বরিশালে চালু হল অনলাইন ভিত্তিক জুতার দোকান

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বরিশালে চালু হল নতুন অনলাইন ভিত্তিক জুতার দোকান

দেশের দক্ষিণাঞ্চলের শহর বরিশালে সম্প্রতি চালু হল নতুন অনলাইন ভিত্তিক জুতার দোকান। বর্তমান সময়ে আমাদের দেশে অনলাইন বিজনেস এর ধারনাটা নতুন ই বলা যায়। যদিও সাম্রতিক সময়ে ভালই এগিয়ে যাচ্ছে প্রযুক্তি নির্ভর এই ব্যবসার ধারনা। বরিশালের মত শহরে এমন নবীন একটি ধারনা নিয়ে কাজ করা সত্যিই সাহসের কাজ। আর এই সাহসের কাজ টা ই করে দেখাল অস্ট্রিয়া বাংলাদেশ এর যৌথ ব্যাবস্থাপনায় পরিচালিত M&P Design .  এ মাসেই তারা চালু করেছে তাদের অনলাইন ভিত্তিক শপ http://www.mpdesignbd.com । তাদের ওয়েবসাইট ঘেটে কিছু তথ্য নিতে তুলে ধরলাম।

সেবা সমুহ ঃ

১. ক্যাশ অন ডেলিভারি (যদিও প্রাথমিকভাবে শুধু বরিশালের মধ্যে)

২. কারিগরি ভুলের জন্য ৩ মাস এর ও্যারেন্টি

৩. হোম ডেলিভারি (এটিও শুধু বরিশালের মধ্যেই)

৪.  ৩ টি  পিকআপ পয়েন্ট থেকে ফ্রি পন্য সংগ্রহের সুবিধা।

৫.  সাশ্রয়ী মুল্যে স্থানীয় ভাবে তৈরি পন্য

 

নিজের শহরে এমন একটি উদ্যোগ আমি সত্যিই আনন্দিত। অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ M&P Design কে। তাদের উদ্যোগ সফল হোক।

 

টিউন সম্পর্কিত কোন ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। ধন্যবাদ।

Level 0

আমি মাজিদুল হাসান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস