Play Store এ এখন থেকে মারচেন্ট App Publish করা যাবে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাংলাদেশি অ্যাপ নির্মাতাদের জন্য দারুণ সুখবর দিল গুগল। গুগল প্লে স্টোরে এত দিন মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল না বাংলাদেশি অ্যাপ নির্মাতাদের জন্য। এত দিন কেবল প্লে স্টোরে বিনা মূল্যের অ্যাপ ও গেম তৈরি করে প্রকাশ করতে পারতেন। কিন্তু এখন থেকে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা দিল গুগল। তবে বাংলাদেশি অ্যাপ নির্মাতাদের মুদ্রা হিসেবে মার্কিন ডলার সেট করতে হবে।

 

বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ডেভেলপারদেরও একই সুবিধা দিয়েছে গুগল। তবে তাঁরা স্থানীয় মুদ্রায় মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এর আগে মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা না থাকায় অ্যাপ নির্মাতাদের অ্যাপ বিক্রির জন্য বিভিন্ন সমস্যায় পড়তে হতো। এখন গুগলের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলায় সহজে অ্যাপ বিক্রির সুযোগ পাওয়া যাবে। ঝামেলা কমবে। এর অর্থ, স্থানীয় অনেক অ্যাপ প্লেস্টোরে পাওয়া যাবে। এতে ব্যবহারকারীরা অনেক পছন্দের উন্নত অ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন। গুগলের সাপোর্ট পেজে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশকে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার বিষয়ে অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের মেধাবী অ্যাপ ও গেম নির্মাতারা এখন গুগল প্লেস্টোরে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। গত মার্চে সিলিকন ভ্যালিতে গুগলের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছিল। মার্চেন্ট অ্যাকাউন্টের সুযোগ সৃষ্টি হওয়ায় ডেভেলপারদের বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ তৈরি হলো।

Level 0

আমি রাকিব ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবাইকে সব কিছু শিখাতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস