সাবধান ! বিকাশে প্রতারণা থেকে বাচুন। বাস্তব অভিজ্ঞতা হয়েছে তাই সাবধান করছি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

অভিনব পধ্যতিতে শুরু হয়েছে বিকাশে হ্যাকিং এবং প্রতারণা 

এর সাথে জানেন কে জড়িত ? খোদ এজেন্ট যেখান থেকে আপনি ব্যালেন্সে ভাল Amount cash in করেছেন,বিস্তারিত জানতে পুরো টিউন টি পড়ুন,

 

আমার রুমমেট এর বিকাশ একাউন্থেট থেকে ১১৪০০ টাকা প্রতারণা করে নিয়ে নেওয়া হয়েছে, বিস্তারিত জানতে প্লিজ পুরো টিউন টি পড়বেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন,যাতে আর কেও জালিয়াতির শিকার না হয়।

 

প্রথমে বলে রাখি আমার রুমমেট এর ফোনে আগে থেকেই ১১৬৬৫ টাকা ছিল,আর এই টাকা টা তাকে কিছু দিন আগে চিটাগাং বাংলা বাজার থেকে ওর বাবা দিয়েছিল।

যাইহোক গতকাল সন্ধায় ফোন আসল বলল ভাইয়া আমি বাংলা বাজার থেকে বলছি ভুল বশত আপনার একাউন্টে ১০০০০ টাকা চলে গেছে যেটা কিনা কোন একজনের মেডিকেলের টাকা,দয়া করে আপনি টাকা টা সেন্ড মানি করে পাঠিয়ে দেন 019#########,এই personal নাম্বার টায়।আমার রুমমেট ব্যালেন্স চেক করে দেখল ২১৬৬৫ টাকা,

 

তাই আমার রুমমেট সততার খাতিরে টাকা টা সেন্ড মানি করে পাঠিয়ে দিল,তখন মেসেজে আসল তাতে ব্যালেন্স মাত্র ১৬৬৫ টাকা দেখাচ্ছে,।এরপর আবার ফোন আসল যে সে টাকা টা পেয়েছে।আর বলল ভাইয়া আপনি আমার ভাল করতে যেয়ে আপনার মেইন ব্যালেন্সের টাকা টা বিকাসে সমস্যার জন্য অল্প দেখাচ্ছে,এই টাকা টা remitance এ আছে,

 

এরপর সেই ব্যক্তি বলল আমি আপনাকে যেভাবে বলব সেভাবে আপনি ডায়াল করেন,এরপর সে ১ম এ *247#,ডায়াল করতে বলল,মেনু আসার পর এরপর 7*4 reply দিতে বলল

এভাবে বেশ কিছু কোড ট্রাই করতে বলল,সব কোড ট্রাই করেও বার বার invalid আসছিল,এবার সেই ব্যক্তি টি এবার *247# dial করে cashout মেনু পর্যন্ত নিয়ে গেল,আর আমার রুমমেট ও তাকে বিশ্বাস করে সেভাবেই করতে লাগল,এরপর সে বলল এবার cashout থেকে 1 দিয়ে ওকে করে বিকাশের এই সার্ভার নাম্বার দেন,এরপর টাকার এমাউন্ট এ বলল এখানে 1400 এই সার্ভার পিন টা দিয়ে ওকে করুন তারপর আপনার বিকাশের মেনু পিন ্দিয়ে ওকে করুন,ব্যাস এবার যে ১৬৬৫ টকা ছিল তার মধ্যে 1400 টাকাও চলে গেল,

 

আসলে আমার রুমমেট তাকে বিশ্বাস করেছিল,আর যেহেতু টাকা ১০০০০ চলে গেছে তাই সে তার কথা মতই কাজ করছিল, এবং  যে ভুল ভাল কোড গুলা বলেছিল যেমন 7*4, 1*2 বলতে পারেন এগুলা দ্বারা ব্রেইন ওয়াশ করেছে,

 

এরপর আবার আরও বেশি টাকা নিয়ার ধান্দা,আর আমার রুমমেট এতই বোকা হয়ে গেছে যে ওরা যায় বলছে তাই সুনছেে, এবার বলা হল যে ভাইয়া আপনি এবার আপনার সব মেসেজ ডিলিট করে ফোন টা অন অফ করেন,এরপর বিকাশ অফিস হতে আপনাকে ফোন দেবে,

 

ভাল কথা ফোন আসল  তথা কথিত বিকাশ অফিস হতে,ফোন দিয়ে বলল স্যার আপনার সমস্যার জন্য আমরা দু ঃখিত,আপনার সমস্যার জন্য আমরা বাংলাদেশ ব্যাংক এর সাথে যোগাযোগ করছি বার বার ইমেইল আসছে,

টাকা যদি ফেরত পেতে চান যা বলছি সেই মতাবেক কাজ করুন, সে বলল স্যার আপনি শুরু তে আপনার আশে পাশের বিকাশ এজেন্টে যাবেন,আমি একটা নাম্বার দিচ্ছি যেটা বাংলাদেশ ব্যাংক এর সার্ভার নাম্বার,আর একটা পিন দিচ্ছি সেটা হল 14280,এখন আপনি এজেন্টের কাছে একা একা যাবেন আর এই টা যে সার্ভার নাম্বার তাকে বলবেন না,আর এই পিন টা বলবেন যে ১৪২৮০ টাকা ক্যাশ ইন করতে হবে,ভয় পাবেন না স্যার টাকা ক্যাশ ইন হবেনা,যখন দেখবেন টাকা ক্যাশ ইন হচ্ছে না তখন আপনি চলে আসবেন

 

যায় হোক মোটামুটি এই হচ্ছে কাহিনি,বিকাশ অফিস থেকে যে ফোন আসছিল সেটা ওরা কাটছিল না,লাইনে ছিল প্রায় ২ ঘন্টা,আমি প্রথম জালিয়াতি বুঝতে পেরে আমার রুমমেট কে সাথে সাথে পরবর্তি জালিয়াতির বিষয় জানিয়ে দেয় বলে 14280 পিন Sorry  ১৪২৮০ টাকা টা বেচে গেছে,

 

তাই আজই সবাই সত্ররক হয়ে যান,যারা জানেনা তাদের কে জানান, দয়া করে বেশি বেশি  শেয়ার করুন

ফেসবুকে আমি ঃhttp://web.facebook.com/username.tanvir

Level 0

আমি এস এম তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারো হয়েছিল। সবপ্রথম তোমার রুমমেট যে ভূলটা করেছিল তা হচ্চে *২৪৭# ডায়েল করে তার মেইন ব্যালেন্সটি দেখা দরকার ছিল তারপর পাঠাত সমস্যা ছিল না।