পৃথিবীর বিজ্ঞানি আর এক ধাপ এগিয়ে গেল কৃত্রিম কাঠ তৈরি করে তা দিয়ে ব্রিজ বানালো দেখুন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

নেদারল্যান্দ এর একটি সড়কের উপর দিয়ে আরেকটি সড়ক এর যোগ করতে এই কাঠের ব্রিজ টি তৈরি করল ইঞ্জিনিয়ার রা।

বর্তমান সময়ে ব্রীজ বলতেই বুঝায় হয় তা কনক্রিটের তা না হলে লোহার পাতের তৈরি কোন ব্রিজ। কিন্তু যদি বলি এখনও তৈরি হয় কাঠ দিয়ে ব্রীজ আর তার উপর দিয়ে দিব্বি চলাচল করে গাড়ি। কি ভাবছেন পাগলের প্রলাপ বকছি? না মোটেও না নেদারল্যান্ডে সড়কের উপর দিয়ে আরেকটি সড়ককে সংযুক্ত করার জন্য যে ব্রীজ ব্যবহার করা হয়েছে তা তৈরি হয়েছে কাঠ দিয়ে। আসুন তাহলে এই কাঠের ব্রীজ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কাঠের ব্রীজ নাম শোনার পরেই প্রথমে যে প্রশ্ন আসে তা হল এটা কি কাঠ দিয়ে তৈরি আর এই কাঠ সংগ্রহ করতে না জানি কত গাছ কাটা হয়েছে। আর কাঠের ব্রীজ কি এত শক্ত হবে যে তার উপর দিয়ে আস্ত পিচ ঢালাই করা রাস্তা থাকবে আর গাড়ি চলবে তার ব্রীজের কোন ক্ষতি হবে না? এই সব প্রশ্নের উত্তর রয়েছে এই কাঠের পিছনে। প্রথমত এই কাঠ প্রাকৃতিক থেকে সংগ্রহীত অন্যান্য কাঠের মত না। এটি তৈরি করা হয়েছে কারখানাতে বিষেশ উপায়ে। এই কাঠের নাম "Accoya wood", এই কাঠ তৈরি করতে সময় লেগেছে ১ বছরের মত আর এটি তৈরি হয়েছে "আনেন" (Arnhem) নামক ডাচ শহরে। এই কাঠ পানি প্রতিরোধক আর এতটাই শক্তো যে তা লোহাকে অতিসজেই প্রতিস্থাপন করতে সক্ষম।

দুটি জেলাকে সংযুক্ত করার জন্য A7 মটর হাইওয়েতে এটি বানানো হয়। ব্রীজটিকে এমন ভাবে বানানো হয়েছে যেন দূর থেকে দেখলে তা একটা ত্রিকোনাকৃতির বক্সের মত মনে হয়। যেমন ভাবে এটি সড়ক সংযুক্তি করন কাজে ব্যাবহৃত হচ্ছে তেমন একটি ডাচ ইঞ্জিনিয়ারদের দক্ষতার বহিঃপ্রকাশ করে। এরম ব্রীজ আরো তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে ক্যানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ডেও।

আসুন তাহলে এবার এই ব্রীজের ভিডিও ফুটেজ দেখে নেওয়া জাক

পৃথিবীর সব সত্য নিউজ সবার আগে জানতে আমদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন

Level 0

আমি লিমন হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস