্যাপটপটিতে রয়েছে ৭তম প্রজন্মের কোর আই ৫ এবং ৮টম প্রজন্মের কোর আই ৭ প্রসেসর যেটা ব্যবহারকারী নিজে বেছে নিতে পারবেন তার সামর্থ্য অনুযায়ী। আর অন্য দিকে ১৫ ইঞ্চির সংস্করণে শুধুমাত্র ৮টম প্রজন্মের প্রসেসর রয়েছে।
আর গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহারকারীরা এনভিডিয়ার জিফোর্স জিটিএক্স ১০৫০ কিংবা ১০৬০ বেছে নিতে পারবেন যেটা ব্যবহারকারীতে সবোর্চ্চ ১৭ ঘন্টা পর্যন্ত ব্যাটারীতে ভিডিও প্লেব্যাক ফিচার দিতে পারবে। এই ডিভাইসে আরো রয়েছে ১০ পয়েন্ট বিশিস্ট মাল্টিটচ পিক্সেল-সেন্স ডিসপ্লে যেটার রেশিও হচ্ছে ৩:২। আর রেজুলেশন পাবেন ৩২৪০ x ২১৬০ এর। এই surface book 2 ল্যাপটপটি মাইক্রোসফটের E Ink, Surface Pen এবং Surface Dial একসেসরিজগুলো সমর্থন করবে!
ল্যাপটপে মাইক্রোসফটের প্রধান প্রতিদন্দি অ্যাপল তাদের হাই এন্ড ল্যাপটপে টাচ ফিচার না রাখায় এই খাতে মাইক্রোসফট তাদের হাই-এন্ড ল্যাপটপগুলোতে টাচ ফিচারটি দিয়ে বাজারে বাজিমাত করার চেষ্টা করে যাচ্ছে।
১৩ ইঞ্চির Surface Book 2 ল্যাপটপটির ওজন হচ্ছে 3.38 Pounds এবং অন্যদিকে ১৫ ইঞ্চি সংস্করণটির ওজন ৪.২ পাউন্ড। ল্যাপটপটির অনান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে দুটি ফুল সাইজের ইউএসবি ৩.১ জেন-১ পোর্টস, একটি ইউএসবি-সি পোর্টম ৩.৫মিমি হেডফোন জ্যাক, দুটি সারফেইস কানেক্ট পোর্টস এবং একটি ফুল সাইজ কার্ড রিডার স্লট!
পাওয়ারফুল এই ল্যাপটপটির দাম শুরু হচ্ছে ১৫০০ মার্কিন ডলার থেকে!
আর গেমারদের জন্য এই নতুন সারফেইস বুক ২ টি অনেকটা দৈত্যাকার পারফরমেন্স দিবে। মাইক্রোসফটের এক্সবক্স ওয়ানের মতো এতে রয়েছে গেমিং পারফরমেন্স মোড। যেটার মাধ্যমে গেমিংয়ে ল্যাপটপটি নতুন নতুন গেমস হাই গ্রাফিক্সে 1080পি রেজুলেশনে ৬০ ফ্রেম স্পিড দিতে সক্ষম হবে।
২০১৫ সালে সারফেইস বুক বাজারে আনার পর তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ল্যাপটপটি। দেখা যাক সিরিজের এবারের ল্যাপটপটি বাজার মাতাতে পারে কিনা। মাইক্রোসফটের নতুন এই দৈত্যাকার সারফেইস বুক ২ এর বিস্তারিত স্পেসিফিকেশন টি দিয়ে আজকের টিউনটি আমি শেষ করছি। ল্যাপটপটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই নিচের টিউমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন।
মাইক্রোসফট সারফেইস বুক ২!
ব্যাটারী ব্যাকআপ ক্ষমতা :
১৭ ঘন্টা ১২ মিনিট
স্ক্রিণ সাইজ:
১৩ অথবা ১৫ ইঞ্চি
স্ক্রিণ রেজুলেশন:
৩২৪০x২১৬৯ পিক্সেল
অপারেটিং সিস্টেম:
উইন্ডোজ ১০ প্রো
সিপিইউ:
কোর আই ৫ কিংবা কোর আই ৭
র্যাম:
১৬ গিগাবাইট
গ্রাফিক্স কার্ড:
এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৬০ কিংবা ১০৫০
স্টোরেজ:
১ টেরাবইট
ওজন:
৪.২ কেজি
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
দাম কত জানাবেন।