স্মার্টফোন দুনিয়ায় হারিয়ে যাওয়া যন্ত্রপাতি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

১। এমপিথ্রি প্লেয়ার        যাদের জন্ম নব্বই দশকে তারা হয়তো খুব ভালো করেই জানেন এই গান শোনার জনপ্রিয় যন্ত্রটির নাম। প্রচলিত ও জনপ্রিয় এমপিথ্রির জায়গা অবশ্য এখন সাধারণ ফোন গুলোই নিয়ে নিয়েছে। তবে অনেক নকশা ও সুবিধা আর নতুনত্ব দিয়ে কম চেষ্টা করেনি টিকে থাকার জন্য। অবশেষে পারেনি।

recoder mp3

২। ডিজিটাল ক্যামেরা   গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা আছে, কারো পেটে লাথি মেরে কারো ভাত কেরে নেওয়া। স্মার্টফোন এসে যদিও ডিজিটাল ক্যামেরার বাজার দখল করেছে। এই লড়াইয়ে অনেক দিন টিকে ছিল যটপট ছবি তোলার এই যন্ত্র। এক সময় পেশাদার ফটোগ্র্যাফারাও ব্যবহার করত এই যন্ত্র। তবে স্মার্টফোন ক্যামেরার উন্নয়নের ফলে আজ এই সব ক্যামেরা বিল্পপ্তির পথে।

camera

৩। অ্যালার্ম ঘড়ি      অনেকের শৈশব ঘুম ভেঙ্গেছে এই অ্যালার্ম ঘড়ির  ক্রিং ক্রিং শব্দে। আবার অনেকের বিরক্তির কারণও হয়েছে।  আজ ঠিক একই কাজ করে এখনকার স্মার্টফোন। তাই স্মার্টফোন আসার পর অ্যালার্ম ঘড়ি এখন লোকচক্ষুর আড়ালেই রয়েছে।

alarm clock

৪। ক্যালকুলেটর ক্যালকুলেটর এর ব্যবহার কমেই গিয়েছিল সাধারণ মানের ফোনগুলো বাজারে আসার কারণে। তবে স্মার্টফোনে সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যাপ আসার কারণে এর গুরুত্ব এখন কমেই গেছে।

calclotar

৫। ছোট রেকর্ডার ঃ প্রায় সব সাংবাদিক এর কাছে ছিল ছোট   এই যন্ত্রটি। যে কোন কথা বা শব্দ ধারণ করাই কাজ ছিল এর যার ফলে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল সবার কাছে। তবে উচ্চ মানের কথা রেকর্ড করার সুবিধা আছে যে কোন স্মার্টফোনে। যার ফলে এর প্রয়োজন কমে গেছে অনেক আগেই।

কোন ভুল হলে ক্ষমা করবেন। আর টিউনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

আমার সাইটে সময় পেলে ঘুরে আসার দাওয়াত  technology blog

আমার ফেসবুক একাউন্ট

সাবক্রাইব মাই ইউটিউব চ্যালেন

Level 1

আমি মিজান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস